এগিয়ে যাচ্ছেন মাহি

60085_e4প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’-এ খামখেয়ালি স্বাধীনচেতা  মেয়ের চরিত্রে, দ্বিতীয় ছবি ‘অন্যরকম ভালোবাসা’য় একটু অন্যরকম এবং আর সদ্যমুক্তি পাওয়া ‘পোড়ামন’ ছবিতে গ্রামের মেয়ে পরী।

একেকবার একেকরূপে দর্শকদের মুগ্ধ করলেন মাহি

সফল তিন ছবির মাধ্যমে তিনি হয়ে উঠেছেন আলোচিত ও নির্ভরযোগ্য নাম। তাই নতুন ছবি নির্মাণের ক্ষেত্রে মাহিকেই প্রথম পছন্দের তালিকায় রাখছেন নির্মাতারা।

বর্তমানে তার হাতে রয়েছে অগ্নি, জানেমান, নেশা এবং দবির সাহেবের সংসার। এগুলোর কাজ কিছুটা গুছিয়ে নিয়েই নতুন ছবির কাজে হাত দেবেন।

চলতি সপ্তাহেই শুটিং করতে ‘অগ্নি’ ছবি শ্যুটিংয়ে ব্যাংকক যাচ্ছেন তিনি। সেখানে প্রায় দেড় মাস থাকবেন।

সর্বশেষ খবর হলো, সামনের ঈদে মুক্তি পাবে  ‘ভালোবাসা আজকাল’। পি এ কাজল পরিচালিত এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

সুত্র: মানবজমিন

কেয়া-র সময় ভালো যাচ্ছে না

59961_e1কেয়া চলচ্চিত্রে কাজ করছেন বেশ ক’বছর হয়ে গেল। কিন্তু এরমধ্যে ক্যারিয়ার গুছিয়ে নিতে পারেন নি। এই নিয়ে তার মন খারাপেরও শেষ নেই।

দেখা যাক কেয়ার সর্বশেষ অবস্থা-

সর্বশেষ কাজ করেছেন পল্লী মালেকের পরিচালনায় ‘ওয়ান ফোর থ্রি’ ছবিটিতে। কিন্তু সম্প্রতি  প্রযোজক তানভীর খালেদ  গ্রেপ্তার হওয়ায় ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে সম্পূর্ণ শেষ হলেও অজানা কারণে মুক্তি পাচ্ছে না ‘প্রেমিক নাম্বার ওয়ান’।  রকিবুল আলম রাকিবের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন শাকিব খান

আরো খারাপ খবর হলো মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘আত্মঘাতক’ মুক্তির দু’দিনের মাথায় ছিটকে পড়ে যায়। ছবিটি পরিচালনা করেছেন পলাশ পারভেজ।

বর্তমানে শুধুই দিন গুনছেন  রাজ্জাকের পরিচালনায় ‘আয়না কাহিনী’ ছবিটি মুক্তির জন্য। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি ঈদে মুক্তি পাবার কথা রয়েছে।

আশার কথা হলো  নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রকিবুল আলম রাকিবের পরিচালনায় নাম ঠিক না হওয়া ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন জায়েদ খান।

বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়ে প্রশংসা কুড়ালেও সম্প্রতি সরিষার তেলের একটি বিজ্ঞাপনে অভিনয় করে অশ্লীলতার অভিযোগে বেশ সমালোচিত হয়েছেন তিনি।  বিজ্ঞাপনটি প্রচারের কিছু সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়।

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ফিম ফেস ওয়াশের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন কাজী ইলিয়াস কল্লোল।

দেখা যাক চলচ্চিত্র ও বিজ্ঞাপন মিলে কেয়ার ক্যারিয়ার কোন দিকে যায়।

সুত্র: মানবজমিন

ডিপজল ফিরছেন কবে

image_247_44642ডিপজল বলছেন তিনি চলচ্চিত্রে আবার ফিরছেন। কিন্তু কখন কিভাবে ফিরছেন কেউ জানে না। এমনকি নির্মাণাধীন একটি ও সেন্সর বোর্ডে আটকে থাকা একটি ছবিও নিয়ে তার কোন উদ্যোগ নাই।

