নতুন একটি টিজার দেখে ঢালিউড ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। অবশ্য তার যথেষ্ট কারণও আছে। ১ মিনিট দৈর্ঘ্যের টিজারটিতে তেমন উপাদান রয়েছে।
‘মৃত্যুপুরী’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন জায়েদ রেজওয়ান। অস্ট্রেলিয়ায় চিত্রায়িত সিনেমাটির প্রধান দুই চরিত্রে আছেন আরিফিন শুভ ও প্রসূন আজাদ।
অ্যাকশন-থ্রিলারধর্মী কিছু হতে যাচ্ছে ‘মৃত্যুপুরী’ তার আভাস দেয় টিজার। কয়েকটি চরিত্রকে একঝলক দেখা গেছে তাতে। বিশেষ করে কয়েক মুহূর্তের দৃশ্যে শুভর গেটআপ ও মারকুটে উপস্থাপন প্রশংসা পাচ্ছে। এ ছাড়া অন্য কিছু চরিত্রের অভিব্যক্তি মনোযোগ কাড়ে।
লোকেশন হিসেবে অস্ট্রেলিয়ার অনেক আকর্ষণীয় স্থান দেখা যাবে ‘মৃত্যুপুরী’তে— এমনটা আশা করা যায়। এর মধ্যে লংশটে দেখা যায় সিডনি অপেরা হাউস। আরেকটি দৃশ্যে দেখানো বাড়ির সঙ্গে মিল পাওয়া যায় টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল টু’তে ব্যবহৃত বাড়ির। ওই সিনেমারও উল্লেখযোগ্য দৃশ্যায়ন হয়েছে অস্ট্রেলিয়ায়।
টিজারে ব্যবহৃত ফুটেজ, তার সম্পাদনা, কালার কম্পোজিশন ও সঙ্গীতে দারুণ সম্বন্বয় রয়েছে। সে সূত্রে ফেসবুকের নানা গ্রুপ থেকে জানা যায়, দর্শক আশা করছে অস্ট্রেলিয়ায় চিত্রায়িত প্রথম ঢালিউড মুভি মনে রাখার মতো কিছু হবে। টিজারেই তার চমৎকারিত্ব থমকে যাবে না।