‘কেউ কথা রাখেনি’

image_1346_373822সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতার শিরোনাম ‘কেউ কথা রাখেনি’। এই নামেই শুরু হতে যাচ্ছে নতুন একটি ছবির কাজ। সম্প্রতি হয়ে গেল ছবিটির মহরত। Continue reading

শাবনূর বাদ

Shabnur-B-212x275ঘোষণা সত্ত্বেও পর পর ৫টি ছবিতে অভিনয়ের পর মোস্তাফিজুর রহমান মানিকের ৬ নম্বর ছবি থেকে বাদ পড়লেন শাবনূর। ছবির নাম ‘ইটিস-পিটিস প্রেম’। তাকে ছাড়াই শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে হয়ে গেল ছবির মহরত। Continue reading

‘যৈবতী কন্যার মন’-এর মহরত

67810_e2নাট্যকার সেলিম আল দীনের কালজয়ী নাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। বুধবার সরকারি অনুদান পাওয়া এই চলচ্চিত্রের মহরত হয়ে গেল।

ছবিটি পরিচালনা করছেন নারগিস আক্তার। Continue reading

আলিশার ‘জলে ভাসা পদ্ম’

Alisha-Prodhan-215x275মডেল ও অভিনেত্রী আলিশা প্রধান এই সময়ের বেশ আলোচিত নাম। সম্প্রতি আরও একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবারের ছবিটির নাম ‘জলে ভাসা পদ্ম’। Continue reading

‘দ্য স্টোরি অব সামারা’য় পিয়া

2013-07-02-09-46-43-51d2a18399ac0-peya-1‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের সুত্রে চলচ্চিত্রাঙ্গনে মডেল ‘পিয়া’ এখন খুবই পরিচিত মুখ। সে ছবিতে অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হয়েছেন। সম্প্রতি আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন  জান্নাতুল ফেরদৌস পিয়া।

চলচ্চিত্রের নাম ‘দ্য স্টোরি অব সামারা’। পরিচালক রিকিয়া মাসুদ। এটি পিয়ার তৃতীয় চলচ্চিত্র।

সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওই ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

পাঁচ বন্ধুর গল্প নিয়ে এ রোমাঞ্চকর ভৌতিক ছবি ছবিটি নির্মিত হবে।

এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সিবা, প্রসূন আজাদ, সাঞ্জু, আমান খান, এ টি এম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ প্রমুখ।

ঈদের পর যেকোনো সময় ‘দ্য স্টোরি অব সামারা’ ছবির শুটিং শুরু হবে বলে জানালেন পিয়া। এছাড়া জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে পিয়া ‘প্রবাসী প্রেম’ ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন।

সুত্র: প্রথম আলো

মানবিক অনুভূতির গল্প নিয়ে ‘নৃ’

মানবিক অনুভূতির গল্প নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘নৃ’।

বুধবার বিকালে এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানের আয়োজন করে নির্মাণকারী সংস্থা- থিম থিয়েটার উইজার্ড ভ্যালি।

দেশের চলচ্চিত্র গবেষক, চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে ভাবনা বিনিময় করতে রাজধানীর সুফিয়া কামাল গণ-গ্রন্থাগারের ২য় তলার সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিচালনা করেন চলচ্চিত্র- ‘নৃ’ এর রচয়িতা ও পরিচালক রাসেল আহমেদ।

এ সময় এই চলচ্চিত্রের মূল বক্তব্য উপস্থাপন করেন অভিনেত্রী তাসনুভা তামান্না।

এতে আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা ও কবি টোকন ঠাকুর, নির্মাতা সামির আহমেদ, নির্মাতা ও সমালোচক নাজমুল হাসান, প্রযোজক প্রতিনিধি ড. রিয়াদ সাহিদ, নৃ’র অভিনেতা সিরাজুম মুনীর টিটু।

সুত্র: মানবজমিন

জায়েদ খানের অপরাধী বাদশা

59782_e9জায়েদ খানের নতুন ছবির নাম ‘অপরাধী বাদশা’। যাদু আজাদ পরিচালিত  এ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার বিপরীতে থাকবেন নতুন নায়িকা সিমি ইসলাম কলি।

সম্প্রতি গান রেকডিংয়ের মাধ্যমে ছবির মহরত হয়ে গেল। মহরতে এস আই টুটুলের কণ্ঠে একটি গান রেকর্ড করেন পরিচালক। এরপর গান রেকর্ড করেছেন এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও মিমির কণ্ঠে।

