পরিচালক সমিতি ছাড়লেন কাজী হায়াৎ

kazi-hayatখ্যাতনামা চলচ্চিত্রকার কাজী হায়াৎ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছেন। গতকালের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানা যায়।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সমিতির সদস্য হয়ে এ পর্যন্ত ৪৮টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এ দীর্ঘ সময় সমিতির সদস্য হিসেবে গর্ববোধ করতেন। কিন্তু বর্তমানে কার্যকরী পরিষদের কিছু সিদ্ধান্ত এবং কার্যকলাপ তাকে ব্যথিত করেছে। তাই বাধ্য হয়ে সদস্য পদ প্রত্যাহার করেছেন। এতে এই বিষয়ে তাকে কোন প্রশ্ন না করার অনুরোধও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, সম্প্রতি সেন্সর ছাড়পত্র পাওয়া ‘ইভটিজিং‘ হবে তার পরিচালিত শেষ চলচ্চিত্র।

উল্লেখ্য, সদস্য পদ প্রত্যাহারের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন ‘ইভটিজিং’ তার শেষ।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

পরিচালনায় মৌসুমী

image_532_74589চলচ্চিত্রের পর  এবার টেলিছবি পরিচালনায় নাম লেখালেন চিত্রনায়িকা মৌসুমী। টেলিছবিটির নাম ‘চলো বহুদূর’।

চলো বহুদূরের মূল গল্প রচনা করেছেন আবদুর রহমান।

ইতিমধ্যে টেলিছবিটির শুটিং শুরু হয়েছে।

বেশ কয়েক বছর আগে প্রথমবার মৌসুমী ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ শিরোনামের ছবিটি নির্মাণ করেন। এরপর যুগ্মভাবে তিনি ‘মেহেরনিগার’ ছবিটি পরিচালনা করেন।

টেলিছবিটি ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে।

সুত্র: যায় যায় দিন

আজীবন সম্মাননা পেলেন সুজাতা

imagesঅভিনয়শিল্পে আজীবন অবদানের জন্য এটিএন বাংলার পক্ষ থেকে লাইফটাইম এচিভমেন্ট অনার ক্রেস্ট প্রদান করা হয়েছে এককালের সাড়া জাগানো নায়িকা ‘রূপবান’খ্যাত সুজাতা আজিমকে।

টিভি চ্যানেলটির ধারাবাহিক রম্য ম্যাগাজিন কমেডি আওয়ারের পক্ষ থেকে এই সম্মননা প্রদান করা হয় সুজাতাকে।

এই অনুষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এর আগেও অনেক বরেণ্য ব্যক্তিবর্গকে সম্মাননা জানানো হয়েছে।

এই পর্বটি আজ প্রচার হবে রাত ১১টায়। সাঈদ তারেকের পরিকল্পনা গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস।

সুত্র: দৈনিক জনকন্ঠ

 

কোথায় যেন আটকে আছেন শখ

2.jpg_3519_0.2মডেল্ ও অভিনেত্রী শখ চলচ্চিত্রে অভিনয় করেছেন এটা পুরানো খবর। দুটি চলচ্চিত্রের পর যেন থমকে। তিনি নিজেও জানেন না কবে নতুন কোন চলচ্চিত্রে অভিনয় করছেন।
তার প্রথম ছবি ছিল এম বি মানিকের ‘বলো না তুমি আমার’, বিপরীতে ছিলেন শাকিব খান। ছবিটি দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল।
দ্বিতীয় ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’। শখ আশা করছেন এটি আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে।
কিন্তু নতুন ছবি প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে কি অনেক ছবির অফার আসছে প্রতিনিয়ত। কিন্তু গল্প, চরিত্র কোনোটাই পছন্দ হচ্ছে না।

দেড় লাখ টাকা হলেই চলাফেরা করতে পারবেন সাত্তার

60251_e3ফোক ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক সাত্তার এখন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে অসুস্থ। দীর্ঘদিন ধরে তিনি কাটাচ্ছেন এক রকম মানবেতর জীবন। সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য থেরাপি মেশিন কিনতে সাত্তারের প্রয়োজন দেড় লাখ টাকা।

বর্তমান অবস্থা নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাথে কথা বলেন। সেখানে নিয়মিত  তার খোঁজ-খবর রাখার জন্য ধন্যবাদ জানান ফরিদুর রেজা সাগর, মাসুদ পারভেজ, ইলিয়াস কাঞ্চন, শেলী মান্না, সুব্রত, সাদেক সিদ্দিকী ও আতিকুর রহমান চুন্নুকে।

