আগামীকাল মুক্তি পাচ্ছে ‘পোড়ামন’

2013-06-09-06-35-29-51b42231dfabb-poramon-bilboard-1আগামীকাল ১৪ জুন ঢাকাসহ সারা দেশে প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র পোড়ামন

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এই ছবিতে অভিনয় করেছেন মিলন, সায়মন সাদিক, মাহি, মিশা সওদাগর, আলীরাজ, ডন, শিব সানু, মনিরা মিঠু, বিপাশা, সারিকা প্রমুখ।

ছবির গান লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শফিক তুহিন ও জাকির হোসেন রাজু। কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি, মনির ও শফিক তুহিন। সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফিক তুহিন ।

মুক্তির আগেই চলচ্চিত্রটি বেশ আলোড়ন তুলেছে।

সুত্র: প্রথম আলো

ইভটিজিং-এর প্রচারণায় স্কুলে যাচ্ছেন

58135_e2ইভটিজিং’ ছবিটির প্রচারণায়  কাজী হায়াৎকাজী মারুফ দেশের বিভিন্ন স্কুলে ঘুরবেন, সাথে  ছাত্রীদের সচেতন করবেন বলে জানালেন।

ইভটিজিং কাজী হায়াতের ৪৮ নম্বর ছবি হলেও  বিনা কর্তনে সেন্সর ছাড় পাওয়াতে এটি তার প্রথম ছবি। বিনা কর্তনে ছাড়পত্র পাওয়া ‘ইভটিজিং’-এর প্রযোজক, পরিচালক কাজী হায়াৎ এর আগে জানিয়েছিলেন, এটি তার শেষ ছবি।

এই ছবির মাধ্যমে তারা ছাত্রীদের সচেতন করতে চান বলে জানালেন।

উল্লেখ্য, কাজী হায়াৎ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ইভটিজিং’ ছবির নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ ও তমা মির্জা। কাজী হায়াৎ নিজেও অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে।

সুত্র: মানবজমিন

শফিক তুহিনের সংগীত পরিচালনায় পোড়ামন

2013-06-09-17-04-45-51b4b5addbd71-09১৪ জুন মুক্তি পাচ্ছে পোড়ামন চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের গানগুলো ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে। আহমদ ইমতিয়াজ বুলবুলের পাশাপাশি এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় গীতিকার ও গায়ক শফিক তুহিন

‘প্রাণপাখি ময়না’ গান দিয়ে গীতিকার থেকে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শফিক তুহিন, তবে বর্তমানে অডিও অ্যালবামের চেয়ে চলচ্চিত্রের গানের সুর ও সংগীত নিয়ে বেশী ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফলাফলও পাচ্ছেন হাতে হাতে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘অন্যরকম ভালোবাসা’ ছবিতে তার গাওয়া দুটি গান শ্রোতাপ্রিয় হয়েছে।

সুত্র: প্রথম আলো

অডিও অ্যালবামে ‘পোড়ামন’

image_1267_354924আজ মুক্তি পেতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘পোড়ামন‘-এর অডিও অ্যালবাম।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকেই প্রকাশ পাচ্ছে অ্যালবামটি।

বেশির ভাগ গান লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফিক তুহিন। পাশাপাশি সংগীত পরিচালনাও করেছেন শফিক তুহিন। দুটি গানের সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু ও রাজিব। সিনেমার বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি ও শফিক তুহিন।

গত বৃহস্পতিবার ‘পোড়ামন’ ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে।  আগামী ১৪ জুন মুক্তি পাবে ছবিটি।

বান্দরবানের একটি সত্যি ঘটনাকে নিয়ে এ ছবির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন, আলীরাজ, বিপাশা, ডন, রতন, রেহানা জলি, মনিরা মিঠু, গুলশান আরা, মিশা সওদাগর প্রমুখ।

সুত্র: কালের কন্ঠ

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল ‘পোড়ামন’

poramonবিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিটি। গতকাল বৃহস্পতিবার ছাড়পত্র পাওয়ার পরপরই ছবিটি মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছে জাজ মাল্টিমিডিয়া

রাজনৈতিক পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকলে ‘পোড়ামন’ মুক্তি পাবে ১৪ জুন।

মুক্তির আগে আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে ‘পোড়ামন’ ছবির অডিও অ্যালবাম। ছবিটির বেশির ভাগ গান লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফিক তুহিন। পাশাপাশি সংগীত পরিচালনাও করেছেন শফিক তুহিন। দুটি গানের সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু ও রাজিব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি ও শফিক তুহিন।

বান্দরবানের একটি বাস্তব ঘটনা নিয়ে ‘পোড়ামন’ ছবির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহীর বাবু। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন, আলীরাজ, লাক্স তারকা বিপাশা, ডন, রতন, মনিরা মিঠু, মিশা সওদাগর প্রমুখ।

সুত্র: প্রথম আলো

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘রোমিও ২০১৩’

