‘সবকিছু পেছন ফেলে’

DSCF8717-bg20130629141929একদল ভ্রমণবিলাসী, বন্ধুত্বসুলভ, বুদ্ধিমত্তাসম্পন্ন, উদ্যমী, পরিশ্রমী, সাহসী ও যেকোনো পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতাসম্পন্ন তরুণ-তরুণী নিয়ে নির্মাতা রাজিবুল হোসেন তৈরি করছেন চলচ্চিত্র ‘সবকিছু পেছন ফেলে; ডেসটিনেশন আননোন’।

ছবিটির অন্যতম প্রধান আকর্ষণ বাংলাদেশের স্টার ক্রিকেটার সাকিব আল হাসান। অতিথি শিল্পীর চরিত্রে এতে অভিনয় করবেন তিনি।

২৮ জুন, বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে ছবিটির টাইটেল স্পন্সর ফুজিফিল্ম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

ছবিতে অভিনীত পাঁচটি প্রধান চরিত্রে নতুন মুখ কাজ করছে। এ ছবির মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্যকে দেশ ও দেশের বাইরে তুলে ধরা হবে।

এআইএমসি প্রযোজিত প্রথম ছবি ‘সব কিছু পেছন ফেলে; ডেসটিনেশন আননোন’ নিয়ে নির্মাতা রাজিবুল হোসেন বেশ আশাবাদী।

রাজিবুল একজন ফটোগ্রাফার ও প্রশিক্ষক। তিনি তিনটি ফিকশন ফিল্ম, দুটি ডকুমেন্টারি, আটটি শর্টফিল্মসহ ম্যাগাজিন অনুষ্ঠান ও বিজ্ঞাপনের নির্মাতা। তার নির্মিত বালুঘড়ি, ঊনাদিত্ত এবং মৃত্যু পাড়ে বাড়ি চলচ্চিত্রগুলো বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে।

সুত্র: বাংলা নিউজ ২৪.কম

প্রাচী-আসাদের ‘গাড়িওয়ালা’

60422_e2‘দুখাই’, ‘মাটির ময়না’ খ্যাত জুটি রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ এবার অভিনয় করছেন আশরাফ শিশিরের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘গাড়িওয়ালা’ চলচ্চিত্রে।

কাহিনী প্রসঙ্গে আশরাফ শিশির জানান,  জীবন সংগ্রামে বিপর্যস্ত দুই ভাই ও  মা,  স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ্য পুরুষ হয়ে ওঠার গল্প এটি।

আরও অভিনয় করেছেন মাসুম আজিজ,  ইমরান, সানসি ফারুক, মোসলেম, আর জে মুকুল, সাকি ফারজানা, সিডর সুমন, মাটির মোসলেম, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী।

নব্বই মিনিট ব্যাপ্তির ছবিটি প্রয়োজনা করেছে মিডিয়াএইড বাংলাদেশ।

সরকারি অনুদানের জন্য নির্বাচিত ছবিটির ৬০ ভাগ কাজ শেষ হয়েছে পাবনা, গাজীপুরের বিভিন্ন লোকেশানসহ এফডিসিতে ।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন সামিরা আব্বাসী এবং রাফায়েত নেওয়াজ।

৩০শে জুনের ভেতরে ছবিটি তথ্য মন্ত্রণালয়ের প্রিভিউ কমিটিতে জমা দেয়া হবে। কমিটি অনুমোদন দেয়ার পরে তা সেন্সর বোর্ডে জমা দেয়া হবে।

সুত্র: মানবজমিন

আইটেম গানে মৌসুমী হামিদ

image_524_73502লাক্স সুপারস্টার মৌসুমী হামিদ এবার চলচ্চিত্রের আইটেম গানে নাচতে যাচ্ছেন। গত বৃহস্পতিবার তিনি বিপ্লব হায়দারের ‘ফিল মাই লাভ’ ছবির আইটেম গানে চুক্তিবদ্ধ হয়েছে।

আইটেম গানের বিষয়বস্তু এবং আনুষঙ্গিক বিষয়গুলো ভালো লাগায় মৌসুমী সম্মত হয়েছেন বলে জানান।

পরিচালক জানান, আইটেম গানের কাজ আগামী মাসে শুরু হবে।

আইটেম গানটিতে কণ্ঠ দিবেন পারভেজ ও রাইসা।

এদিকে, ফিল মাই লাভ’ ছবির শুটিংও প্রায় শেষ পর্যায়ে। চলতি বছরেই এটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

নীল আকাশ প্রোডাকশনের ব্যানারে ‘ফিল মাই লাভ’ ছবিটি প্রযোজনা করছেন আবু বকর নাসির আকাশ। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও মৌসুমী নাগ। অতিথি চরিত্রে অভিনয় করছেন লাক্সতারকা আমব্রিন।

