বলিউডের ছবির মতই

My-Name-Is-Khan-B-217x275পরিচালক ‘ বদিউল আলম খোকন‘ তার পরিচালিত চলচ্চিত্র ‘মাই নেম ইজ খান‘ সম্পর্কে বলেন, এটি কোন অংশেই বলিউডের ছবির চেয়ে পিছিয়ে নেই।

বিএমডিবি-কে তিনি আরো জানান, গল্পের জন্য কোথাও ছাড় দেননি। ফলে ছবির বাজেটও অনেক বেড়ে গেছে। তিনি আশা করেন, বাজার থেকে লাভ তুলে নিয়ে আসতে পারবে ছবিটি। Continue reading

ঈদের দুই সপ্তাহ পর ‘আয়না কাহিনী’

63254_e10রাজ্জাক পরিচালিত  ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডর ছবি ‘আয়না কাহিনী’ আসন্ন ঈদের দুই সপ্তাহ পরে মুক্তি পাবে বলে চূড়ান্ত হয়েছে। এর আগে ছবিটি ঈদে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়করাজ।

ঈদের পরে একসঙ্গে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। Continue reading

বর্ষার জীবন কাহিনী

63035_e3মফস্বলের মেয়ে বর্ষা ঢাকায় এসে পিছু নেয় একজন বিত্তশালীর, তাকে মিডিয়ায় সুযোগ করে দিতে হবে। সুযোগও দেয়া হয়। এরপর আসে খ্যাতি প্রেম-ভালোবাসা। কিন্তু হঠাৎ মেয়েটি অন্য এক ছেলের প্রেমে পড়ে যায়।

এই গল্প ‘নিঃস্বার্থ ভালোবাসার’। মডেলিং, অভিনয়সহ মিডিয়ার অন্য সেক্টরে কাজ করতে আসা মেয়েদের সঙ্গে সমাজের কিছু মুখোশধারী ভণ্ড মানুষের কর্মকাণ্ডের গল্প। সেই সঙ্গে লোভ বিষয়টিও তুলে ধরা হয়েছে ছবিতে। Continue reading

সর্বাধিক হলে অনন্ত

image_56893পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্রেই আলোচিত হয়ে উঠেছেন নায়ক অনন্ত। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা‘ দেশের রেকর্ড সংখ্যক সিনেমা হলে মুক্তি পাবে বলে জানা গেছে। Continue reading

ছাড়পত্র পেল ‘হরিজন’

সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সরকারি অনুদানের ছবি ‘হরিজন’।

শুটিং, ডাবিং, সম্পাদনা এবং অনুদান কমিটি প্রর্দশন শেষে গত ৯ জুলাই ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। Continue reading

সেন্সরে যাচ্ছে ‘ব্লাকআউট’

 

image_44998_0কবি ‘টোকন ঠাকুর’র বহুল আলোচিত চলচ্চিত্র ‘ব্লাকআউট’ নির্মিত হয়েছিল ২০১০ সালে। সাম্প্রতিক  খবর হলো শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে  চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটি মুক্তির জন্য আগামী সপ্তাহেই সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

ইতিমধ্যে সমকালীন দেশীয় চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে চলচ্চিত্রটি। Continue reading

মুক্তির অপেক্ষায় ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’

nekabbar-bg20130707072825জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে  ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’  ছবিটি পরিচালনা করেছেন মাসুদ পথিক।

মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক ছবিটিতে গ্রামীণ এক সহজ সরল পঙ্গু মুক্তিযোদ্ধার বঞ্চিত হওয়ার কাহিনী চিত্রায়িত হয়েছে।
সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির শব্দ ও আবহসংগীতসহ সম্পাদনা শেষ হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের আনুষাঙ্গিক কাজ শেষে আগামী সপ্তাহেই সেন্সরবোর্ডে জমা দেয়া হবে।

চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, প্রবীর মিত্রসিমলা, জুয়েল, বাদল শহিদ, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, রানী সরকার, রেহানা জলি, তারেক মাহমুদ, শেখ শাহেদ, সৈয়দ জুবায়ের, ফারহানা সুচি, সোহেল বয়াতি ও পথশিশুদল ও গ্রামবাসী অন্যান্য।

আবহ সংগীত পরিচালনা ও শব্দ সম্পাদনার কাজ করেছেন ড. সাইম রানা।

চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ, মুশফিক লিটু, বেলাল খান, অসীম সাহা প্রমুখ। কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, প্রিয়াংকা গোপ ও বেলাল খান। গান রচনায় নির্মলেন্দু গুণ, মাসুদ পথিক, অসীম সাহা, সাইম রানা প্রমুখ।

