সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’

2.jpg_3913_0.2দীর্ঘ বিরতির পর নতুন চলচ্চিত্র নিয়ে ফিরছেন পরিচালক সামিয়া জামান।

ছবির নাম ‘আকাশ কত দূরে’। এটি তার পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র। গতবছরই ছবিটির কাজ শেষ হয়েছিল। ইতিমধ্যে সেন্সর সনদও পেয়ে গেছেন। এই বছরে সুবিধাজনক কোন সময়ে ছবিটি মুক্তি পেতে পারে বলে তিনি জানান।

নাগাল না পাওয়া স্বপ্নের পেছনে ছুটার গল্প নিয়ে আবর্তিত এই ছবি। এই ছবির দুটো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক মিশা সওদাগর

বর্তমানে আরো বড় ক্যানভাসে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে কাজ করার অপেক্ষায় আছেন ‘রাণীকুঠির বাকি ইতিহাস’খ্যাত এই পরিচালক।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

‘নিঃস্বার্থ ভালোবাসা’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত

indexহয়ে গেল আসন্ন ঈদে মুক্তি প্রতিক্ষীত এমএ জলিল অনন্ত পরিচালিত প্রথম ছবি ‘নিঃস্বার্থ ভালবাসা’র প্রিমিয়ার।

৩০শে জুন সন্ধ্যায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির প্রিমিয়ার হয়।

‘নিঃস্বার্থ ভালবাসা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, সুস্মি, ইলিয়াস কোবরা, মিশা সওদাগর এবং রাজ্জাকসহ অনেকেই। ছবিটি নির্মিত হচ্ছে মনসুন ফিল্মসের ব্যানারে।

ছবিটি কিছুদিন আগে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে অলিম্পিয়া থিয়েটারে প্রদর্শিত হয়।

সুত্র: দৈনিক ইত্তেফাক

‘নিঃস্বার্থ ভালবাসা’র প্রিমিয়ার ৩০শে জুন

indexআসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত এমএ জলিল অনন্ত পরিচালিত প্রথম ছবি ‘নিঃস্বার্থ ভালবাসা’।

ছবিটির প্রিমিয়ারের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। আগামী ৩০শে জুন সন্ধ্যা সাড়ে ৬টায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের থ্রি-ডি প্রেক্ষাগৃহে আয়োজিত সম্পূর্ণ ডিজিটাল এবং সেভেন পয়েন্ট ওয়ান সাউন্ড সিস্টেমে নির্মিত ‘নিঃস্বার্থ ভালবাসা’র প্রিমিয়ার শো উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

‘নিঃস্বার্থ ভালবাসা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, সুস্মি, ইলিয়াস কোবরা, মিশা সওদাগর এবং রাজ্জাকসহ অনেকেই। ছবিটি নির্মিত হচ্ছে মনসুন ফিল্মসের ব্যানারে।

ছবিটি কিছুদিন আগে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে অলিম্পিয়া থিয়েটারে প্রদর্শিত হয়েছে।

প্রিমিয়ার অনুষ্ঠিত হবে মুঠোফোন বাংলালিংক ও বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের যৌথ আয়োজনে।

সুত্র: মানবজমিন

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘তোমার মাঝে আমি’

59240_e1আগামীকাল মুক্তি পাচ্ছে নিরবতমা মির্জা অভিনীত  ‘তোমার মাঝে আমি‘।

এটি পরিচালনা করেছেন শফিকুল ইসলাম সোহেল।

সারং চলচ্চিত্রের ব্যানারে দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তোমার মাঝে আমি’।

ছবিটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেহানা জলি, রেবেকা, সিমন্তী প্রমুখ।