Romeo 2013০আগামীকাল ৭ জুন ঢাকাসহ সারা দেশে প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাজু চৌধুরী পরিচালিত চলচ্চিত্র রোমিও ২০১৩ ।
তিতাস কথাচিত্রের ব্যানারে এই ছবিতে অভিনয় করেছেন বাপ্পী, সারা জেরিন, বিপাশা, কাজী হায়াৎ, মিশা সওদাগর, ববি, নাসরিন প্রমুখ।
ছবির গান লিখেছেন কবির বকুলসুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, রূপম, প্রতীক হাসান, মীম, তানজিলা রুমা, সোহান ও রুমা। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমনআলী আকরাম শুভ

সূত্র: প্রথম আলো

কাজী মারুফের ‘ইভটিজিং’ কাজী হায়াৎ-এর শেষ ছবি

kazi hayat - Kazi Marufকাজী হায়াৎ পরিচালিত এবং কাজী মারুফ অভিনীত সিনেমা ‘ইভটিজিং‘-ই হবে কাজী হায়াৎ এর শেষ পরিচালনা – এমনটিই জানিয়েছেন পরিচালক স্বয়ং। কাজী হায়াৎ মনে করছেন তার পরিচালিত সকল চলচ্চিত্রের মধ্যে ‘ইভটিজিং’ সেরা ছবি, তাই এর পর আর কোন চলচ্চিত্র তিনি পরিচালনা করবেন না।

প্রতিবাদী যুব্ক চরিত্রে জনপ্রিয় নায়ক মারুফ তার অভিনীত প্রথম ছবি ‘ইতিহাস’ এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ইভটিজিং চলচ্চিত্রেও মারুফ একটি প্রতিবাদী চরিত্রে অভিনয় করছেন। মারুফ ছাড়া ইভটিজিং এ আরও অভিনয় করছেন তমা মির্জা. মিজু আহমেদ, কাজী হায়াৎ প্রমুখ।

সূত্র: মানবজমিন

জুলিয়েট সারা জেরিন

sara jerinশেক্সপিয়রের কালজয়ী জুলিয়েট চরিত্রে  অভিনয় করেছেন সারা জেরিন। চলচ্চিত্রের নাম ‘রোমিও ২০১৩’। রাজু চৌধুরীর পরিচালনায় এ ছবিতে সারার নায়ক বাপ্পী

২০১৩ সালের ঢাকা শহরের রোমিও জুলিয়েটের প্রেম সম্পর্ক নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে।  আসছে সপ্তাহে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তিনি নায়ক বাপ্পীর সঙ্গে এর আগে অভিনয় করেছেন ‘অন্যরকম ভালবাসা’ ছবিতে। সম্প্রতি জাকির হোসেন রাজুর পরিচালনায়  ‘ভুলতে পারি না তারে’ ছবিতে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত হয়েছেন তিনি।  এ ছবিতে সারার নায়ক সায়মন

বর্তমানে সারা ‘রোমিও ২০১৩’ ছবির প্রচারণার জন্য একাধিক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, সারা জেরিন প্রথম অভিনয় করেন ‘জ্বি হুজুর’ চলচ্চিত্রে। জাকির হোসেন রাজুর পরিচালনায় ওই ছবিতে তার নায়ক ছিলেন সাইমন।

সুত্র: মানব জমিন

আসছে ইভ টিজিং

সামাজিক সমস্যা নিয়ে চলচ্চিত্রকার কাজী হায়াৎ image_1110_171677 নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ইভ টিজিং’। চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পেড়েছে। নির্মাতা আশা করছেন, শীঘ্রই চলচ্চিত্রটি ছাড়পত্র পাবে। এতে অভিনয় করেছেন কাজী মারুফ ও তমা মির্জা।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

আজ মুক্তি পাচ্ছে নিষ্পাপ মুন্না

বদিউল আলম খোকন পরিচালিত এবং শাকিব খানসাহারা অভিনীত চলচ্চিত্র ‘নিষ্পাপ মুন্না‘ আজ মুক্তি পাচ্ছে। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহানা জলি, নাসরিন ইত্যাদি।

ছবির কাহিনীঃ জেলখানায় জন্ম হয় মুন্নার। জন্মের সময় তার মা মারা যায়। জেলার মুন্নাকে জেলখানা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। তাঁর স্ত্রী নিজের ছেলের মতো বড় করতে থাকেন ছেলেটিকে। কিন্তু পরিবারের অন্য সদস্যরা মুন্নাকে মেনে নিতে পারে না। এর মধ্যে জেলারের ছোট ভাই বিদেশ থেকে দেশে ফিরে একদিন চড়াও হন জেলারের স্ত্রীর ওপর। এরপর জেলারের স্ত্রীর হাতে খুন হন তিনি। তবে নিজের কাঁধে এই খুনের দায়িত্ব নিয়ে নেয় মুন্না। ১২ বছর জেল হয় তার। দীর্ঘদিন জেল খেটে বের হয় সে। এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এরপর জানা যায়, মুন্নার জীবনের আসল সত্য।

– বিএমডিবি ডেস্ক