টেলিভিশনের নাঈম এখন চলচ্চিত্রে

image_1437_350580.gifটেলিভিশনের ব্যস্ত অভিনেতা নাঈম এখন চলচ্চিত্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন। হাতে আছে দুটি ছবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি চলচ্চিত্রের ব্যস্ততা নিয়ে কথা বলেন।

প্রথম চলচ্চিত্র ‘জাগো’ তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে। তার মুখ থেকেই শুনা যাক। তিনি বলেন, আমার অভিনীত প্রথম চলচ্চিত্র খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’। এই ছবির সুবাদে বিনোদন অঙ্গনে শক্ত অবস্থান পেয়েছি। এতে আমার অভিনয় প্রদর্শনেরও জায়গা ছিল। এখনও কোনো বিপণি বিতানে গেলে ভক্ত-দর্শকরা ‘জাগো’ ছবির জয় বলে আমাকে ডাকে। এটা অন্যরকম এক অভিজ্ঞতা।

বর্তমান তিনি  ‘ভালোবাসার রংধনু‘ চলচ্চিত্রের কাজ করছেন। এটি আগামী বছর মুক্তি পাবে। এরই মধ্যে তার তৃতীয় চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ছবিটির নাম ‘এই মুহূর্তে’।

সুত্র: সমকাল

আট ছবিতে নিপুণ

58141_e4চলচ্চিত্র নায়িকাদের মধ্যে বর্তমানে সর্বাধিক ছবিতে অভিনয় করছেন নিপুণ। তার হাতে রয়েছে আটটি ছবির কাজ।

তার হাতে থাকা ছবিগুলো হলো ‘মায়ানগর’, ‘পদ্মা পাড়ের পার্বতী’, ‘মায়ের মমতা’, ‘জলরং’, ‘তবুও তুমি আমার’, ‘পরিচয়’, ‘শোভনের স্বাধীনতা’ ও ‘পদ্ম পাতার জল’।

শুটিং চলছে ‘মায়ানগর’, রফিক শিকদারের পরিচালনায় ‘পদ্মা পাড়ের পার্বতী’র।

এরই মধ্যে কলকাতার ‘পরিচয়’ ছবিতে অভিনয় করে এসেছেন নিপুণ। সরকারি অনুদানে নির্মিত ছবি ‘শোভনের স্বাধীনতা’রও শুটিং শেষ করেছেন।

তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবিতে নিপুণ অভিনয় করেছেন অতিথি চরিত্রে। এতে তিনি আইটেম গানেও উপস্থিত হয়েছেন।

এছাড়া, খুব শিগগিরই নতুন আরও চারটি ছবির বিষয়ে চূড়ান্ত করেছেন নিপুণ।

সুত্র: মানবজমিন

ভারতীয় ছবি প্রদর্শনের চেষ্টায় গোপন বৈঠক!

indexভারতীয় চলচ্চিত্রকে বাংলাদেশে প্রদর্শনের কৌশল নিয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে গোপন বৈঠক। একই সঙ্গে সব দরপত্র বাতিল করে এফডিসিকে অচল করার মাধ্যমে বাংলাদেশী ছবির কৃত্রিম সঙ্কট তৈরির পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে।

গত বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন এফডিসি-এর ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ছবি আমদানির সঙ্গে জড়িত গোষ্ঠীর একজন নেতা বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিনিয়র সহ-সভাপতি সুদীপ্ত কুমার দাস ও চলচ্চিত্র লীগের একজন নেতাসহ বেশ কয়েকজন। বৈঠকের বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী অবগত থাকলেও সমিতির সাধারণ সম্পাদক মিঞা আলাউদ্দিন অবগত ছিলেন না।