সম্প্রতি তাকে নিয়মিত দেখা যাচ্ছে মাই টিভি-র ‘প্রেক্ষাগৃহ পূর্ণ’ অনুষ্ঠানে। নিজস্ব স্টাইলে উপস্থাপনা করে অনুষ্ঠানটিকে বেশ আলোচিত করে তুলেছেন। ডিপজলের ডাকে সাড়া দিয়ে নামি দামী চলচ্চিত্র ব্যক্তিত্বরা ‘প্রেক্ষাগৃহ পূর্ণ’ অনুষ্ঠানে আসছেন। চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কথা বলছেন।

সবাই জানতে চান তিনি কেন চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন। উত্তরে সবাইকে একই কথা বলেন, ফিরে আসছি।

তার প্রযোজিত ও অভিনীত এবং এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ ছবিটি শেষ হচ্ছে না অজানা কারণে।  সামান্য কিছু কাজের জন্য এক বছর ধরে আটকে আছে। আরেক ছবি এফ আই মানিক পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ দীর্ঘদিন ধরে আটকে আছে সেন্সর বোর্ডে। ছবিটিকে মুক্ত করার কোন উদ্যোগ নেই।

চলচ্চিত্রে ডিপজলের আগমন ঘটেছিল প্রথমে প্রদর্শক, তারপর নায়ক হিসেবে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘টাকার পাহাড়’ তার অভিনীত প্রথম ছবি। এরপর  অভিনয় করেন আবিদ হাসান বাদল পরিচালিত ‘হাবিলদার’ ছবিতে। তারপর অনেক দিন নিরবতা।

নব্বই দশকের শেষের দিকে পরিচালক কাজী হায়াৎ ‘তেজী’ ছবিতে তাকে ভিলেন চরিত্রে উপস্থাপন করেন। ভিলেন হিসেবে ডিপজল অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যান। অনেক দিন নীরব থাকার পর ২০০৪ সালে নিজেকে নায়ক বানিয়ে নতুনরূপে আত্মপ্রকাশ করেন এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ দিয়ে। পরবর্তীতে ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘পিতার আসন’, ‘কাজের মানুষ’, ‘মায়ের চোখ’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘রিকশাওয়ালার ছেলে’ ইত্যাদি ছবির মাধ্যমে জনপ্রিয়তার দিক দিয়ে ছাড়িয়ে যান সবাইকে।

দর্শক, প্রদর্শক, প্রযোজক, পরিচালকসহ পুরো চলচ্চিত্র শিল্পের মানুষের ভালবাসায় সিক্ত ডিপজল হঠাৎ করেই সিনেমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আটকে যায় তার ছবির কাজ। সবার সঙ্গে বন্ধ হয়ে যায় যোগাযোগ।

সুত্র: মানবজমিন

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ঝন্টুর উদ্যোগে

59778_e4সাভারের রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অনুষ্ঠান করছেনবিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা।

আগামী ৪ঠা জুলাই সন্ধ্যায় বসুন্ধরা সিটির ১৪ তলায় অডিটোরিয়ামে একটি তারকাবহুল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন  সংস্থার চেয়ারম্যান দেলোয়ার জাহান ঝন্টু।

ওইদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীত জগতের নামিদামী শিল্পীরা এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ অনুষ্ঠান থেকে অর্জিত সব অর্থ রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে।

মানবিক বিষয়টিকে গুরুত্ব দিয়ে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য চলচ্চিত্র ও সংগীত শিল্পীদের নিয়ে প্রাণপণ চেষ্টা করছেন বলে পঞ্চাশের অধিক  ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু জানিয়েছেন।

অনুষ্ঠানটির জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে।

সুত্র: মানবজমিন

অনিশ্চিত ৩০ ছবি

indexপ্রতিদিন আমরা কত ছবি নির্মাণের কথাই তো শুনি। এরমধ্যে ক’টা পর্দার মুখ দেখে। এমনও আছে সব কাজ শেষ অজানা কারণে বছরের পর বছর মুক্তি পাচ্ছে না।

মুক্তি অনিশ্চিত কয়েকটি চলচ্চিত্রের নাম শুনা যাক এবার-

দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে এফ আই মানিক পরিচালিত ও ডিপজল অভিনীত-প্রযোজিত ‘এ দেশ তোমার আমার’, কামরুজ্জামান কাজল প্রযোজিত ও আমিন খান-পপি অভিনীত ‘আদরের ভাই’, কামরুজ্জামান কামু পরিচালিত ‘দি ডিরেক্টর’, নাজমুল করিম নির্ঝর পরিচালিত ‘নমুনা’ এবং সাজেদুর রহমান সাজু পরিচালিত ‘অন্তরে প্রেমের আগুন’। Continue reading

