পোড়ামন নিয়ে হতাশ মিলন

2013-06-09-06-35-29-51b42231dfabb-poramon-bilboard-1

পোড়ামন‘ ছবির মুক্তির আগে হতাশা ব্যক্ত করেছেন আনিসুর রহমান মিলন। দেহরক্ষী মুক্তির আগে বেশ উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু এ ছবি সম্পর্কে তেমন কিছু বলছেন না। আগামী ১৪ জুন ছবিটি মুক্তি পাবে।

ছবির অন্যতম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করলেও শ্যুটিং থেকে শুরু করে মুক্তির আগমুহুর্ত পর্যন্ত সব ধরনের কাজে একপ্রকার উপেক্ষিত থাকায় তার অভিনয় জীবনের সবচে বেশী হতাশ বলে জানিয়েছেন তিনি।

পোড়ামন চলচ্চিত্রে মিলনের চরিত্র একজন পুলিশ কর্মকর্তার। ছবির তিন প্রধান  চরিত্রের একজন হলেও পোস্টার থেকে শুরু করে সব ধরনের প্রচারনায় ‘গুরুত্বহীন’ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন মিলন। দেহরক্ষী মুক্তিপর পর আরও চারজন নতুন নির্মাতার সাথে কাজ করার কথা জানিয়েছেন মিলন। এ চারজন হলেন মুশফিকুর রহমান গুলজার, চন্দন চৌধুরী, ইফতেখার চৌধুরী এবং শাহীন কবির টুটুল।

সুত্র: প্রথম আলো

ডিপজল এখন

image_247_44642জনপ্রিয় অভিনেতা ডিপজল দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত। ভিলেন চরিত্রে দীর্ঘদিন অভিনয়ের পর হঠাৎ নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ডিপজল, সাফল্যও পেয়ে যান দ্রুত। কিন্তু নায়ক হিসেবে আবির্ভাবের মতই হঠাৎ করে অভিনয় থেকে সরে গিয়েছেন তিনি।

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতা হওয়ার পর বেশ কিছু বিতর্কের জন্ম দেন ডিপজল। এই ক্ষোভ আর অভিমান থেকেই দূরে আছেন। বাসা আর ফুলবাড়িয়ায় ফাহিম স্টুডিওর অফিসে সময় কাটাচ্ছেন এখন।

নায়কের সঙ্কটকালীন এই সময়ে এরকম একজন অভিনেতা দূরে সরে থাকা ইন্ডাস্ট্রিকেই ক্ষতিগ্রস্থ করছে বলে মনে করছেন সকলে।

সুত্র: মানবজমিন

আবারো চলচ্চিত্রের গানে আনুশেহ

image_505_70493আবারো প্লে-ব্যাক করতে যাচ্ছেন শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল।

তিনি হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দেবেন। গানটির সুর-সঙ্গীত করবেন বাপ্পা মজুমদার। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। আনুশেহর সঙ্গে গানটিতে কণ্ঠ দেবেন পান্থ কানাই

চলতি সপ্তাহেই আমার স্টুডিওতে গানটি রেকর্ডিং হবে।

জানা গেছে, আগামী মাসের মধ্যেই ‘সত্তা’ ছবির গানের অ্যালবামটি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তবে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটি প্রকাশ হবে তার এখনও চূড়ান্ত হয়নি।

আনুশেহ আনাদিল এর আগেও প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের ‘অন্তর্যাত্রা’ ছবিতে প্লে-ব্যাক করেছেন। এ ছবিতে তিনি অভিনয়ও করেন। বর্তমানে তিনি তার ‘রাই’ অ্যালবামের মিউজিক ভিডিও নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সুত্র: যায় যায় দিন

‘কানামাছি’-তে চঞ্চল চৌধুরী

2013-06-08-17-13-38-51b36642d244b-untitled-22তৌকীর আহমেদের রূপকথার গল্প, গিয়াসউদ্দিন সেলিমেমনপুরা, গৌতম ঘোষের মনের মানুষ আর মোস্তফা সরয়ার ফারুকীটেলিভিশন—এই চারটি ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী

এবার তিনি অভিনয় করবেন তাঁর পাঁচ নম্বর চলচ্চিত্রে।

ছবির নাম কানামাছি। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালকের কাছ থেকে জানা গেছে, এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের ব্যাপারে চঞ্চলের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন ছবির নায়িকাসহ অন্য চরিত্রগুলোর ব্যাপারে আলোচনা হচ্ছে।