গানগুলোর সংগীত পরিচালনা করেন বিপ্লব।

এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মীয়মাণ ‘অপরাধী বাদশা’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন নবাগতা সাথী, হৃদয়, ডন, মিশা সওদাগর ও যাদু আজাদ।

ঈদের পর থেকে একটানা শুটিং হবে এ ছবির।

সুত্র: মানবজমিন

‘দ্যা এড্রেস’র আত্মপ্রকাশ

চলচ্চিত্রে নির্মাণে এসেছে নতুন প্রযোজনা সংস্থা ‘দ্যা এড্রেস’। একসঙ্গে তিনটি চলচ্চিত্র নির্মাণে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইফতেখার চৌধুরী, তানিম রহমান অংশু এবং মাসুদুল হাসানকে দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে তারা।

চলচ্চিত্রগুলো হচ্ছে- আদি, মায়া এবং ওয়ান ওয়ে। প্রযোজনা প্রতিষ্ঠান এড্রেস-এর পরিচিতি এবং চলচ্চিত্র শুরুর ঘোষণা উপলক্ষে ১৯ জুন সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এড্রেস-এর কার্যক্রম তুলে ধরেন প্রযোজক রাজিব চৌধুরী। চলচ্চিত্রগুলোর নির্মাণ প্রসঙ্গে কথা বলেন পরিচালক ইফতেখার চৌধুরী, তানিম রহমান অংশু এবং মাসুদুল হাসান। চলচ্চিত্রগুলোর নির্বাহী প্রযোজক সিকদার মোহাম্মদ রাসেল। বর্তমানে শিল্পী নির্বাচনসহ অন্যান্য প্রক্রিয়া চলছে।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

‘অপরাধী বাদশা’-র মহরত

59245_e5সম্প্রতি জাদু আজাদ পরিচালিত দ্বিতীয় ছবি ‘অপরাধী বাদশা’র কাজ শুরু হয়ে গেল  মহরতের মাধ্যমে।

ভিসটেক রেকর্ডিং স্টুডিওতে গান রেকডিংয়ের মাধ্যমে মহরত ঘোষণা করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন।

মহরতের পর এসআই টুটুলের কণ্ঠে একটি গান রেকর্ড করা হয়। গানের কথা ছিল ‘ফাস্ট ডেটে আই মিস, সেকেন্ড ডেটে হলো কিস, থার্ড ডেটে হবে বিয়া, আসবো নিয়া প্যারিস ঘুরিয়া’।

গানের সুরকার ও সংগীত পরিচালক ছিলেন বিপ্লব।

মহরতের অন্যদের মধ্যে ছবির দুই নায়িকা সিমি ইসলাম ও সাথী, পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, ফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু, প্রযোজক শাওন, নতুন পরিচালক মনিরুল ইসলাম সোহেল সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসকে ফিল্ম ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘অপরাধী বাদশা’ নির্মিত হবে। কাহিনি ও সংলাপ লিখেছেন শচীন কুমার নাগ।

ছবির নাম ভূমিকায় যে তারকা অভিনয় করবেন, তার নাম পরে প্রকাশ করা হবে বলে পরিচালক জানান। অন্যান্য চরিত্রে সিমি ইসলাম, সাথী, হৃদয় খান, মিশা সওদাগর এবং জাদু আজাদ নিজেই অভিনয় করবেন।

ছবির বাকি কলাকুশলীও সহসাই চূড়ান্ত করা হবে। ঈদের পর থেকে ছবির শুটিং এক টানা শুরু হবে বলে পরিচালক যাদু আজাদ জানিয়েছেন।

সুত্র: মানবজমিন

বিব্রত শাকিব খান

Shakib Khanমোস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্রে ‘কানামাছি’-তে অভিনয় করছেন শাকিব খান, মীম চঞ্চল চৌধুরী। এটা পুরানো খবর। নতুন খবর হলো এমন প্রচারে বিব্রত হয়েছেন শাকিব খান।

রাজের সাথে সুসম্পর্কের কথা স্বীকার করে শাকিব খান একটি সংবাদমাধ্যমকে জানান, ছবিতে অভিনয়ের বিষয়ে তার সাথে কোন কথাই হয় নি। আগে স্ক্রিপ্ট ও অন্যান্য বিষয়ে আলোচনা, তারপরেই তো অভিনয়ের বিষয়টা আসবে। তিনি জানান, এসব বিষয়ে তার সাথে রাজের কোন কথা হয় নি। তবে দুয়েকটি আড্ডায় এই ছবি নিয়ে কথা হয়েছে। সব মিলিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে শাকিব বিব্রত।

অন্যদিকে রাজও শাকিব খানের সুরে কথা বলছেন।

সূত্র: ইত্তেফাক