পর্দায় নেই পপি

59652_e6তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী পপিকে চলতি বছরে পর্দায় একবারও দেখা যায় নি। আগামী দুই মাসেও দেখা যাবার সম্ভাবনা নেই।

পর্দায় এই অনুপস্থিতিকে পপি স্বাভাবিক বলেই মনে করেন।

পপির মতে, এক সময় অনেক ছবিতে কাজ করলেও এখন মানানসই স্ক্রিপ্ট ও অন্যান্য বিষয় পছন্দ না হওয়ায় কাজ করছেন না। এছাড়া ছবি নির্মাণও আগের তুলনায় কমে গেছে।

এই অভিনেত্রীর মুক্তির মিছিলে থাকা ছবিগুলো হলো নারগিস আক্তারের ‘শর্টকাটে বড়লোক’ ও ‘পৌষ মাসের পিরিতি’, জাহিদ হোসেনের ‘লীলামন্থন’, সাদ্দাম হোসেনের ‘বিয়ে হলো বাসর হলো না’ এবং কামরুজ্জামান কাজলের ‘আদরের ভাই’। এছাড়াও কামরুজ্জামান বামু পরিচালিত‘দি ডিরেক্টর’ আটকে আছে সেন্সর বোর্ডে।

সুত্র: মানবজমিন

ঈদের নাটকে পূর্ণিমা

image_517_72402সামনের ঈদে পূর্ণিমার কোন চলচ্চিত্র মুক্তি পাবে কিনা নিশ্চিত হওয়া না গেলেও  বরাবরের মতো টিভি পর্দায় উপস্থিত থাকছেন তিনি।  

 দু-তিনটি নাটকের স্ক্রিপ্টও তার হাতে এসে পৌছেছে। এর মধ্যে ‘ফিলিংস’ নাটকটির শুটিং তিনি আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু করবেন। এটি রচনা এবং পরিচালনা করছেন ওয়াহিদ আনাম। এ নাটকে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চ্যানেল আই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম তারকা ইরফান সাজ্জাদ।

সম্প্রতি জানা গেছে, পূর্ণিমা চলচ্চিত্রের কাজ ছেড়ে দিয়েছেন। তবে মাঝেমধ্যে ছোট পর্দার কাজ করবেন বলে জানিয়েছেন।

পূর্ণিমা সর্বশেষ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি‘ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছবিটি এখন মুক্তির প্রতীক্ষায়। এ ছাড়া পূর্ণিমা অভিনীত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ও ‘টু বি কন্টিনিউড‘ ছবি দুটিও চলতি বছর মুক্তি পাবে বলে জানা গেছে।

সুত্র: যায় যায় দিন

তমার ভাগ্য

59240_e1খুব শিগগিরই তমা অভিনীত ‘তোমার মাঝে আমি’ মুক্তি পাচ্ছে।

এ ছবির মধ্য দিয়ে বহুদিন পর তমা অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে ভীতসন্ত্রস্ত। কারণ, তমা অভিনীত আগের প্রায় সব ছবিই ছিটকে পড়েছে।

তবে তমা বলছেন, একা তাকে দোষ দিলে হবে না। চলচ্চিত্র একটি দলগত কাজ।

তার আবিষ্কারক মূলত শাহিন-সুমন। তারা তমাকে নিজেদের কোন ছবিতে না নিলেও প্রযোজক খোরশেদ আলম তার দুটি ছবিতে তাকে দ্বিতীয় নায়িকা হিসেবে সুযোগ দেন। কিন্তু এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ এবং সোহানুর রহমান সোহান পরিচালিত ‘এক মন এক প্রাণ’ ছবিতে তমা মির্জা দ্বিতীয় নায়িকা হিসেবে নিজেকে প্রমাণ করতে থাকেন।

এরপর করেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ছোট্ট সংসার’ এবং কাজী হায়াৎ পরিচালিত ‘মানিক রতন দুই ভাই’।

