অনেকদিন ধরে শোনা যাচ্ছে গত বছরের হিট ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনীর সিকুয়েল আসছে। বিভিন্ন সময়ে নানা কথা শোনা গেলেও কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি এতদিন। তবে অবশেষে ছবিটির ক্যামেরা ওপেন হতে যাচ্ছে। এবং সামনের সেপ্টেম্বরেই। Continue reading
News Category: নির্মানাধীন
মৌসুমী-নিলয়ের ’ভালোবাসবে তো’
ভিন্ন প্রজন্মের দু্ই তারকা মৌসুমী ও নিলয়কে জুটি হিসেবে চলচ্চিত্রে দেখা যাবে এবার। বেলাল আহমেদ পরিচালিত ’ভালোবাসবে তো’ ছবিতে তারা জুটি হলেন। ছবির বিষয়বস্তুও অসম বয়সের প্রেম। Continue reading
গান শেষে ক্যামেরা ক্লোজ
বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে চান এ কথা অনেক দিন ধরে বলে আসছেন টিভি অভিনেত্রী মম। যদিও তার চলচ্চিত্রে অভিষেক হয়েছে অর্ধযুগ আগে। সে আগ্রহ সে মোতাবেক অফারও পেলেন। রাকিবুল আলম রকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’ ছবির মাধ্যমে নতুন করে চলচ্চিত্রে অভিষেক হলো। Continue reading
ডায়েটিংয়ে অসুস্থ মীম
অতিরিক্ত ডায়েট কন্ট্রোলের কারণে অসুস্থ হয়ে পড়েছেন মীম। তাও আবার শুটিং স্পটে। এমনই হয়েছে তন্ময় তানসেনের পদ্ম পাতার জল ছবির বেলায়। শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মীম। গত সপ্তাহে এফডিসিতে এ ঘটনা ঘটে। Continue reading
মাসুদ আখন্দের নতুন ছবি ‘স্বপ্নপোকা’
পিতা খ্যাত নির্মাতা মাসুদ আখন্দ শুরু করলেন নতুন ছবির কাজ। ছবির নাম স্বপ্নপোকা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এর কিছু অংশের শুটিং হয়। Continue reading
চলচ্চিত্র পরিচালনায় তানিয়া
অভিনেত্রী তানিয়া আহমেদ এবার চলচ্চিত্র পরিচালনা করবেন। ছবির নাম গুডমর্নিং লন্ডন। ছবির কাজ হবে লন্ডনে। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং চিত্রগ্রহণ করবেন রায়হান খান। গানের সুর ও সংগীত পরিচালনা করবেন এস আই টুটুল। Continue reading
কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘শঙ্খধ্বনি’
ছেলেবেলায় স্কুলের গণ্ডি পেরোনোর আগেই হারিয়ে যায় দুই বন্ধু। প্রায় সতের বছর পর আবার দেখা, ফিরে আসে মাটির টানে। এমন গল্প নিয়েই ‘শঙ্খধ্বনি’ শিরোনামে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন কামার আহমাদ সাইমন। এবারের ছবিটি হবে তার প্রথম ফিচার ফিল্ম।
যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে সারা আফরীনের সঙ্গে নবযাত্রায় যুক্ত হলেন ধ্বনি-চিত্র লিমিটেডের সারা যাকের। শনিবার রাজধানীর ফরাসি দূতের বাসভবনে ‘মিট দ্য প্রেস : আফটার কান’ শীর্ষক এক বিশেষ আয়োজনে এ সব তথ্য জানান হয়। সারা যাকের বলেন, ‘তরুণ একঝাঁক চিত্রনির্মাতা আমাদের চলচ্চিত্রকে উপস্থাপন করেছে বিশ্ব দরবারে। আমরা ধ্বনি-চিত্রের পক্ষ থেকে এই যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত বোধ করছি।’
এবারের ৬৭তম কান উৎসবে উদীয়মান নির্মাতাদের জন্য বিশেষ আয়োজন ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মন্দ ২০১৪’-তে আমন্ত্রিত ১০টি চিত্রনাট্যের মধ্যে অন্যতম ছিল ‘শঙ্খধ্বনি’। ফরাসি ইনস্টিটিউট, উৎসবের অন্যতম আকর্ষণ বিশ্ব চলচ্চিত্র বাজার ‘মার্স দ্যু ফিল্ম’-এর সঙ্গে অংশীদারিত্বে এবং বিশ্বব্যাপী ফরাসি দূতাবাসের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করে থাকে।
এ প্রসঙ্গে প্রযোজক সারা আফরীন বলেন, ‘আমরা বিভিন্ন দেশের প্রযোজকদের কাছে আমাদের ছবির গল্প এবং নির্মাণ ভাবনা তুলে ধরেছি। সবকিছু পরিকল্পনামাফিক চললে শিগগিরই এদের সঙ্গে কাজ শুরু করব।’