সাত্তার বলেন, অসুস্থ হওয়ার পর ফরিদুর রেজা সাগর আমার চিকিৎসার জন্য অর্থ পাঠিয়েছেন। এখনও তার ‘আনন্দআলো’ পত্রিকা থেকে প্রতি মাসে ১০ হাজার করে টাকা পাচ্ছি। এটা দিয়েই কোনমতে চলে যাচ্ছে দিনকাল।

তিনি আরো জানান কোরিয়ান যে মেশিনটি দিয়ে তিনি থেরাপি নিচ্ছেন এটা কিনতে দেড় লাখ টাকা লাগবে। নিয়মিত থেরাপি নিলে তিনি সুস্থ্য হয়ে উঠবেন।

তিনি আশা করেন, সুস্থ্য হয়ে আবার ক্যামেরার সামনে দাড়াবেন।

আশির দশকের এই জনপ্রিয় নায়কের উল্লেখযোগ্য ছবি হলো- সাত্তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে ‘পাগলী’, ‘রঙ্গীন রূপবান’, ‘রঙ্গীন কাঞ্চনমালা’, ‘ঘর ভাঙা সংসার’, ‘রঙ্গীন রাখালবন্ধু’, ‘রঙ্গীন আলোমতি প্রেমকুমার’, ‘পাতাল বিজয়’, ‘রাজবধূ’, ‘রঙ্গীন সাতভাই চম্পা’, ‘ভিখারীর ছেলে’, ‘মধুমালা মদনকুমার’, ‘বেদকন্যা পঙ্খিরানী’, ‘মোহনবাঁশি’, ‘রঙ্গীন অরুণ বরুণ কিরণ মালা’, ‘জেলের মেয়ে রোশনী’, ‘বনবাসে বেদের মেয়ে জোছনা’, ‘ভালোবাসার যুদ্ধ’, ‘ইজ্জতের লড়াই’, ‘স্বামীহারা সুন্দরী’ এবং ‘চাচ্চু আমার চাচ্চু’ ইত্যাদি।

সুত্র: মানবজমিন

আমার আমি’তে সানী-অমিত

টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান সেলিব্রেটি টক শো  ‘আমার আমি’। এবারের পর্বে হাজির হচ্ছেন জনপ্রিয় নায়ক ওমর সানী ও অমিত হাসান

অনুষ্ঠানে তারা কথা বলেছেন অভিনয়ের বিভিন্ন বিষয়সহ বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনে ২৯ জুন রাত ৯টা ০৫ মিনিটে।

বিজ্ঞাপনে জুটি ইমন-শম্পা

9.jpg_2860_0.9বাজারে নতুন আসা ‘রাজ ফ্যাশন স্যান্ডো গেঞ্জি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন চিত্রনায়ক ইমন ও সুপার হিরোইন শম্পা।
এর আগে একই পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করেন জনপ্রিয় মডেল তারকা নোবেল ও চিত্রনায়িকা নিপুণ
ইমন ও শম্পাকে প্রথমবারের মতো জুটিবদ্ধ করে রাজ ফ্যাশনের এবারের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন বোটানিক এ্যারোমার চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

ডিপজল ফিরছেন কবে

image_247_44642ডিপজল বলছেন তিনি চলচ্চিত্রে আবার ফিরছেন। কিন্তু কখন কিভাবে ফিরছেন কেউ জানে না। এমনকি নির্মাণাধীন একটি ও সেন্সর বোর্ডে আটকে থাকা একটি ছবিও নিয়ে তার কোন উদ্যোগ নাই।

সম্প্রতি তাকে নিয়মিত দেখা যাচ্ছে মাই টিভি-র ‘প্রেক্ষাগৃহ পূর্ণ’ অনুষ্ঠানে। নিজস্ব স্টাইলে উপস্থাপনা করে অনুষ্ঠানটিকে বেশ আলোচিত করে তুলেছেন। ডিপজলের ডাকে সাড়া দিয়ে নামি দামী চলচ্চিত্র ব্যক্তিত্বরা ‘প্রেক্ষাগৃহ পূর্ণ’ অনুষ্ঠানে আসছেন। চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কথা বলছেন।

সবাই জানতে চান তিনি কেন চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন। উত্তরে সবাইকে একই কথা বলেন, ফিরে আসছি।