মৌসুমী হামিদ অভিনীত প্রথম ছবি অনিমেষ আইচের ‘না মানুষ’। দীর্ঘ বিরতির পর ২৫ জুলাই থেকে আবারো এর শুটিং শুরু হবে বলে মৌসুমী জানিয়েছেন।

সুত্র: যায় যায় দিন

নবাগত সাজিদ খান

60253_e4নায়ক সাজিদ খানকে খুব কম দর্শক চিনলেও তার একটি চলচ্চিত্রের নাম অনেকের জানা। রাজধানীর বিভিন্ন দেয়ালে ছাপ মারা ‘এক পায়ে নূপুর’ নামটি অনেকের চোখে পড়েছে।

‘এক পায়ে নূপুর’ ছবির পরিচালক বাবুল রেজা, নায়িকা নবাগতা অনামিকা। প্রযোজক এসএম টেলিমিডিয়া।

ইতিমধ্যেই সাজিদ অভিনীত প্রথম ছবি ‘অন্তরে প্রেমের জ্বালা’ মুক্তি পেয়েছে। কালাম কায়সার পরিচালিত এই ছবিতে তার নায়িকা ছিলেন সানাই।

বর্তমানে ‘এক পায়ে নূপুর’ ছাড়াও তিনি অভিনয় করছেন বাবুল রেজার ‘গ্রেপ্তার’, জুয়েল ফারসির ‘এবার তো হবে প্রেম’ এবং সাইফুল ইসলামের ‘মিলন সেতু’। এসব ছবিতে তার নায়িকা রত্না, অনন ও সেজুতি।

অভিনয়ের পাশাপাশি তিনটি নাচের স্কুল পরিচালনা করছেন সাজিদ। ইয়াংস্টার ড্যান্স ক্লাব নামে এই নাচের স্কুলের প্রধান শাখা বনশ্রীতে। বাকি দুটি শাখা গাজীপুর ও চট্টগ্রাম রোডে।

সুত্র: মানবজমিন

অভিনয়শিল্পী খুঁজছেন মান্নান হীরা

indexপ্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নাট্যকার মান্নান হীরা। ছবির নাম ‘একাত্তরের ক্ষুদিরাম’।

জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত এ ছবিতে প্রতিষ্ঠিত শিল্পীর পাশাপাশি অভিনয় করবেন নবাগতরাও।

ছবির গল্পের প্রয়োজনে নির্মাতা মান্নান হীরা ১৪ থেকে ২০ বছর বয়সী শিল্পী খুঁজছেন। আগ্রহী ছেলেমেয়েদের ৩০ জুনের মধ্যে যোগাযোগ (০১৬৮৮৮৩৩৭৫০, ০১৭১৪৩০০৭৯৩ নম্বরে) করতে হবে।

এর আগে মান্নান হীরা ‘গরমভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেন।

সুত্র: সমকাল

ফাটিয়ে দেবেন অমিতাভ রেজা

image_43442_0বাংলাদেশি দর্শকদের জন্য  অমিতাভ রেজার চলচ্চিত্র নির্মাণ এক সুখবরই বটে। সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছয়টি চলচ্চিত্র নির্মাণের ঘোষণায় অমিতাভ রেজাও চলচ্চিত্র নির্মাতার খাতায় নাম লিখিয়েছেন।

অমিতাভ রেজার চলচ্চিত্রের নাম ‘প্রক্সি’। চরিত্র নির্বাচন শেষ না হওয়া ছবিটির কাজ শুরু হবে আগামী সেপ্টম্বর–অক্টোবর থেকে।

নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে একটি সংবাদ মাধ্যমে সাথে সম্প্রতি কথা বলেন অমিতাভ।

তার ছবির কাহিনী সম্পর্কে জানান, এটি একজন অভিনেতার জীবন নিয়ে নির্মিত হবে। বিভিন্ন চরিত্রের সাথে মিশে যাওয়া অভিনেতার আত্মোপলব্দির কাহিনী এটি।

ভারতীয় চলচ্চিত্র আমদানি প্রসঙ্গে জানান, ভারতীয় চলচ্চিত্র আমাদের কিছুই করতে পারবে না। তার ভাষায় ভারতীয় চলচ্চিত্র আসলেও আমরা নিজেদের চলচ্চিত্র দিয়ে ফাটিয়ে দেবো।

এখন অপেক্ষার পালা অমিতাভের ছবি কিভাবে ফাটিয়ে দেয়।

সুত্র: বাংলামেইল২৪.কম

অদৃশ্য শত্রু

59782_e9বাংলাদেশের কনিষ্ট দুই পরিচালকের চলচ্চিত্রের নাম ‘অদৃশ্য শত্রু’। পরিচালকদ্বয় হলেন আকিব ও মাশরুর পারভেজ।

