বৃদ্ধাশ্রমে এক পৃথিবী প্রেম

Ek prithibi premএস এ হক অলীকের চলচ্চিত্র ‘এক পৃথিবী প্রেম‘ এর শ্যুটিং শুরু হয়েছে গত ১ ডিসেম্বর থেকে। গত ৯ ডিসেম্বর থেকে রাজধানীর অদূরে মাওনায় শুরু হয়েছে চলচ্চিত্রের মূল পর্বের শ্যুটিং। Continue reading

শুরু হয়েছে রাত্রির যাত্রী

10257670_596475717125161_6225654603273545995_n

এক মেয়ে ও এক ছেলের মধ্যে প্রেম হয়। বাধাপ্রাপ্ত হয়ে মেয়েটিকে গ্রাম থেকে শহরে চলে আসতে হয়। শহরে এসে রাতে ট্রেন থেকে নামার পর শুরু হয় গল্প। ভোরে গিয়ে গল্পটি শেষ হয়। এরকম এক প্রেম-ভালবাসা-জীবন সংগ্রামে প্রতিষ্ঠা পাওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’।

১ ডিসেম্বর রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে রাত্রির যাত্রী চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার কাজটি করছেন হাবিবুল ইসলাম হাবিব। এটি নির্মাতা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।  আশির দশকে হাবিবুল ইসলাম হাবিবের লেখা মঞ্চনাটক ‘উল্টো রাত পাল্টা দিন’-এর ছায়া অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।

চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমীমিলন। মৌসুমী অভিনীত চরিত্রের নাম ময়না। অন্য অভিনয় শিল্পীরা হলেন, অরুণা বিশ্বাস, এটিএম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, সোনিয়া , মারজুক রাসেল, ও সাদিয়া আফরিন’সহ আরও অনেকেই।
Continue reading

অপেক্ষায় ‘মহুয়া সুন্দরী’

ba3d7e40bddddfadd32fe82292cbf2e4-bino-1

‘ময়মনসিংহ গীতিকা’র চিরায়ত উপাখ্যান ‘মহুয়া’ অবলম্বনে ‘মহুয়া সুন্দরী’ নির্মাণ করছেন রওশন আরা নীপা। মহুয়ার চরিত্রে অভিনয় করছেন পরিমনি। ইতোমধ্যে শেষ হয়েছে চলচ্চিত্রটির বেশিরভাগ অংশের চিত্রায়ন। Continue reading

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শুভ-প্রসূন

fffdfক্যারিয়ারে অভিনীত চলচ্চিত্রের সংখ্যা হাতেগোনা হলেও প্রায় প্রতিটি চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন আরেফিন শুভ। এবার তাকে প্রথম বারের মত দেখা যাবে প্রসূন আজাদের বিপরীতে। শুভ ও প্রসূন জুটির প্রথম চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘মৃত্যুপুরী’।

একশন নির্ভর এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন জায়েদ রেজওয়ান। কাহিনীর প্রয়োজনে প্রায় ৯০ ভাগ দৃশ্যধারণ হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে। চলচ্চিত্রটির শুটিংয়ের জন্য ৩০ নভেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন আরেফিন শুভ। ভিসা পেলে রওয়ানা হবে প্রসূনও।

ডাবিংয়ে যাচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’

sm1_210298648

শিহাব শাহিন পরিচালিত প্রথম ছবি ‘ছুঁয়ে দিলে মন’ ডাবিংয়ে যাচ্ছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

এ প্রসঙ্গে তিনি মানব জমিনকে বলেন, চলতি বছরের মে মাস থেকে ছবিটির শুটিং শুরু হয়েছিল। অক্টোবরে শুটিং শেষ হওয়ার পর এতদিন ধরে সম্পাদনার কাজ চলছিল। এবার চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হবে ডাবিংয়ের কাজ।

রোমান্টিক ঘরানার এ ছবিটি প্রযোজনা করছে ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং। এতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন আরেফিন শুভজাকিয়া বারী মম। আরও রয়েছেন আলীরাজ, মিশা সওদাগর, ইরেশ যাকের, মাহমুদুল ইসলাম মিঠু, খালেকুজ্জামান, সুষমা সরকার, নওশাবা প্রমুখ ।

মেন্টালে শাকিবের সঙ্গী হলেন তিশা

tish-shakib-iner-0

দীর্ঘদিন ধরেই ‘মেন্টাল’ ছবিতে জনপ্রিয় অভিনেত্রী তিশা অভিনয় করছেন- এমন কথা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। কিন্ত ছবির চিত্রনাট্য না দেখা পর্যন্ত তিশা এতে অভিনয় করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। অবশেষে শামীম আহমেদ রনির পরিচালনায় এ ছবিতে অভিনয়ে তিনি সম্মতি দেন। Continue reading

ইউটার্নে আইরিন

5-aug-ds-pic_29 আলভী আহমেদ পরিচালিত ইউটার্ন চলচ্চিত্রে অভিনয় করবেন র‌্যাম্প মডেল তারকা ও অভিনেত্রী আইরিন। তার অভিনীত চরিত্রটির নাম ‘আনুশকা’। Continue reading

ইউটার্ন ছাড়লেন পিয়া

peya-hoআলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ চলচ্চিত্র থেকে হঠাৎ করে নিজেকে সরিয়ে নিলেন র‌্যাম্প মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান পিয়া। এ প্রসঙ্গে ছবির প্রযোজক এবং পিয়া বিপরীত বিপরীতমুখী বক্তব্য দিয়েছেন।

Continue reading

প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে আটকে গেল রানা প্লাজা

Rana-Plaza-B-235x275প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে আটকে গেল নজরুল ইসলাম খান পরিচালিত ছবি রানা প্লাজা। সাভারের রানা প্লাজা ধস ও ধ্বংসস্তুপ থেকে বেঁচে ফিরে আসা রেশমাকে নিয়ে আবর্তিত হয়েছে সিনেমাটির কাহিনী।

পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে এমন কারণ দেখিয়ে ‘রানা প্লাজা’ সিনেমাটিকে ছাড়পত্র দেয়া হয়নি। সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পর এর কাহিনি ও ‍বেশ কিছু দৃশ্য পোশাক শিল্প খাতকে অশান্ত করে তুলতে পারে বলে অভিযোগ করে সেন্সর বোর্ড। Continue reading

‘রাত্রির যাত্রী’ মৌসুমী

mousumi-1434338_0

‘রাত্রির যাত্রী’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন মৌসুমী। ছবিতে তিনি ময়না চরিত্রে অভিনয় করবেন। সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার কাজটি করছেন হাবিবুল ইসলাম হাবিব। এটি নির্মাতা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। Continue reading