পর্দায় নেই পপি

59652_e6তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী পপিকে চলতি বছরে পর্দায় একবারও দেখা যায় নি। আগামী দুই মাসেও দেখা যাবার সম্ভাবনা নেই।

পর্দায় এই অনুপস্থিতিকে পপি স্বাভাবিক বলেই মনে করেন।

পপির মতে, এক সময় অনেক ছবিতে কাজ করলেও এখন মানানসই স্ক্রিপ্ট ও অন্যান্য বিষয় পছন্দ না হওয়ায় কাজ করছেন না। এছাড়া ছবি নির্মাণও আগের তুলনায় কমে গেছে।

এই অভিনেত্রীর মুক্তির মিছিলে থাকা ছবিগুলো হলো নারগিস আক্তারের ‘শর্টকাটে বড়লোক’ ও ‘পৌষ মাসের পিরিতি’, জাহিদ হোসেনের ‘লীলামন্থন’, সাদ্দাম হোসেনের ‘বিয়ে হলো বাসর হলো না’ এবং কামরুজ্জামান কাজলের ‘আদরের ভাই’। এছাড়াও কামরুজ্জামান বামু পরিচালিত‘দি ডিরেক্টর’ আটকে আছে সেন্সর বোর্ডে।

সুত্র: মানবজমিন

চলচ্চিত্রের দিন ফিরছে

1.jpg_2203.1এ বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সম্পর্কে চলচ্চিত্র সংগঠন ও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ বলছে শতকরা ৮০ ভাগই ব্যবসা সফল হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে  অন্যরকম ভালোবাসা, দেহরক্ষী, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, জটিল প্রেম, নিষ্পাপ মুন্না, রোমিও ২০১৩ ও পোড়ামন।

বুকিং এজেন্ট সূত্রে জানা গেছে, এসব চলচ্চিত্রের সর্বনিম্ন টেবিল কালেকশন ছিল ৫০ লাখ টাকা। অন্যদিকে ওপেনিং কালেকশনের গড় হার শতকরা ৮০ ভাগের নিচে নয়। প্রদর্শক সমিতি বলছে, প্রেক্ষাগৃহ ও নির্মাণ ভিজিটাল প্রযুক্তিতে আসায় এ সুফল পাওয়া যাচ্ছে। তবে কমপক্ষে দুইশত প্রেক্ষাগৃহ ডিজিটাল করা গেলে দেশীয় চলচ্চিত্রের বাজার পুরোপুরি চাঙ্গা হয়ে উঠবে।

ডিজিটাল প্রজেক্টের ঝকঝকে ছবি এবং নিখুঁত শব্দে দর্শক প্রেক্ষাগৃহে এসে চলচ্চিত্র দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে।

তবে এর বিপরীত প্রতিক্রিয়া নেই, এমন নয়। কোন কোন প্রেক্ষাগৃহে ডিজিটাল সিনেমা প্রজেক্টর স্থাপনের পরিবর্তে ভিডিও প্রজেক্টর স্থাপন করা হয়েছে। এতে ডিজিটাল প্রযুক্তির চলচ্চিত্রে যে ঝকঝকে ছবি ও নিখুঁত শব্দ থাকার কথা তা পাওয়া যাচ্ছে না।  এই প্রযুক্তিতে নির্মাণ ব্যয় কমে যাওয়ায় অনেকে চলচ্চিত্রের নামে টেলিছবি প্রদর্শন করছে। এছাড়া, রেড ক্যামেরায় শুট করে ডিজিটাল প্রজেক্টরে প্রদর্শন করার নাম ডিজিটাল চলচ্চিত্র নয়।

চলচ্চিত্র নির্মাণে নির্মাতাদের মধ্যে নির্মাণ আগ্রহ বাড়ছে। এর প্রমাণ চলতি বছর এ পর্যন্ত এফডিসিতে প্রায় ১১৫টি চলচ্চিত্র নির্মাণের জন্য তালিকাভুক্ত হয়েছে। অথচ এর আগের কয়েক বছরের এ সংখ্যা ছিল পুরো বছরে ১০০’র বেশি নয়।

এদিকে গতকাল মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রেম প্রেম পাগলামী’র ওপেনিং কালেকশনের গড় হার ছিল ৮০ শতাংশ। বুঝা যাচ্ছে নতুন শিল্পীরা এই জোয়ারে ভূমিকা রাখছেন।