উল্লেখ, ইতিমধ্যে প্রকাশিত ছবিটির অডিও অ্যালবাম বেশ প্রশংসিত হয়েছে।

সুত্র: বাংলা নিউজ ২৪.কম

শাকিব-মাহির ‘ভালোবাসা আজকাল’

2013-07-07-18-12-27-51d9af8b3d85b-06আসন্ন ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রটি নানা কারণে আলোচনায় রয়েছে। ধারনা করা যাচ্ছে এটি এইবারের ঈদের অন্যতম আকর্ষন।

প্রথমত এটি জাজ মাল্টিমিডিয়ার ছবি, যারা বাংলাদেশে ডিজিটাল ছবিকে বড় পরিসরে এনে দিয়েছে-  দ্বন্ধ-সংকট কাটিয়ে শাকিব খান প্রথমবারের মতো এই হাউসের সাথে কাছ করছেন। প্রযুক্তিগতভাবে এটি ডিজিটালে নির্মিত শাকিবের প্রথম ছবি। দ্বিতীয়ত: শাকিব প্রথমবারের মতো মাহির সাথে কাজ করছেন। মাহিকে ধরা হচ্ছে নতুন প্রজম্মের সম্ভাবনাময় অভিনেত্রীদের একজন।

ছবিটি পরিচালনা করছেন পি এ কাজল

মাহি জানান, শাকিব খানের সাখে কাজ করা তার কাছে স্বপ্নের মতো বিষয়। এতে তিনি খুবই আনন্দিত। অন্যদিকে শাকিব আশা করেন, মাহি ভবিষ্যতে আরো ভালো করবেন।

সুত্র: প্রথম আলো

 

মৃত্তিকা মায়া’য় গাইলেন আসাদ

2013-07-03-17-18-10-51d45cd217e99-untitled-2মুক্তি প্রতীক্ষিত অনুদানের চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’য় গান গাইলেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। একই ছবিতে তিনি অভিনয়ও করছেন।

তবে এটা চলচ্চিত্রে প্রথম কন্ঠ দেয়া নয়। এর আগে গেয়েছিলেন ঘুড্ডি ও আয়না বিবির পালা ছবিতে।

গানটি কথা হলো ‘গোয়াইল্লা ডোহার মাটি, সালনি চকের খড়/ কলসি খাদা ধানের ভাটি, চটির চানগাড়িতে ভর’।

‘গোয়াইল্লা ডোহার মাটি’ গানটি লিখেছেন ও সুর করেছেন ছবির পরিচালক গাজী রাকায়েত। অন্য গানগুলোর কথা লিখেছেন মাফরুহা সোহানা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজ আহমেদ শাহিরয়ার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, নিগার সুলতানা ও এ কে আজাদ।

জানা গেছে, এই গানটি পুরো ছবিটি বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে। এখানে তিনি খালি গলায় গাইলেও নতুন করে অডিও’র জন্য রেকর্ড করা হবে। ঈদুল আজহায় এই অডিও অ্যালবাম মুক্তি পাবে।

ছবিটি গত সপ্তাহে অনুদান কমিটি দেখেছে। আগামী সপ্তাহে ছাড়পত্রের জন্য তা সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। পরিচালক আগামী পয়লা বৈশাখে ছবিটি মুক্তি দিতে চান।

সুত্র: প্রথম আলো

রাজ্জাকের ‘আয়না কাহিনী’

60992_e1নায়করাজ রাজ্জাক দর্শকদের সামনে হাজির হচ্ছেন তার পরিচালিত চলচ্চিত্র ‘আয়না কাহিনী’ নিয়ে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাবে।

‘আয়না কাহিনী’ নির্মিত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ‘আয়না কাহিনী’ নিয়ে।

যৌতুকবিরোধী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন কেয়া সম্রাট

কাহিনী সংক্ষেপ: আয়না গ্রামের একজন সৎ নীতিবান স্কুল শিক্ষকের মেয়ে। প্রেম করে গ্রামের এক প্রভাবশালী যুবকের সঙ্গে। কিন্তু যুবক তাকে বিয়ে করতে অস্বীকার জানালে সে রাতের অন্ধকারে আত্মহত্যা করার প্রস্তুতি নেয়। আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে তাকে রক্ষা করে সম্রাট। জানতে চায় আত্মহত্যার কারণ। শুনে পরামর্শ দেয়, প্রতিবাদ স্বরূপ প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান ধর্মঘট করার। আয়না পরামর্শ মেনে নিয়ে শুরু করে অবস্থান ধর্মঘট। সেখানে সম্রাটও উপস্থিত হয়। এর মধ্যে সম্রাটের সততা আর ব্যক্তিত্ব দেখে আয়না দুর্বল হয়ে পড়ে সম্রাটের প্রতি। গল্প মোড় নেয় অন্যদিকে।

সুত্র: মানবজমিন