ফোক ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক সাত্তার এখন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে অসুস্থ। দীর্ঘদিন ধরে তিনি কাটাচ্ছেন এক রকম মানবেতর জীবন। সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য থেরাপি মেশিন কিনতে সাত্তারের প্রয়োজন দেড় লাখ টাকা।
বর্তমান অবস্থা নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাথে কথা বলেন। সেখানে নিয়মিত তার খোঁজ-খবর রাখার জন্য ধন্যবাদ জানান ফরিদুর রেজা সাগর, মাসুদ পারভেজ, ইলিয়াস কাঞ্চন, শেলী মান্না, সুব্রত, সাদেক সিদ্দিকী ও আতিকুর রহমান চুন্নুকে।
সাত্তার বলেন, অসুস্থ হওয়ার পর ফরিদুর রেজা সাগর আমার চিকিৎসার জন্য অর্থ পাঠিয়েছেন। এখনও তার ‘আনন্দআলো’ পত্রিকা থেকে প্রতি মাসে ১০ হাজার করে টাকা পাচ্ছি। এটা দিয়েই কোনমতে চলে যাচ্ছে দিনকাল।
তিনি আরো জানান কোরিয়ান যে মেশিনটি দিয়ে তিনি থেরাপি নিচ্ছেন এটা কিনতে দেড় লাখ টাকা লাগবে। নিয়মিত থেরাপি নিলে তিনি সুস্থ্য হয়ে উঠবেন।
তিনি আশা করেন, সুস্থ্য হয়ে আবার ক্যামেরার সামনে দাড়াবেন।
আশির দশকের এই জনপ্রিয় নায়কের উল্লেখযোগ্য ছবি হলো- সাত্তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে ‘পাগলী’, ‘রঙ্গীন রূপবান’, ‘রঙ্গীন কাঞ্চনমালা’, ‘ঘর ভাঙা সংসার’, ‘রঙ্গীন রাখালবন্ধু’, ‘রঙ্গীন আলোমতি প্রেমকুমার’, ‘পাতাল বিজয়’, ‘রাজবধূ’, ‘রঙ্গীন সাতভাই চম্পা’, ‘ভিখারীর ছেলে’, ‘মধুমালা মদনকুমার’, ‘বেদকন্যা পঙ্খিরানী’, ‘মোহনবাঁশি’, ‘রঙ্গীন অরুণ বরুণ কিরণ মালা’, ‘জেলের মেয়ে রোশনী’, ‘বনবাসে বেদের মেয়ে জোছনা’, ‘ভালোবাসার যুদ্ধ’, ‘ইজ্জতের লড়াই’, ‘স্বামীহারা সুন্দরী’ এবং ‘চাচ্চু আমার চাচ্চু’ ইত্যাদি।
সুত্র: মানবজমিন