উল্লেখ্য, ছবিটির কাজ শেষ হয়েছিল প্রায় তিন বছর আগে।

সুত্র: সমকাল

দেড়শ’ প্রেক্ষাগৃহ জুড়ে শাকিব

59962_e2বিগত প্রায় ১০টিরও বেশি ঈদে দুইয়ের অধিক ছবি মুক্তি পেলেও  আসছে ঈদে শাকিব খানের দুটি ছবি মুক্তি পাচ্ছে। আর এ দু’টি ছবিই দখল করে রাখবে প্রায় দেড়শ’ প্রেক্ষাগৃহ।

ছবি দুটি হলো ‘মাই নেম ইজ খান’ ও ‘ভালোবাসা আজকাল’।

শাওনের প্রযোজনায় ‘মাই নেম ইজ খান’ পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। অনন্য পিকচার্সের ব্যানারে ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন অপু বিশ্বাস

অন্যদিকে আবদুল আজিজের প্রযোজনায় ‘ভালোবাসা আজকাল’ পরিচালনা করছেন পি এ কাজলজাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিতে শাকিব খানের নায়িকা মাহি

সাধারণত জাজের ছবি যেভাবে মুক্তি পায়, সেরকম ‘ভালোবাসা আজকাল’ আসছে ঈদে ৬০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অন্যদিকে ‘মাই নেম ইজ খান’ ৪০টি ডিজিটাল প্রজেকশনে মুক্তি পাবে। এছাড়াও ৩৫ মিমি. প্রিন্ট করে ৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হবে।

সুত্র: মানবজমিন

হেডমাস্টারের অপেক্ষা

59778_e4দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘হেডমাস্টার’ চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে অনেক আগে। এখন ছবিটি তথ্যমন্ত্রীকে দেখানোর অপেক্ষায় আছেন। তথ্যমন্ত্রী না দেখায় ছবিটি সেন্সরে দেয়া যাচ্ছে না।

‘হেডমাস্টার’ ছবিটি সরকারি অনুদানে নির্মীয়মাণ । এতে অভিনয় করেছেন আলমগীর, সুবর্ণা মুস্তাফা, কায়েস আরজু, বীথিসহ অনেকেই।

শুটিং ডাবিং এডিটিং ব্যাকগ্রাউন্ড সবকিছুই শেষ করে ঝন্টু তার ‘হেডমাস্টার’কে নিয়ে অপেক্ষায় আছেন তথ্যমন্ত্রীর জন্য। তথ্যমন্ত্রী ছবিটি দেখার জন্য সময় বের করতে পারলেই অপেক্ষার অবসান ঘটবে। পাওয়া যাবে অনুদানের শেষ পর্বের অর্থ।

আর তাতে করেই ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়বে ছাড়পত্রের জন্য। ছাড়পত্র পাওয়ার পর পাবে মুক্তি।

কিন্তু তথ্যমন্ত্রী ছবিটি কবে দেখবেন তা এখনো নির্দিষ্ট হয় নি।

সুত্র: মানবজমিন

ছয় মাস পর পর্দায়

image_1435_350276.gif অপু বিশ্বাসের মুক্তি পাওয়া শেষ ছবি ‘দেবদাস’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম।  ছবিতে অপু বিশ্বাস পার্বতী চরিত্রে অভিনয় করেছেন।

মাঝখানে দীর্ঘ ছয় মাস বিরতির পর মুক্তি পাচ্ছে ‘মাই নেইম ইজ খান’। আসছে ঈদে একযোগে সারাদেশে মুক্তি পাবে অনন্য পিকচার্সের ব্যানারে বদিউল আলম খোকনের এই ছবিটি।  ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান

ইতিমধ্যেই ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

অন্য সব ঈদের মতো এই ঈদে একাধিক ছবি না থাকলেও তিনি বেশ আশাবাদী।

উল্লেখ্য, ২০১০, ২০১১ এবং ২০১২ সালে সর্বাধিক ছবির নায়িকা ছিলেন অপু বিশ্বাস।

এদিকে ঈদের আগেই নতুন ছবির কাজ নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে যাচ্ছেন অপু।

সুত্র: মানবজমিন

ঈদের ছবি ‘আয়না কাহিনী’