সবমিলিয়ে চলচ্চিত্রে আবার সুবাতাস বইতে শুরু করেছে।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

নতুন তারকার সন্ধানে ‘ফিল্ম স্টার সার্চ’

59243_e3অন্তর শোবিজ, এফডিসি এবং এটিএন বাংলা যৌথভাবে নতুন নায়ক-নায়িকা, খল নায়ক, কৌতুকাভিনেতা উপহার দেয়ার লক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট শো ‘নতুন মুখের সন্ধানে-ফিল্ম স্টার সার্চ’।

চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক বাজারে এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যেই এই যৌথ প্রয়াস বলে সম্প্রতি আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন।

সেপ্টেম্বর-নভেম্বর নাগাদ এ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব শুরু হবে। ‘তারকা যুদ্ধের জন্য তৈরি হও’ স্লোগানের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদের এসএমএস-এর মাধ্যমে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।

এই রিয়েলিটি শো’র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছেন জি-বাংলার একাধিক সুপাহিট রিয়েলিটি শো’র নির্মাতা শুভঙ্কর চট্টোপাধ্যায়। সমপ্রতি কলকাতায়  অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরীর সঙ্গে শুভঙ্কর চট্টোপাধ্যায়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়।

স্বপন চৌধুরীর জানান, বাংলাদেশের ৬৪ জেলা থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে সেরা ১০ আসবেন গ্র্যান্ড ফিনালেতে। আর এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে দুবাইয়ের শারজাহ স্টেডিয়ামে।

সুত্র: মানবজমিন

অভিনেতা পরিচয়ে থাকতে চান অমিত

image_1279_357901একের পর এক চলচ্চিত্রে ভিলেন চরিত্রে অভিনয় করছেন অমিত হাসান। তারপরও নিজেকে ভিলেন ভাবতে অসহ্য লাগে তার। বরং, অভিনেতা পরিচয়ে স্বাচ্ছদ্য বোধ করেন।

নব্বইয়ের দশকে নতুন মুখের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা এই তারকা চলচ্চিত্রের হাজারো উত্থান-পতনের সঙ্গী। কিন্তু একই অবস্থানে ধরে রেখেছেন নিজেকে।  কখনো একক নায়ক হিসেবে পর্দা কাঁপিয়েছেন আবার কখনো প্যারালাল চরিত্রে অন্য নায়কদের সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু প্রতিবারই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

আগের তিনটি জেনারেশন পার করে অমিত হাসান এখন কাজ করছেন চতুর্থ জেনারেশনের সঙ্গে কাজ করছেন। আর এই জেনারেশনের প্রতিনিধিত্ব করতে চলেছেন বাপ্পী, সাইমন, আরেফিন শুভরা। প্রত্যেকের সঙ্গেই কাজ করছেন অমিত হাসান। অভিজ্ঞতটাও হচ্ছে দারুণ।

সম্প্রতি প্রথাগত নায়কের বাইরে অভিনয় করে শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ ও ‘অন্য রকম ভালোবাসা‘ ছবি দুটিতে অমিতের অভিনয় সমালোচকদেরও নজর কেড়েছে।

 কাল মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘প্রেম প্রেম পাগলামী‘। সাফি উদ্দীন সাফি পরিচালিত ছবিটিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি নতুন কিছু ছবির কাজ শুরু করেছেন অমিত হাসান। এর মধ্যে অন্যতম মনতাজুর রহমান আকবরের ‘ভালোবেসে দিওয়ানা’ ছবিটা।  এই ছবিতে তিনি গ্রামের চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে তার ট্রেন্ড অনুয়ায়ী স্বভাবতই চরিত্রটি নেতিবাচক।

সুত্র: কালের কন্ঠ

চলচ্চিত্র থেকে ছুটি নিলেন মীম

Mimঈদের নাটকে অভিনয়ের জন্য চলচ্চিত্র থেকে এক থেকে দেড় মাসের ছুটি নিলেন বিদ্যা সিনহা মীম। এই সময়ের মধ্যে তিনি ২০-২৫টি নাটকে অভিনয় করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ছুটি নেয়ার আগে খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন মীম। কাজ চলছে এমন চলচ্চিত্রের মধ্যে রয়েছে তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল‘ এবং রিপন মিয়ার ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’।

মীমের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আমার আছে জল’ এবং ‘আমার প্রাণের প্রিয়া‘।

সূত্র: মানবজমিন