প্রচারণায় নামবেন শখ

Shokh২০১০ সালে এম বি মানিকের পরিচালনায় ‘বলো না তুমি আমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল শখের। দ্বিতীয়বারের মত চলচ্চিত্রের পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন সানিয়াত হোসেনের ‘অল্প স্বল্প প্রেমের গল্প’ ছবির মাধ্যমে। শীঘ্রই সেন্সরে যাচ্ছে ছবিটি। তাই শখও আগ্রহী হয়ে উঠেছেন এর প্রচারণার জন্য। জানিয়েছেন, প্রযোজক চাইলে দেশের বিভিন্ন স্থানেও প্রচারণায় অংশ নিতে আপত্তি নেই তার।

ছবিটি আগামী ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

সূত্র: কালেরকন্ঠ

চলচ্চিত্রে নিশি খান

Nishi Khanঅভিনয়ের ক্যারিয়ার অল্পদিনের হলেও এর মধ্যেই প্রায় বিশটি একক ও ধারাবাহিক নাটকে অভিনয করেছেন নিশি খান, বিজ্ঞাপনের মডেল হয়েছেন অনেকগুলোর। চলচ্চিত্রে অভিষেক ঘটেছে ‘মোস্ট ওয়েলকাম ২’ চলচ্চিত্রের মাধ্যমে। অনন্য মামুনের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি এখনো মুক্তি পায় নি। এর মধ্যেই নতুন চলচ্চিত্রে কাজের ডাক পেয়েছেন নিশি। সব কিছূ চূড়ান্ত হয় নি বলে চলচ্চিত্রের নাম প্রকাশে বিরত থেকেছেন নিশি খান, তবে জানিয়েছেন – মার্শালআর্ট  উপস্থাপন করবেন সেই ছবিতে। আগেই মার্শাল আর্ট এবং নৃত্যের প্রশিক্ষন নিয়েছিলেন নিশি খান।

সূত্র: মানবজমিন

সেন্সরে ‘পোড়ামন’

poramon-1জাকির হোসেন রাজুর ‘পোড়ামন‘ এখন সেন্সরবোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় আছে। বান্দরবানের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন প্রমুখ। বিশাল বাজেটের মানসম্মত ছবি নিয়ে পরিচালক রাজু তৃপ্তি বোধ করছেন বলে জানিয়েছেন। এই চলচ্চিত্রে অভিনয়ের ফলে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে বলে জানিয়েছেন অভিনেত্রী মাহি। আগামি ১৬ জুন ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে। পোড়ামন জাজ মাল্টিমিডিয়ার তৃতীয় চলচ্চিত্র।

সূত্র: দৈনিক প্রথম আলো

পর্দায় ভালোবাসার লড়াই

image_1251_350400আগামীকাল আরটিভি প্রযোজিত এবং শাহীন কবির টুটুল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এইতো ভালোবাসা’ মুক্তি পাচ্ছে। এই ছবিতে প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করেছেন ইমন আর নিরব, সাথে আছেন নিপুণসিদ্দিকসুদীপ কুমার দীপের সাথে আড্ডার চুম্বকাংশ প্রকাশিত হয়েছে দৈনিক কালের কন্ঠে।

কেমন হবে ‘এইতো ভালোবাসা’? পরিচালক টুটুল দর্শকের বিচারের উপর নির্ভর করতে চাইলে ইমন প্রতিবাদ জানালেন। পরিচালকের মনের মত শট দেয়ার জন্য বারবার ক্যামেরার সামনে দাড়িয়ে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অভিনয় করার কথা মনে করিয়ে দিলেন। সুতরাং, ফেল করলে দোষও কিন্তু পরিচালকের।

শ্যুটিং এ অনেক মজা হয়েছে বলে জানালেন নিপুন। ইমন-নিরব-টুটুল যেন ‘থ্রি স্টুজেস’ আর সিদ্দিক তো সবসময়ই হাসাতো।

কথায় কথায় স্বপন আহমেদের ‘পরবাসিনী’ ছবির কথাও উঠল। বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন ছবি নিয়ে ইমন দারুন আশাবাদী। ফটোশেসনের আগে ফোনে কথার পর কথা বলতে থাকার পর জানা গেল সিদ্দিক সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। জানা গেল, তার পরিবার অনেক আগে থেকেই রাজনীতির সাথে জড়িত। এলাকার লোকজনের অনুরোধে তিনি এবার আর না করছেন না।

আগামীকাল মুক্তি পাওয়ার পর বোঝা যাবে কেমন হল সেই ‘এই তো ভালোবাসা’, তার জন্য শুভকামনা।