কোনটিতেই তমা দর্শক গ্রহণযোগ্যতা পাননি।

নীরব, শাকিব খান, কাজী মারুফ, আমিন খানদের বিপরীতে অভিনয়ে ব্যর্থ হয়ে বর্তমানে নতুন নায়ক আরেফিন শুভর সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যে শ্রীলঙ্কায় ছবির কিছু অংশের শুটিং করে এসেছেন। ছবির নাম ‘মন বোঝে না’। পরিচালনা করছেন শাহাদাত হোসেন লিটন। এছাড়াও নতুন আরও একটি ছবিতে এ জুটি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘তুমি আমার প্রিয়তমা’।

এদিকে, তমা মির্জ্জার ‘সৌভাগ্য’ ছবিটি আটকে আছে অনেকদিন। এফ আই মানিকের পরিচালনায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

মুক্তির প্রতিক্ষায় আছে কাজী হায়াত পরিচালিত ‘ইভটিজিং’ । তমা ও কাজী মারুফ  জুটিকে দেখা যাবে কাজী হায়াৎ-এর কথিত এই শেষ ছবি। দেখা যাক তার ভাগ্যে কি আছে।

সুত্র: মানবজমিন

ছয় ছবির নায়িকা আইরিন

image_1279_357897র‌্যাম্পের আইরিন এখন হাফ ডজন চলচ্চিত্রের নায়িকা। তুমুল ব্যস্ততায় কাটছে তার সময়। ছবিগুলোর কোনোটার শুটিং শেষের দিকে, কোনোটা মাঝপথে, কোনোটা শুরু হয়েছে কেবল।

প্রথম ছবি ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’ থেকে শুরু করে আফসানা মিমির ‘রান’ পেরিয়ে তিনি এখন কণ্ঠে তুলেছেন ‘ভালবাসা জিন্দাবাদ’।

আছে আরো তিনটি ছবি- ফয়সাল রেতদির ‘এ কেমন প্রেমের গল্প’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ এবং গাজীউর-শাহজাহানের ‘সেই তুমি’।

একেকটি ছবিতে ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রতিটি ছবিই আগামী দিনে চলচ্চিত্রে তাঁর একটা পোক্ত অবস্থানের কথা বলছে।

র‌্যাম্প ও মডেলিংয়ে পর কয়েকটি নাটকে উপস্থিত হয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অভিনয়ও জানেন তিনি! তাঁর সেই চেষ্টা সার্থকতার হাত ধরে চলতে শিখবে তখনই, যখন আইরিন হাজির হবেন সিনেমা হলের বড় পর্দায়। সে পর্যন্ত চোখ-কান বুজে ধৈর্য ধরে লেগে আছেন আইরিন।

সুত্র: কালের কন্ঠ

অভিনেতা পরিচয়ে থাকতে চান অমিত

image_1279_357901একের পর এক চলচ্চিত্রে ভিলেন চরিত্রে অভিনয় করছেন অমিত হাসান। তারপরও নিজেকে ভিলেন ভাবতে অসহ্য লাগে তার। বরং, অভিনেতা পরিচয়ে স্বাচ্ছদ্য বোধ করেন।

নব্বইয়ের দশকে নতুন মুখের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা এই তারকা চলচ্চিত্রের হাজারো উত্থান-পতনের সঙ্গী। কিন্তু একই অবস্থানে ধরে রেখেছেন নিজেকে।  কখনো একক নায়ক হিসেবে পর্দা কাঁপিয়েছেন আবার কখনো প্যারালাল চরিত্রে অন্য নায়কদের সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু প্রতিবারই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

আগের তিনটি জেনারেশন পার করে অমিত হাসান এখন কাজ করছেন চতুর্থ জেনারেশনের সঙ্গে কাজ করছেন। আর এই জেনারেশনের প্রতিনিধিত্ব করতে চলেছেন বাপ্পী, সাইমন, আরেফিন শুভরা। প্রত্যেকের সঙ্গেই কাজ করছেন অমিত হাসান। অভিজ্ঞতটাও হচ্ছে দারুণ।

সম্প্রতি প্রথাগত নায়কের বাইরে অভিনয় করে শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ ও ‘অন্য রকম ভালোবাসা‘ ছবি দুটিতে অমিতের অভিনয় সমালোচকদেরও নজর কেড়েছে।