এদিকে আজ এফডিসি-এর পরিচালনা পর্ষদের সভায় পরিকল্পনা অনুযায়ী দরপত্রে সর্বনিম্ন মূল্য দেখিয়ে কাজ পাওয়ার যোগ্যতা অর্জনকারী সরবরাহ প্রতিষ্ঠানটিকে বাদ দিয়ে সর্বোচ্চ মূল্য দেখানো প্রতিষ্ঠানকে কাজ দেয়ার জন্য চেষ্টা চালানো হবে। এতে পুরো দরপত্রের বিষয়টি বাতিল হয়ে যেতে পারে। এতে এফডিসির উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকার দ্বিতীয় কিস্তিও প্রথম কিস্তির মতো ফেরত যাবে।

যা ভারতীয় ছবির পক্ষের শক্তির পথ সুগম করবে। তারা সরকারকে দেখাতে পারবে এফডিসি অচল, কোন কাজ হচ্ছে না। আয় নেই, অতএব প্রেক্ষাগৃহ রক্ষার জন্য ভারতীয় ছবি আমদানির বিষয়টি জরুরি।

উল্লেখ, সরকার এফডিসির উন্নয়ন ও আধুনিকায়নে প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু এফডিসির শীর্ষ ব্যক্তিদের অদূরদর্শিতার কারণে প্রথম কিস্তির টাকা ফেরৎ গেছে, দ্বিতীয় কিস্তিও যাবে।

সুত্র: মানবজমিন

বাজেটে অবহেলিত চলচ্চিত্র শিল্প

image_44116২০১২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্রকে শিল্প ঘোষনা করেন।  তথ্যমন্ত্রী শুনিয়েছিলেন নানা আশার বাণী।

শিল্প ঘোষনার ২ মাস পর ২০১২-১৩ অর্থবছরের বাজেটে উপেক্ষিত হয় চলচ্চিত্র শিল্প।  কিন্তু ২০১৩-১৪ সালের অর্থবছরের বাজেটেও কোন আশার বাণী মেলে নি।

২০১২-১৩ অর্থ বছরে সর্বসাকুল্যে মাত্র ৫৯ কোটি ১৮ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। যা দিয়ে হাতেগোনা কিছু যন্ত্রপাতি ক্রয় করা হয়।

বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দায়িত্ব গ্রহণের পর এই শিল্পের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতির কথা শোনা গেছে নানান সময়ে। এরই মাঝে তিনি কলকাতা দিল্লিও ঘুরে আসলেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন লক্ষ্যে। সক্রিয়তা দেখা গেছে ভারত থেকে চলচ্চিত্র আমদানি করে এ দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের উদ্যোগে। এই চলচ্চিত্রগুলো একদমই বাজার পায়নি।

চলচ্চিত্র সেক্টরকে শিল্প ঘোষনার এক বছর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন করবে। প্রধানমন্ত্রীর সেই ঘোষনার অনুকূলে ২ বছর পর চলতি বছর মে মাসে জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করা হয়। তথ্য মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক ও চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের এমডিকে সদস্য সচিব করে ১০ সদস্যের কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চলচ্চিত্র ব্যক্তিত্বদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালার খসড়া প্রস্তুত করতে কত সময় লাগবে কেউ জানে না।

প্রযুক্তিগত উৎকর্ষতা, অবকাঠামো উন্নয়ন, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণের সুবিধা, কর অবকাশ, শক্তিশালী বিপনন ব্যবস্থা, উদার নিয়ন্ত্রনসহ অন্যান্য সহায়ক বিভাগের উন্নয়নের মাধ্যমে শিল্প হিসেবে চলচ্চিত্র মাথা তুলে দাঁড়াবে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

একটি আধুনিক ফিল্ম সিটি, ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি দীর্ঘ দিনের। গাজীপুরে ফিল্ম সিটি স্থাপনের জন্য ভূমি বরাদ্ধ হয়েছে কয়েক বছর আগে। কিন্তু প্রকল্পের কোন খবর নেই। বিষয়টি ভূমি বরাদ্ধ পর্যন্তই রয়ে গেছে। প্রস্তাবিত বাজেটে এসব গুরুত্বপূর্ণ উন্নয়নে কার্যকর কোন উদ্যোগ কিংবা দিক নির্দেশনা নেই।

