← ভালোবাসা এক্সপ্রেস ট্রিভিয়া শুরুর দিকে এ ছবির নাম ছিল ‘রেড দ্য কালার অব লাভ’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ভালোবাসা এক্সপ্রেস’। ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতার প্রথম রানারআপ মিম চৌধুরীর।