 কাল মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘প্রেম প্রেম পাগলামী‘। সাফি উদ্দীন সাফি পরিচালিত ছবিটিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি নতুন কিছু ছবির কাজ শুরু করেছেন অমিত হাসান। এর মধ্যে অন্যতম মনতাজুর রহমান আকবরের ‘ভালোবেসে দিওয়ানা’ ছবিটা।  এই ছবিতে তিনি গ্রামের চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে তার ট্রেন্ড অনুয়ায়ী স্বভাবতই চরিত্রটি নেতিবাচক।

সুত্র: কালের কন্ঠ

এফডিসি ঘুরে গেলেন আনোয়ার হোসেন

59112_e5‘নবাব সিরাজদৌলা’খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন তার দীর্ঘদিনের  কর্মস্থল এফডিসিতে ঘুরে গেলেন গতকাল দুপুরে।

সিনিয়র শিল্পীদের সংগঠন ‘বন্ধন’-এর প্রতিষ্ঠাতা অভি মঈনুদ্দীনের উদ্যোগে এবং আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর সার্বিক সহযোগিতায়  এফডিসি কর্মস্থলে ঘুরে বেড়ান।

এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী নাসিমা আনোয়ার, চিত্রনায়িকা সুচন্দা, বরেণ্য অভিনেত্রী মীরানা জামানসহ চলচ্চিত্র পরিচালক, অভিনেতাসহ আরও অনেকে।

স্মরণীয় মুহূর্তটি দুপুর ১২-৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চ্যানেল আইতে সরাসরি প্রচার হয়।

এ সময় আনোয়ার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেন মীরানা জামান, সুচন্দা, দেলোয়ার জাহান ঝন্টু, মিশা সওদাগর, আবদুল লতিফ বাচ্চু, আবু মুসা দেবুসহ অনেকে।

আনোয়ার হোসেন অভিনীত ছবি ‘নবাব সিরাজউদ্দৌলার সংলাপ উপস্থাপন করেন চিত্রনায়ক সুব্রত।

আনোয়ার হোসেন চেষ্টা করেছেন এফডিসি নিয়ে স্মৃতিচারণ করতে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলেননি তিনি।

সুত্র: মানবজমিন

কানাডায় যেমন কাটছে ববিতার

babitaবাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ববিতা কানাডার ওন্টারিওতে ‘সাধারণ মানুষের’ মতো দিন কাটাচ্ছেন।

ববিতা যেখানে ঢাকার রাস্তায় বের হলে উৎসুক লোকজনের ভিড়ে হাঁটতে পারেন না, সেখানে ওন্টারিওর একটি ভাড়া বাসায় ছেলে অনিক ইসলামের সঙ্গে অনেকটা নির্বিঘ্নেই তার সময় কাটছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে কানাডার প্রভাবশালী দৈনিক টরেন্টো স্টার।

ঢাকায় ববিতা থাকেন গুলশানের বিলাসবহুল এক বাড়িতে। এই বাড়িতে নিজের যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক বেশ কিছু কর্মচারীকে পাশে পান তিনি। অথচ কানাডাতে এখন তাকেই কিনা রান্না পর্যন্ত করতে হচ্ছে!

যদিও ঢাকায় অনেক বিলাসবহুল জীবনযাপন করেন তিনি, তবে কানাডায় সাধারণ জীবনযাপনে বিন্দুমাত্র অভিযোগ নেই তার। বরং ছেলের একেবারে সাধারণ মানুষের মতো কিছুটা সময় কাটাতে পেরে ভীষণ ভালো লাগছে বলেই জানালেন তিনি।

কানাডায় মায়ের সঙ্গে সাধারণ মানুষের মতো সময় কাটাতে পেরে খুশি ছেলে অনিকও।

ববিতার ছেলে অনিক কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে কৃতিত্বের সঙ্গেই গ্রাজুয়েশন শেষ করেছেন। আগামী শনিবার অনুষ্ঠেয় ছেলের কনভোকেশন অনুষ্ঠানে যোগ দিতেই এখন কানাডায় অবস্থান করছেন ববিতা।

