টুটুলের দ্বিতীয় ছবি

Tutulনাট্যপরিচালক শাহিন কবীর টুটুলের প্রথম ছবি ‘এইতো ভালোবাসা’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এবার তিনি দ্বিতীয় ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।

ছবির নাম ‘গোল্লাছুট’, পাণ্ডুলিপি লিখছেন জাকারিয়া সৌখিন। এতে কারা অভিনয় করছেন এখনই নিশ্চিত করেননি পরিচালক। একাধিক চমক আছে বলে উল্লেখ করেছেন টুটুল।

সূত্র: মানবজমিন

নতুন চার মুখ নিয়ে সোহান

Sohan-srabon khan-masuka-tinkiসোহানুর রহমান সোহান তার আগামী চলচ্চিত্র ‘ভালোবাসার চেয়ে একটু বেশী’-তে নতুন চার মুখ উপস্থিত করছেন। এরা হলেন শ্রাবণ খান, আব্বাস খান, মাসুকা এবং টিংকি।

বর্তমানে চলচ্চিত্রে নায়ক-নায়িকা সংকট উত্তোরনে এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সোহান। সম্প্রতি লালমাটিয়ার দূরবীন স্টুডিওতে ছবির মহরত অনুষ্ঠিত হয়, সেখানেই তিনি এই নতুন চার মুখকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

সোহানের নতুন মুখ নিয়ে আসার এই উদ্যোগ নতুন নয়। সালমান শাহমৌসুমীকে তিনি পরিচয় করিয়ে দেন কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে। তারপর উপস্থিত করেন শাকিল খান-কে। বর্তমানে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানেরও প্রথম চলচ্চিত্র সোহানের পরিচালনায়।

সূত্র: প্রথম আলো

ইমপ্রেসের ব্যানারে ফারুকীর নতুন দুটি সিনেমা

imagesজনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নতুন দুটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন।  চলচ্চিত্র দুটি হচ্ছে ‘পিপড়াঁবিদ্যা’ ও ‘ডুবোশহর’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবি দুটি তৈরি করা হবে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

চলচ্চিত্র দুটির একটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং অন্যটি পারিবারিক সমস্যাকেন্দ্রিক।

সংবাদ সম্মেলনে কথা বলেন  ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্হাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর  ও চলচ্চিত্র দুটির অভিনেতা অভিনত্রীদের মধ্যে তিশা, মেহজাবিন, মিঠু, মুকিত, সাব্বির, শিনা চৌহান প্রমুখ।

এই বছরেই চলচ্চিত্র দুটির কাজ শুরু হবে।

বিএমডিবি ডেস্ক

সিনেমার মহরত ঘোষণা করলেন এরশাদ

Mohorotবাংলাদেশী সিনেমার ইতিহাসে এই প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট সিনেমার মহরত ঘোষনা করলেন। ছবির পরিচালক দুইজন বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ পরিচালক। ছবির নাম ‘অদৃশ্য শত্রু’ এবং পরিচালকদ্বয় হলেন মাসুদ পারভেজ (সোহেল রানা)র ছেলে আকিব পারভেজ এবং প্রযোজক কামাল পারভেজের ছেলে মাশরুর পারভেজ। প্রযোজনা সংস্থা পারভেজ ফিল্মস এর ৩০-তম চলচ্চিত্র ‘অদৃশ্য শত্রু’র মহরত অনুষ্ঠিত হয় ঢাকা ক্লাবের গেস্ট হাউজ লাউঞ্জে। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, ছবির প্রযোজক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, নিবেদক ড. জীনাত পারভেজ, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন, বিশিষ্ট অভিনেতা জাভেদ, অভিনেত্রী সুচরিতা, কোরিওগ্রাফার ইমদাদুল হক খোকন, ছবির নায়ক-নায়িকা জায়েদ খান ও প্রিয়া আমানসহ আমন্ত্রিত সাংবাদিকরা। অদৃশ্য শত্রু’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা ও সুচরিতা।

সূত্র: মানবজমিন