59654_e3রাজ্জাক পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আয়না কাহিনী’ আসন্ন ঈদে মুক্তি পাবে বলে চূড়ান্ত হয়েছে।

জনপ্রিয়  লেখক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে যৌতুকের বিরুদ্ধে নির্মিত হয়েছে তীব্র প্রতিবাদের এই ছবি।

ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন কেয়া। তার বিপরীতে রয়েছেন সম্রাট।

আরও রয়েছেন শামস সুমন, ছোট তমা, সোহেল খান, শতাব্দী ওয়াদুদ, ববি, শুক্লা সরকার, মধুমনি, আকিব এবং একটি বিশেষ চরিত্রে রাজ্জাক।

সুত্র: মানবজমিন

ঈদে আবারও শাকিব-অনন্ত লড়াই!

image_50165ঈদে শাকিব আর অনন্তের পর্দা যুদ্ধ নতুন কিছু নয়।  গত ক’টি ঈদ এমনি যাচ্ছে। সর্বশেষ ঈদে এগিয়ে ছিল অনন্তের মোস্ট ওয়েলকাম। এবার পিছিয়ে নেয় শাকিব খানও।

শাকিব খান এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়ায় সাথে বহুল বিতর্কিত মামলা-মোকদ্দমা পেরিয়ে আবারও ছবিতে কাজ শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, এবার ঈদের অন্যতম আকর্ষন জাজের ছবিতে শাকিব। অন্যদিকে প্রযোজক অনন্তর দীর্ঘ প্রতীক্ষিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

বলা হচ্ছে ‘ডিজিটাল’ তকমা দিয়ে নিম্নমানের চলচ্চিত্র নির্মাণ করে এরই ভেতরে জাজ মাল্টিমিডিয়া দর্শকদের বিভ্রান্ত করেছে। অন্যদিকে মাঝে অনন্ত-বর্ষার প্রেম আর সংসার রসায়নের নাটকের কারণে অনেকেই ভেবেছিলেন মুনসুন ফিল্মস বুঝি আর নতুনভাবে দাঁড়াবে না। কিন্তু সেই জটিলতা কাটিয়ে উঠে আবারও পূর্ণোদ্যমে কাজ শুরু করেছে।

তাই নতুন এই প্রতিযোগিতায় এবারের ঈদে দর্শক ভালো কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখতে পাবেন।

দেখা যাক শাকিব-অনন্তের প্রতিযোগিতা দর্শকদের হলমুখী করে কিনা।

সুত্র: দৈনিক ইত্তেফাক

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘প্রেম প্রেম পাগলামী’

2013-06-19-15-24-25-51c1cd29af94a-untitled-16আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে ‘প্রেম প্রেম পাগলামী‘। সাফি উদ্দিন সাফি পরিচালিত ছবিটি ঢাকাসহ সারা দেশে প্রায় ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

দিগন্ত চলচ্চিত্রের ব্যানারে ছবিটিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, অমিত হাসান, বাপ্পী, আঁচল, ড্যানি সিডাক, আফজাল শরীফ, বিপাশা, নাসরিন প্রমুখ। গান লিখেছেন কবির বকুল। কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, দিনাত জাহান মুন্নী, মুন ও স্বরলিপি।

কাহিনী সংক্ষেপ: বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ বাপ্পী কথায় কথায় বন্ধুদের সঙ্গে বাজি ধরায় ওস্তাদ। একদিন বাজি ধরতে গিয়ে আঁচলের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিচয় থেকে প্রেম। কিন্তু প্রেমে পড়ার পরই বেরিয়ে আসে আঁচলের অন্য কাহিনি—বাপ্পী জানতে পারে, পারিবারিকভাবে আঁচলের সঙ্গে আরেকটি ছেলের বিয়ে ঠিক হয়ে আছে। এবার নিজের প্রেয়সীকে জয় করার জন্য বাজি ধরেছে সে।

কী হবে এরপর?

সুত্র: প্রথম আলো