সৈকত নাসির পরিচালিত প্রথম সিনেমা ‘দেশা দ্য লিডার’ মুক্তি পায় ২০১৪ সালের ডিসেম্বরে। ব্যবসায়িকভাবে সফল না হলেও সিনেমাটি বেশ প্রশংসিত হয়। এর পরপরই নতুন সিনেমা ‘পুলিশগিরি’র ঘোষণা দেন। কিন্তু বছর গড়ালেও সিনেমাটির দৃশ্যায়ন শুরু হয়নি। বার বার পাল্টেছে দৃশ্যপট।
প্রথম বলা হয়েছিল ‘দেশা’ জুটিকে নিয়ে নির্মিত হবে সিনেমাটি। পরে তা আর থাকেনি। শোনা যায় কলকাতার নায়কের গুজবের। মাস খানেক আগে শোনা গেল সিনেমাটিতে চূড়ান্ত হয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।
এ দিকে বদলেও গেছে নাম। ‘পুলিশগিরি’ নয়, ‘দাবানল’ নামেই নির্মিত হবে সিনেমাটি। এই নামেই নিবন্ধন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে শুটিং শুরু হবে ১০ নভেম্বর।
সব চূড়ান্ত হলেও নতুন ঝামেলা তৈরি হয়েছে নায়িকা নিয়ে। কয়েকদিন আগে কলকাতা টাইমসের এক খবরে জানা যায় নুসরাত ফারিয়া বলিউডে অভিনয় করতে চলেছেন। সে সিনেমার কাজ শুরু হবে অক্টোবরে। তাহলে ‘দাবানল’র কাস্টিংয়ে আসবে পরিবর্তন।
অবশ্য এ জন্য পরিচালক হাল ছাড়তে রাজি নন। তিনি সংবাদমাধ্যমে জানান, নির্ধারিত সময়েই ‘দাবানল’র শুটিং শুরু হবে। দরকার নায়িকা বদল হবে।