সূত্র: সমকাল

বিব্রত শাকিব খান

Shakib Khanমোস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্রে ‘কানামাছি’-তে অভিনয় করছেন শাকিব খান, মীম চঞ্চল চৌধুরী। এটা পুরানো খবর। নতুন খবর হলো এমন প্রচারে বিব্রত হয়েছেন শাকিব খান।

রাজের সাথে সুসম্পর্কের কথা স্বীকার করে শাকিব খান একটি সংবাদমাধ্যমকে জানান, ছবিতে অভিনয়ের বিষয়ে তার সাথে কোন কথাই হয় নি। আগে স্ক্রিপ্ট ও অন্যান্য বিষয়ে আলোচনা, তারপরেই তো অভিনয়ের বিষয়টা আসবে। তিনি জানান, এসব বিষয়ে তার সাথে রাজের কোন কথা হয় নি। তবে দুয়েকটি আড্ডায় এই ছবি নিয়ে কথা হয়েছে। সব মিলিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে শাকিব বিব্রত।

অন্যদিকে রাজও শাকিব খানের সুরে কথা বলছেন।

সূত্র: ইত্তেফাক

গোবিন্দের সঙ্গে অভিনয় করছেন সিমলা

Shimla-Govindসিমলার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রথম ছবিতেই জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। এবার অভিনয় করছেন দেশের বাইরে চলচ্চিত্রে।

এ মাসের ১৩ তারিখ থেকে কলকাতায় ছবি ‘সমাধি’-র শুটিং শুরু করেছেন মুম্বইয়ের জনপ্রিয় নায়ক গোবিন্দের সঙ্গে।

গীত সংগীত প্রোডাকশনের ব্যানারে পিন্টু দাস প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন দীপঙ্কর স্যান্যাল। একই ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় মুখ ফেরদৌস। ২৩শে জুন থেকে ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে।

সূত্র: মানবজমিন

মালয়েশিয়ান চলচ্চিত্রে প্রধান চরিত্র নিরব

Nirobবাংলাদেশী অভিনেতা নিরব প্রথমবারের মত মালয়েশিয়ান চলচ্চিত্রে অভিনয় করছেন, তাও আবার প্রধান চরিত্রে। চলচ্চিত্রের নাম ‘মাঙ্গালা কাউবয়’, পরিচালনা করছেন নেইম উই।

শ্যুটিং শুরু হওয়া চলচ্চিত্রের তার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন মালয়েশিয়ান অভিনেত্রী আতিকা সাহাইমি।

মাঙ্গালা কাউবয় ছবিতে নিরবের চরিত্র একজন কাউবয়ের যিনি জীবন মান উন্নয়নের জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেছেন। তার নায়িকা আতিকা একজন নার্সের চরিত্রে অভিনয় করছেন। ঘটনাক্রমে পরিচয় ঘটে। মাঙ্গালা কাউবয় একটি রোমান্স ও ট্রাজিক গল্পের চলচ্চিত্র।

চলচ্চিত্রটির নাম প্রসঙ্গে নীরব জানান, ‘মাংগালা’ শব্দটি নির্বাচন হয়েছে ‘বাংগালা’ থেকে। অর্থাং মালয়েশিয়ার ‘মা’। আর বাংলাদেশের বাকিটা নিয়ে ‘মাংগালা কাউবয়’ নামটি চূড়ান্ত করেছে প্রযোজক-পরিচালক। চলচ্চিত্রের একটি গান বাংলা ভাষায় রাখারও পরিকল্পনা করছেন প্রযোজক এবং পরিচালক।

নিরব জানিয়েছেন, ছবিতে অভিনয় করতে গিয়ে নানারকম অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। তাদের লাইট, ক্যামেরা, লোকেশন, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ইত্যাদির প্রশংসা করেন তিনি।

চলচ্চিত্রের শ্যুটিং আরও ২৮দিন চলবে। এর আগে  জানা গিয়েছিল, নিরব বাংলাদেশী শ্রমিকের চরিত্রে অভিনয় করবেন।

সূত্র: মানবজমিন