ফরাসি দূত মিশেল ত্রিনকুইয়া বলেন, ‘আমি এই তরুণ উদীয়মান নির্মাতা জুটিকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি, বিশ্বের সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসরের লাল গালিচায় বাংলাদেশকে তুলে ধরার জন্য।’
এর আগে সুইডেনের গোটেবর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্যের জন্য প্রতিযোগিতামূলক অনুদান পুরস্কার অর্জন করে ‘শঙ্খধ্বনি’। নয় মাসব্যাপী ইউরোপের ৩টি দেশে অনুষ্ঠিত ‘ইউরোপীয় প্রযোজক কর্মশালা ২০১২’-তে আমন্ত্রিত ২৪টি চিত্রনাট্যের মধ্যে একমাত্র নন-ইউরোপীয় চিত্রনাট্য ছিল এটি। এ ছাড়া ‘ইউরোপীয় পোস্ট প্রোডাকশন কানেকশন ২০১৩’ এবং ফ্রান্সের নন্তে অনুষ্ঠিত ‘ত্রি-মহাদেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩’-এর কো-প্রোডাকশন কর্মশালা ‘প্রদিউর অ সুদ’-এও আমন্ত্রিত হয় ‘শঙ্খধ্বনি’।
এ প্রসঙ্গেকামার বলেন, ‘এ দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখনও অনেক অসহনশীল। সুযোগ খুব কম। আমার আগের চলচ্চিত্র ‘শুনতে কি
উল্লেখ্য, ‘শুনতে কি পাও!’ চলচ্চিত্রের জন্য এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপের প্রামাণ্য উৎসব ‘সিনেমা দ্যু রিলে’ শ্রেষ্ঠ সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁপি’ এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণশঙ্খ’ জয় করেছিলেন কামার আহমাদ সাইমন।
মীম-মৌসুমীর ব্ল্যাকমেইল
পরিচালক অনন্য মামুন এবার ঘোষণা দিলেন তার নতুন ছবির, নাম ‘ব্ল্যাকমেইল’। এতে অভিনয়ের জন্য চুক্তি বদ্ধ হয়েছে বিদ্যা সিনহা মীম ও মৌসুমী হামিদ। তাদের বিপরীতে থাকছেন কলকাতার হিরণ।
সম্প্রতি হিরন অভিনীত ‘মজনু’ ছবিটি কলকাতায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে। মেঘ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ২৮ জুন থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক মামুন।
মীম দৈনিক কালের কন্ঠকে বলেন, ‘বাণিজ্যিক ছবিতে নিয়মিত কাজ করার ঘোষণা আগেই দিয়েছি। মামুনের ছবির গল্প ভালো লেগেছে। তাই সঙ্গে অন্য কোনো নায়িকা আছে কি নেই ভাবিনি।’ মৌসুমী বলেন, ‘প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে যাচ্ছি। একটু ভয় ভয় লাগছে। তবে আমার বিশ্বাস, পার পেয়ে যাব।’
ঈদের পর নাদের চৌধুরী’র ছবির শুটিং
ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য এ বছর অনুদান পেয়েছেন অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী। এখন চলছে চিত্রনাট্যের সংশোধনী ও অন্যান্য প্রস্তুতি।
নাদের চৌধুরী বলেন, ‘প্রাথমিক কাজগুলো শেষ করতে এ মাসটা লেগে যাবে। এরপর রোজার মাস। তাই ঈদের পর পরই শুটিং শুরু করব। প্রাথমিকভাবে আমরা এফডিসির পাশাপাশি দুটি আউটডোর লোকেশনে শুটিং করার কথা ভাবছি। একটি বিক্রমপুরে, পদ্মা নদীর আশপাশে। অন্যটি কালীগঞ্জ বা কাপাসিয়ায়, শীতলক্ষ্যার আশপাশে।’
নির্মাতা জানিয়েছেন, উপন্যাসের নাম ‘নদী উপাখ্যান’ হলেও ছবির নাম ভিন্ন হতে পারে। তবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অভিনেতা-অভিনেত্রীদের নামের চূড়ান্ত তালিকাও মহরতেই ঘোষণা করবেন। আর ছবি মুক্তি দিতে চান আগামী বছরের প্রথম দিকে।
শেষ হলো ‘দ্য স্টোরি অব সামারা’-র চিত্রায়ন
শেষ হলো পরিচালক রিকিয়া মাসুদোর হরর অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’-এর চিত্রায়ন। ঢাকা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও সেন্টমার্টিনে কয়েকমাস টানা শুটিং করেন তিনি। Continue reading