কানামাছি ছবির শুটিং শুরু হবে ২০ সেপ্টেম্বর। শুরুতে শুটিং হবে এফডিসিতে। এরপর হবে সিলেট, বান্দরবান ও কক্সবাজারে।

কানামাছি ছবিতে গান থাকছে সাতটি। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরেফিন রুমি

সুত্র: প্রথম আলো

মিশা এগিয়ে চলেছেন

2013-06-07-16-28-46-51b20a3e47cff-10মিশা সওদাগর। যার রেকর্ডে আছে আটশয়ের মতো ছবি। বাংলা ভাই, ঢাকাইয়া মাস্তান, লাল চোখ…সব মিলিয়ে প্রায় পঞ্চাশের অধিক খলনায়ক-প্রধান চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই শুক্রবার ঢাকাসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি রোমিও ২০১৩

জসিম, সালমান শাহ, মান্না থেকে ইমন, আরেফিন শুভ, বাপ্পী পর্যন্ত ২০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। সম্প্রতি তিনি বলেন, এমন কোনো নায়ক বোধ হয় নেই, যাঁর সঙ্গে আমি অভিনয় করিনি। এত বছরে একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এখন পর্দায় শুধু নায়কের উপস্থিতি না, আমার উপস্থিতিতেও দর্শক তালি দেয়। বলে ‘ওই যে, মিশা আসছে!’

তিনি খলচরিত্রের স্বাধীনতা দারুনভাবে উপভোগ করেন। তার মতে, খলনায়কের চরিত্র অনেক স্বাধীন। একজন নায়কের অনেক রকম বিধিনিষেধ থাকে। সুন্দর করে কথা বলতে হবে, দু-চারটা প্রেমের সংলাপ বলতে হবে। সে ক্ষেত্রে খলচরিত্রে নিজেকে তৈরি করা যায় স্বাধীনভাবে, নিজের ইচ্ছামতো।

তার জন্য কঠিন ছিল ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির চরিত্রটি। তিনি বলেন, আমার চরিত্র একজন সৎ পুলিশ অফিসারের। যে নিজের বোনকে খুব ভালোবাসে। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার মাথায় বাজ! দীর্ঘদিন খলচরিত্র করছি। এই চরিত্রটা অন্য রকম। জোরে কথা বলা যাবে না, বোনের মাথায় তেল দিয়ে দিতে হবে, স্কুলের জন্য রেডি করাতে হবে। অনেক ভেবেচিন্তে চরিত্রটা করেছি।

খলনায়কের চরিত্রে অভিনয় করলেও তার সামনে চ্যালেঞ্জ কম নয়। তিনি অনেককে নিয়ে আশাবাদী হয়ে বলেন, শহীদুজ্জামান সেলিম, মিলন, শতাব্দী ওয়াদুদ, শাহরিয়ার জয়…অনেকেই কিন্তু এখন নায়ক থেকে খলনায়কের চরিত্রে অভিনয় করছে। একসময় যেটা বাংলা চলচ্চিত্রে দেখা যায়নি। আমরা সে অবস্থান তৈরি করেছি।

সুত্র: প্রথম আলো

চলচ্চিত্র ছেড়েছেন ডলি জহুর

image_504_70314খ্যাতিমান অভিনেত্রী ডলি জহুরকে চলচ্চিত্রে দেখা যাবে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন।

‘দীর্ঘদিন ‘ নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না’ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- আমি প্রায়ই চলচ্চিত্রের প্রস্তাব পাচ্ছি। কিন্তু সবিনয়ে তা ফিরিয়ে দিচ্ছি। কারণ গত বছর হজে গিয়ে চলচ্চিত্রে অভিনয় না করার প্রতিজ্ঞা করেছি। তাই বলা চলে, চলচ্চিত্র থেকে একপ্রকার বিদায় নিয়েছি।

তবে তিনি নিয়মিত টেলিভিশনে অভিনয় করছেন।

সুত্র: যায় যায় দিন

 

