বাংলাদেশ-ভারত ছিটমহল সমস্যা নিয়ে ছবি নির্মাণ করছেন পরিচালক হাবিবুর রহমান হাবিব। ‘শেষ প্রহর’ নামের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শিমুল খান, মৌসুমী হামিদ ও জান্নাতুল ফেরদৌস পিয়া। অক্টোবরে সিনেমাটির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। Continue reading
News Category: নির্মানাধীন
নায়ক নিয়ে ‘রাজনীতি’র মাঠ উত্তাল
একজন নায়ক অশোভন প্রস্তাব দিয়েছে— এমন অভিযোগ তুলে ‘রাজনীতি’ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন পিয়া বিপাশা। অন্যদিকে পরিচালক বুলবুল বিশ্বাস অভিযোগ করেন, তাকে চুক্তিভঙ্গের কারণে বাদ দেয়া হয়েছে। পিয়া আরও অভিযোগ করেছিলেন ছবিতে তাকে বাদ দিয়ে অপু বিশ্বাসকে নেয়ার ষড়যন্ত্রও করছিলেন সেই নায়ক। পরে অপু বিশ্বাসই চুক্তিবদ্ধ হলেন। Continue reading
আরেকটি ‘মুখ ও মুখোশ’
ঢাকার প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। এর মাধ্যমে যাত্রা শুরু করে দেশীয় চলচ্চিত্র। এবার একই নামে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন গোলাম মোস্তফা শিমুল। তবে তিনি রিমেক করছেন না, শুধু নামটি ব্যবহার করবেন। Continue reading
সম্রাট নাকি এখানে! (ভিডিও)
লাল পোশাকে অপু আর কালো পোশাকে শাকিব। সংবাদ মাধ্যমের সুবাদে জানা যায় ‘সম্রাট’র প্রথমদিনের শুটিংয়ে তারা এই পরেছিলেন। বাকি ছিল শাকিবের মুখ ভর্তি ধোঁয়া। হ্যা, সেটা দেখা গেছে ফার্স্টলুক টিজারে। এর পর লাল-কালোর জটিল কম্বিনেশনের এক ঝলক দেখা টাইটেল ট্র্যাকের ফার্স্টলুকে। এবার পুরো দেখা গেল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’র গানটি।
এগিয়ে যাচ্ছে ‘মৃত্যুপুরী’
শুটিং শুরুর কথা ছিল ২০১৪ সালে। নানা জটিলতায় আটকে ছিল এতদিন। অবশেষে অস্ট্রেলিয়ার সিডনিতে ১৪ সেপ্টেম্বর শুরু হয় ‘মৃত্যুপুরী’র শুটিং। এখন দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে চিত্রায়ন। ফেসবুকে তেমনিটি জানালেন আরিফিন শুভ। তার বিপরীতে আছেন প্রসূন আজাদ।
কবিতার ‘কাজলা দিদি’ সিনেমায়
‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই’— যতীন্দ্রমোহন বাগচীর লেখা এই কবিতাকে অবলম্বন করে চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। ‘কাজলা দিদি’ নামের সিনেমাটি পরিচালনা করছেন সুজন বড়ুয়া। Continue reading
‘প্রেমকাহিনী টু’তে আরো তিন অতিথি
গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগে ক্রিকেট খেলতেন আসিফ আকবর। এর পর তাকে বিভিন্ন সময়ে ক্রিকেট বিশ্লেষক হিসেবে মন্তব্য করতে দেখা গেছে। এবার তেমন চরিত্রে পাওয়া যাবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-টু’ চলচ্চিত্রে। Continue reading
বিদেশী শিল্পী নিয়ে মান্নার অসমাপ্ত সিনেমা
২০০৮ সালে মারা যান ‘আম্মাজান’ তারকা মান্না। মৃত্যুর ২ বছর আগে ‘বৃষ্টির চোখে আগুন’ নামে একটি ছবির কাজ অনেকাংশে শেষ করেছিলেন। সোহানুর রহমান সোহানের পরিচালনায় এ ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেছেন পপি। মান্নার অকাল মৃত্যুতে বাকি আটকে যায়। Continue reading
‘পুলিশগিরি’র নাম বদল, নায়িকা অনিশ্চিত
সৈকত নাসির পরিচালিত প্রথম সিনেমা ‘দেশা দ্য লিডার’ মুক্তি পায় ২০১৪ সালের ডিসেম্বরে। ব্যবসায়িকভাবে সফল না হলেও সিনেমাটি বেশ প্রশংসিত হয়। এর পরপরই নতুন সিনেমা ‘পুলিশগিরি’র ঘোষণা দেন। কিন্তু বছর গড়ালেও সিনেমাটির দৃশ্যায়ন শুরু হয়নি। বার বার পাল্টেছে দৃশ্যপট।
প্রথম বলা হয়েছিল ‘দেশা’ জুটিকে নিয়ে নির্মিত হবে সিনেমাটি। পরে তা আর থাকেনি। শোনা যায় কলকাতার নায়কের গুজবের। মাস খানেক আগে শোনা গেল সিনেমাটিতে চূড়ান্ত হয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।
এ দিকে বদলেও গেছে নাম। ‘পুলিশগিরি’ নয়, ‘দাবানল’ নামেই নির্মিত হবে সিনেমাটি। এই নামেই নিবন্ধন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে শুটিং শুরু হবে ১০ নভেম্বর।
সব চূড়ান্ত হলেও নতুন ঝামেলা তৈরি হয়েছে নায়িকা নিয়ে। কয়েকদিন আগে কলকাতা টাইমসের এক খবরে জানা যায় নুসরাত ফারিয়া বলিউডে অভিনয় করতে চলেছেন। সে সিনেমার কাজ শুরু হবে অক্টোবরে। তাহলে ‘দাবানল’র কাস্টিংয়ে আসবে পরিবর্তন।
অবশ্য এ জন্য পরিচালক হাল ছাড়তে রাজি নন। তিনি সংবাদমাধ্যমে জানান, নির্ধারিত সময়েই ‘দাবানল’র শুটিং শুরু হবে। দরকার নায়িকা বদল হবে।
নতুন সিনেমায় জয়া
অটিজম ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পুত্র’। এ চলচ্চিত্রেই অভিনয় করবেন অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হারুন রশীদ। পরিচালনা করবেন টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা সাইফুল ইসলাম মাননু। খবর বাংলা মেইল। Continue reading