তার প্রযোজিত ও অভিনীত এবং এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ ছবিটি শেষ হচ্ছে না অজানা কারণে।  সামান্য কিছু কাজের জন্য এক বছর ধরে আটকে আছে। আরেক ছবি এফ আই মানিক পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ দীর্ঘদিন ধরে আটকে আছে সেন্সর বোর্ডে। ছবিটিকে মুক্ত করার কোন উদ্যোগ নেই।

চলচ্চিত্রে ডিপজলের আগমন ঘটেছিল প্রথমে প্রদর্শক, তারপর নায়ক হিসেবে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘টাকার পাহাড়’ তার অভিনীত প্রথম ছবি। এরপর  অভিনয় করেন আবিদ হাসান বাদল পরিচালিত ‘হাবিলদার’ ছবিতে। তারপর অনেক দিন নিরবতা।

নব্বই দশকের শেষের দিকে পরিচালক কাজী হায়াৎ ‘তেজী’ ছবিতে তাকে ভিলেন চরিত্রে উপস্থাপন করেন। ভিলেন হিসেবে ডিপজল অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যান। অনেক দিন নীরব থাকার পর ২০০৪ সালে নিজেকে নায়ক বানিয়ে নতুনরূপে আত্মপ্রকাশ করেন এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ দিয়ে। পরবর্তীতে ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘পিতার আসন’, ‘কাজের মানুষ’, ‘মায়ের চোখ’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘রিকশাওয়ালার ছেলে’ ইত্যাদি ছবির মাধ্যমে জনপ্রিয়তার দিক দিয়ে ছাড়িয়ে যান সবাইকে।

দর্শক, প্রদর্শক, প্রযোজক, পরিচালকসহ পুরো চলচ্চিত্র শিল্পের মানুষের ভালবাসায় সিক্ত ডিপজল হঠাৎ করেই সিনেমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আটকে যায় তার ছবির কাজ। সবার সঙ্গে বন্ধ হয়ে যায় যোগাযোগ।

সুত্র: মানবজমিন

নতুন বিজ্ঞাপনে বর্ষা

2.jpg_2513_0.2ফোন কোম্পানির বিজ্ঞাপনের পর অনেক দিন নতুন কোন বিজ্ঞাপনে দেখা যায় নি অভিনেত্রী বর্ষাকে

সম্প্রতি একটি ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে মডেল হলেন তিনি। এতে দেখা যাবে মারকুটে বর্ষা একাই কয়েকজন মাস্তানকে নাস্তানাবুদ করছেন। এরপর ওয়াশিং পাউডার দিয়ে কাপড়ের ময়লা পরিষ্কার করছেন।

তার মতে, এই বিজ্ঞাপনে তাকে একজন আত্মবিশ্বাসী নারী হিসেবে দেখা যাবে।

বিজ্ঞাপনটি শীঘ্রই টেলিভিশনের পর্দায় দেখা যাবে।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

সিডিউল জটিলতায় নিপুণ

Nipunপ্রায় এক ডজন ছবি হাতে নিয়ে সিডিউল জটিলতায় পড়েছেন নিপুণ। এর জন্য ভুগছেন ছবি পরিচালক-প্রযোজকরা।

এরমধ্যে একটি পদ্মা পাড়ের পার্বতী। এ ছবির গল্প নিপুণের খুব পছন্দ হলেও তিনি কাজ করার সময় বের করতে পারছেন না।

রফিক শিকদার পরিচালিত এ ছবিতে তিনি গত জানুয়ারি মাসে কয়েকদিন শুটিংও করেছেন। সে সময় কথা ছিল, ফেব্রুয়ারি মাসে তিনি আবারো কাজ করবেন। কিন্তু পাঁচ মাস চলে গেলেও তার আর সিডিউল পাওয়া যায়নি।

ইমননিররের বিপরীতে এ ছবি করছেন তিনি। ঢাকার পাশাপাশি রাজশাহী, রাঙামাটি, কক্সবাজারসহ বেশ কটি লোকেশনে ছবির দৃশ্যধারণের কথা রয়েছে।

নিপুণ এর আগেও সিডিউল নিয়ে জটিলতায় পড়েছেন। তবে পরে দিনরাত কাজ করে পরিচালকদের ক্ষতি পুষিয়ে দিয়েছেন। দেখা যাক এবার তিনি সমস্যার সমাধান কিভাবে করেন।

সুত্র: যায় যায় দিন