ডিজিটাল চলচ্চিত্রের যুগে চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থায় আমুল পরিবর্তন আনতে হয়। হলগুলোর কারিগরি ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন করতে হয়। এই কাজটিও বেসরকারি একটি প্রতিষ্ঠানের হাতে চলে গেছে। অর্থাৎ প্রদর্শন ব্যবসা এখন একটি প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে পড়ার সমূহ ঝুঁকির মধ্যে আছে।

প্রেক্ষাগৃহগুলো ডিজিটালাইজড করার দায়িত্ব বর্তায় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের উপর।

নতুন নতুন নির্মাতার আগমনে চলচ্চিত্র শিল্পে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু সরকার কোন উদ্যোগ না নিলে সেই সম্ভাবনা প্রকাশের পথ খোলা থাকবে না।

সুত্র: কর্পোরেট নিউজ

হাজার পেরিয়ে আজীজ রেজা

57562_e7বাংলাদেশের চলচ্চিত্রের ব্যস্ত নৃত্য পরিচালক এবং শাকিব খান সাহারাসহ অসংখ্য নায়ক-নায়িকার আবিষ্কারক আজীজ রেজার নৃত্য পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ ১০১৩টি ছবি মুক্তি পেয়েছে তার।

আজীজ রেজা নৃত্যগুরু গহর জামিলের ছাত্র এবং চলচ্চিত্রের বিখ্যাত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর শিষ্য।

আমির হোসেন বাবুর হাত ধরে ‘রসের বাইদানী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তরুণ আজীজ রেজা।

এম এ মালেকের ‘তুফান মেইল’ ছবির মাধ্যমে নৃত্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর নায়করাজ রাজ্জাক, গাজী মাজহারুল আনোয়ার এবং দেলোয়ার জাহান ঝন্টুর অকৃপণ সহযোগিতায় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নৃত্য পরিচালক হয়ে ওঠেন আজীজ।

পাশাপাশি ‘রেজা নৃত্যকলা একাডেমী’ খুলে নাচে শিক্ষা দিতে থাকেন চলচ্চিত্রে আগ্রহী ছেলেমেয়েদের। অনেক নায়ক-নায়িকাকেও নাচে তালিম দিয়েছেন, এখনও দিচ্ছেন তিনি। নৃত্য পরিচালক হিসেবে ব্যস্ত আগের মতোই।

বর্তমানে কাজ করছেন চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভুল যদি হয়’, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘তোমার কাছে ঋণী’, আজাদ খান পরিচালিত ‘দাবাং’সহ অনেক ছবির কাজ নিয়ে।

অজীজ রেজা বলেন, জীবনে শিখেছি একটাই- নাচ। মন থেকে নাচি, মনের মতো করে নায়ক-নায়িকাদের নাচানোর চেষ্টা করি। সবার ভালবাসা আছে বলে আজো কাজ করে চলেছি। যতদিন বাঁচবো ততদিন কাজ করে যাবো। তিনি বলেন, নাচই আমার জান, প্রাণ, সব। যেদিন নাচতে পারবো না, সেদিনই আমার মৃত্যু হবে।

সুত্র: মানবজমিন

মীমের হালচাল

mimলাক্স সুন্দরী বিদ্যা সিনহা সাহা মীম মিডিয়ায় যাত্রা শুরু করেন ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে।  হুমায়ূন আহমেদের পরিচালনায় এ ছবিতে জাহিদ হাসান ও ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। Continue reading

প্রকাশিত হলো সিনে ম্যাগাজিন ‘মুখ ও মুখোশ’

LOGOজুন মাসের প্রথম দিনে প্রকাশিত হলো ত্রৈমাসিক অনলাইন সিনে ম্যাগাজিন ‘মুখ ও মুখোশ’ (http://mukhomukhoshmag.com/)  এর প্রথম সংখ্যা। ফেসবুকে চলচ্চিত্র সম্পর্কিত আড্ডা ও চর্চা থেকে উঠে এসেছে ম্যাগাজিনটি।