গুরুত্বহীন চরিত্রে দেখানোর হুমকি

image_46914পরবাসিনীমেহজাবিনের প্রথম চলচ্চিত্র কিনা এবার এই বির্তকে এবার মুখ খুললেন ছবিটির পরিচালক স্বপন আহমেদ। তিনি মেহজাবিনকে তার চলচ্চিত্রে গুরুত্বহীন চরিত্রে দেখানোর হুমকি দিলেন।

সম্প্রতি চ্যানেল আইয়ের একগুচ্ছ ‘বুটিক সিনেমা’ নামের ক্যাম্পেইনে মেহজাবিন তার চলচ্চিত্র ক্যারিয়ার প্রসঙ্গে মন্তব্য করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্রই তার জীবনের প্রথম চলচ্চিত্র।

এ বিষয়ে ‘পরবাসিনী’র পরিচালক স্বপন আহমেদ বলেন,  ‘পরবাসিনী’তে মেহজাবিন অভিনয় করেছে এটা সবারই জানা। তবে আমি নিজেও ওর এ ধরনের আচরণে কষ্ট পেয়েছি। আর এভাবে ভুল ও বিভ্রান্তিকর স্টেটমেন্ট দিলে হয়তো আমার ‘পরবাসিনী’ চলচ্চিত্রে দেখা যাবে মেহজাবিন চতুর্থ কোনো অগুরুত্বপূর্ণ চরিত্রের কোনো এলিয়েন হিসেবে। এক পরিচালকের ছবি হাতে নিয়েই অন্য পরিচালকের কাজকে অস্বীকার ও ভ্রান্ত তথ্য দেওয়া, মোটেই শুভকর নয়। আমি এ নিয়ে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সমিতিতেও একটি লিখিত প্রতিবাদ জানাব’।

সুত্র: দৈনিক ইত্তেফাক

‘পপি’র আমি ভালোবাসিনি ও চার অক্ষরের ভালোবাসা

Popiসময় থাকলে আর ভালো গল্প পেলে তবেই পপি অভিনয় করেন ছোট পর্দায়। তাও আবার বছরে হাতে গোনা দু-একটি।

এরই মধ্যে রোজার ঈদের ‘আমি ভালোবাসিনি’ টেলিছবিতে কাজ করার ব্যাপারে পরিচালক হিমেল আশরাফের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে তাঁর।  লিখেছেন ফারুক হোসেন। টেলিছবিটি প্রচারিত হবে ঈদে বাংলাভিশনে।

আমি ভালোবাসিনি টেলিছবিতে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। আগামী ১৬ জুন থেকে এর শুটিং হবে।

এর আগে তিনি অভিনয় করেছিলেন গোধূলির দেখা আলো নাটকে। পরিচালক ছিলেন মেজবাহ শিকদার।

পপি এখন অভিনয় করছেন চার অক্ষরের ভালোবাসা ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে আরও আছেন ফেরদৌসনিরব

সুত্র: প্রথম আলো

মীমের হালচাল

mimলাক্স সুন্দরী বিদ্যা সিনহা সাহা মীম মিডিয়ায় যাত্রা শুরু করেন ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে।  হুমায়ূন আহমেদের পরিচালনায় এ ছবিতে জাহিদ হাসান ও ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। Continue reading

প্লেব্যাকে ফিরছেন মিলা

image_milaদীর্ঘদিন থেকেই চলচ্চিত্র কিংবা অ্যালবামের গানে নেই পপতারকা মিলা। তার চতুর্থ একক অ্যালবামটিও প্রায় আড়াই বছর ধরে আটকে রয়েছে। প্রায় দুই বছর আগে তিনি সর্বশেষ চলচ্চিত্রে প্লেব্যাক করেছিলেন। তবে খুব শিগগিরই আবার প্লেব্যাকে ফিরতে যাচ্ছেন তিনি।

বাপ্পা মজুমদারের সুর-সঙ্গীতে কিছু দিনের মধ্যেই ‘সত্তা’ ছবির গানে তার কণ্ঠ দেয়ার কথা রয়েছে। এ ছবির কাহিনী, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল। গানের কথা লিখেছেন শাহান কাবন্ধ।

২০১০ সালে বাপ্পার সঙ্গে সর্বশেষ ‘বেইলি রোড’ ছবিতে গান করেছিলেন মিলা। সে সময় গানটি বেশ জনপ্রিয় হয়েছিল।

সুত্র: যায় যায় দিন