নতুন নায়িকা প্রিয়া আমানের সঙ্গে এ ছবিতে জুটিবদ্ধ হলেন জায়েদ খান।

ছবিটিতে দুই ধরণের গেটআপ নিয়ে হাজির হবেন জায়েদ খান।

চলচ্চিত্রটি প্রযোজনা করছেন মাসুদ পারভেজ।

কাহিনী সংক্ষেপ: পুলিশ কমিশনার সোহেল রানার অভিযানে মৃত্যু হয় জায়েদের নিরপরাধ বাবার। এ ঘটনার প্রতিশোধ নিতে ছদ্মবেশে সোহেল রানার মন জয় করে তার বাসায় আশ্রয় নেয় জায়েদ। এক সময় তার মেয়েকে প্রেমে ফেলে তাকে গোপন স্থানে লুকিয়ে রাখে। কিন্তু সোহেল রানা কোনোভাবেই জায়েদ খানকে সন্দেহ করতে পারে না। টান টান উত্তেজনায় ঘটন-অঘটনের মধ্য দিয়ে এগোয় গল্প।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন 

সিডিউল জটিলতায় নিপুণ

Nipunপ্রায় এক ডজন ছবি হাতে নিয়ে সিডিউল জটিলতায় পড়েছেন নিপুণ। এর জন্য ভুগছেন ছবি পরিচালক-প্রযোজকরা।

এরমধ্যে একটি পদ্মা পাড়ের পার্বতী। এ ছবির গল্প নিপুণের খুব পছন্দ হলেও তিনি কাজ করার সময় বের করতে পারছেন না।

রফিক শিকদার পরিচালিত এ ছবিতে তিনি গত জানুয়ারি মাসে কয়েকদিন শুটিংও করেছেন। সে সময় কথা ছিল, ফেব্রুয়ারি মাসে তিনি আবারো কাজ করবেন। কিন্তু পাঁচ মাস চলে গেলেও তার আর সিডিউল পাওয়া যায়নি।

ইমননিররের বিপরীতে এ ছবি করছেন তিনি। ঢাকার পাশাপাশি রাজশাহী, রাঙামাটি, কক্সবাজারসহ বেশ কটি লোকেশনে ছবির দৃশ্যধারণের কথা রয়েছে।

নিপুণ এর আগেও সিডিউল নিয়ে জটিলতায় পড়েছেন। তবে পরে দিনরাত কাজ করে পরিচালকদের ক্ষতি পুষিয়ে দিয়েছেন। দেখা যাক এবার তিনি সমস্যার সমাধান কিভাবে করেন।

সুত্র: যায় যায় দিন

ইংল্যান্ডে নির্মিত হচ্ছে বাংলা ভাষায় ছবি

59649_e5ইংল্যান্ডে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করা বাংলাদেশী তরুণ মোহাম্মদ আমিনুল ইসলাম বাপ্পি সে দেশে বানাচ্ছেন বাংলা ভাষা ছবি।

তবে এটিই তার প্রথম কাজ নয়। ইতিমধ্যে তিনি বেশ কিছু সায়েন্টিফিক ভৌতিক প্রজেক্টের কাজও করেছেন সেখানে। সেই অভিজ্ঞতা নিয়ে একটি বাংলা কমেডি ছবি নির্মাণ করতে যাচ্ছেন বাপ্পি।

ছবির নাম রেখেছেন ‘থ্রি ইলিগ্যাল’। ইংল্যান্ড এ অবৈধভাবে থাকা তরুণদের নিয়েই মূলত ছবিটির কাহিনী তৈরি হয়েছে।

ছবির কাহিনীতে দেখা যাবে তিন তরুণ তিনটি পথে ইংল্যান্ডের লুটন স্টেটে প্রবেশ করে। প্রথমজন ফ্রান্স থেকে লরিতে করে, দ্বিতীয়জন শেফ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে এবং তৃতীয়জন ছাত্র হিসেবে আসেন একটি কলেজে ভর্তি হয়ে, যদিও সেই কলেজের কোন অস্তিত্ব থাকে না।

আমিনুল ইসলাম বাপ্পির চিত্রনাট্য ও পরিচালনায় এ ছবির সংগীতায়োজনের কাজ করছেন কলকাতার মিঠুন মল্লিক।

সুত্র: মানবজমিন

‘মোস্ট ওয়েলকাম টু’-তে গাইলেন শুভমিতা

2013-06-22-12-32-43-51c5996b8a1fb-shuvomitaদুটি অডিও অ্যালবামে পর এবার বাংলাদেশের কোন ছবির জন্য গাইলেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা।

‘মোস্ট ওয়েলকাম টু’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন নায়ক-প্রযোজক এম এ জলিল অনন্ত। অডিও অ্যালবামের মতো এই ছবির গানেও শুভমিতার সহশিল্পী শহীদ।

‘মন ছুঁয়ে দেখে যাও’ শিরোনামের গানটির সুর করেছেন শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন রাফি।
সুত্র: প্রথম আলো