অনলাইনটি সম্পর্কে সম্পাদকমণ্ডলী বলছেন ‘প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর নামানুসারে প্রথম বাংলা অনলাইন সিনে ম্যাগাজিনের নামকরণের পেছনে যৗক্তিক কিছু কারন রয়েছে। বাংলা চলচ্চিত্র অনেক চড়াই উতড়াই পেরিয়ে এই দশকে যেন আবার নতুন করে যাত্রা শুরু করল। আমাদের চলচ্চিত্রকে শিল্প ঘোষণা, চলচ্চিত্রে সুস্থ পরিবেশ ফিরে আসা, নতুন প্রতিভাবান মুখের আনাগোনা যেনো চলচ্চিত্রে এক নতুন দিনের আশার কথাই শোনাচ্ছে আমাদের। চলচ্চিত্র নিয়ে বেশ কিছু ম্যাগাজিন থাকলেও অনলাইনে পূর্নাঙ্গরুপে ‘মুখ ও মুখোশ’-ই প্রথম ম্যাগাজিন। মুখ ও মুখোশ কিছু তরুনের স্বপ্ন। কিছু তরুন; যারা ১৬ কোটি মানুষের কথা বলে’।

মুভি বিষয়ক ফিচার, রিভিউ ও খবরাখবর দিয়ে সাজানো হয়েছে প্রথম সংখ্যাটি। ফিচার বিভাগে স্মরণ করেছেন হুমায়ুন ফরিদী, ঋত্বিক ঘটক, সজল খালেদ, ক্লিন্ট ইস্টউড ও ঋতুপর্ণ ঘোষকে। ফিচারের শিরোনাম দেখা যাক- মুখোশের আড়ালে মুখ ও মুখোশ, শ্রদ্ধাঞ্জলিঃ অন্তরমহলে রাখিব, যেতে দেবো না, কিংবদন্তীর কথা বলছি, ফিল্মি দুনিয়ার স্বপ্নপুরি ‘রামোজী ফিল্ম সিটি’, ঋত্বিক ঘটকঃ জীবন, কর্ম ও দর্শন, বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা তিন শিশুতোষ গান, বাংলা ক্ষুদ্র চলচ্চিত্রঃ আমার দেখা সেরা সাত, সজল ভাই, আপনারে আমরা খুঁজিয়া বেড়াই এবং ক্লিন্ট ইস্টউড – দি ম্যান হু নিডস নো নেম।

এই সংখ্যায় লিখেছেন তানভীর খালেদ, আশিকুর রহমান তন্ময়, সাঈদ সোম্য, মাহজাবীন হায়দার জুন, ওয়াহিদ সুজন, নাজমুল হাসান দারাশিকো, কালা মনের ধলা মানুষ, অরিন্দম গুস্তাভো বিশ্বাস, আহমেদ জামান শিমুল, অলক দাস, নাজমুল হাসান মজুমদার, সাইফুল ফারদিন, খালেদ ইমাম সৌরভ।

ম্যাগাজিনটির সম্পাদনা পরিষদে আছেন কাউসার রুশো (ঢালিউড), সুদীপ (হলিউড), নাফিজ মুনতাসির (বলিউড), স্নিগ্ধ রহমান (অন্যান্য বিশ্ব)  এবং মাহদি হাসান (ফিল্মমেকিং) ।

শুধু ঢালিউডের চলচ্চিত্রই নয়- হলিউড, বলিউড এবং বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্র সম্পর্কে তথ্য ও রিভিউ দিয়ে ম্যাগাজিনকে সাজানো হয়েছে। এছাড়াও সিনেমা নির্মানে ইচ্ছুক তরুনদের জন্য রয়েছে ফিল্মমেকিং বিভাগ ও ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। নিজেদের প্রচেষ্টা সম্পর্কে বলছে ‘আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু ঢেলে দেয়ার জন্য। জনশক্তি, অর্থ, সময়ের স্বল্পতা স্বত্বেও আমাদের চেষ্টার কোন ত্রুটি থাকেনি মুখ ও মুখোশকে একটি আন্তর্জাতিক সিনে ম্যাগাজিন এর মতো করে সাজানোর’।

জানা গেছে, মুখ ও মুখোশ ত্রৈমাসিক সিনে ম্যাগাজিন হলেও এটি প্রতি সপ্তাহে খবর দিয়ে হালানাগাদ হবে।

বিএমডিবি ডেস্ক

শাকিবের ২০ চলচ্চিত্র

Shakib Khanশাকিব খান বুড়ো হয়ে গেছেন, মুটিয়ে গেছেন, আর হবে না তাকে দিয়ে – এমন কথার বিপরীতে এখনো শক্ত অবস্থানে দাড়িয়ে আছেন সুপারস্টার শাকিব খান। সপ্তাহে ৬ দিন, মাসে ২৫ দিন শ্যুটিং করেন এখনো, হাতে আছে ২০টির মত ছবি। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে শাকিব-সাহারা অভিনীত ছবি ‘নিষ্পাপ মুন্না’। মুক্তির তালিকায় আছে সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, এফ আই মানিকের পরিচালনায় ‘দুই পৃথিবী’, উত্তম আকাশের পরিচালনায় ‘ঢাকা টু বোম্বে’।

শাকিব খান বলেছেন, তার হাতে আরও ২০টির মত ছবি আছে। সব ছবিতে তিনি অভিনয় করছেন না। এ বছর আরও চারটি ছবিতে কাজ করবেন। আর এতেই প্রমাণ হবে তিনি আছেন নাকি হারিয়ে যাচ্ছেন। সম্প্রতি শাকিব খান অভিনীত দুটি টেলিভিশন বিজ্ঞাপন সাড়া ফেলেছে।

সূত্র: মানবজমিন

নির্মাণ-কথাঃ অ্যাকশনধর্মী একটি বিজ্ঞাপনচিত্র

power drinksশাকিব খানববিকে নিয়ে তৈরী পাওয়ার ড্রিংকের বিজ্ঞাপনচিত্রের নির্মানকাহিনী সম্পর্কে বলেছেন এর পেছনের কলাকুশলীরা। পাওয়ার ড্রিংকের বিজ্ঞাপনটি তৈরীই হয়েছে হালের জনপ্রিয় নায়ক শাকিব খানের শ্যুটিং কর্মকান্ড নিয়ে। প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ক্রিয়েটিভ নাফিজ রেজার পরিচালনায় পাওয়ার ড্রিংকের দেড় মিনিটের বিজ্ঞাপন চিত্রের মিউজিক কম্পোজিশন করেছেন হাবিব ওয়াহিদ, কন্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও কণা, অভিনয় করেছেন র‌্যাম্পজগতের মডেলরা। শ্যুটিং হয়েছে এফডিসিসহ ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে। শাকিব খান প্রান-আরএফএল গ্রুপের বেভারেজ পণ্য ‘পাওয়ার’ ড্রিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ আছেন।

সূত্র: দৈনিক কালের কন্ঠ

গল্প গানে পোড়ামন…

image_42627

সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার তৃতীয় চলচ্চিত্র ‘পোড়ামন’।প্রথম দুই চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’ এবং ‘অন্যরকম ভালোবাসা’র মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র জগতে গল্প, গান ও লোকেশনের প্রতি তাদের গুরুত্বকে প্রকাশ করেছেন। তৃতীয় ছবিতে গল্প-লোকেশন-কলাকুশলী বদলে গিয়ে হাজির হয়েছেন রোমান্টিক ব্যাবসাসফল ছবির নির্মাতা জাকির হোসেন রাজু। গল্প লিখেছেন রুদ্র মাহফুজ, নায়ক চরিত্রে অভিনয় করেছেন ‘জ্বী হুজুর’ সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া সায়মন সাদিক, নায়িকা চরিত্রে মাহিয়া মাহি। Continue reading