ট্রিভিয়া
- শনিবার বিকেল ছবিটিতে ১২ টি দেশের কলা-কুশলীরা অংশগ্রহণ করেছে।
- ‘হলি বেকারি’ নামের সিনেমার ঘোষণা দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। পরে ‘ডুব’ মুক্তির কাছাকাছি সময়ে ঘোষণা দেন ‘শনিবার বিকেল’ (স্যাটারডে আফটারনুন) নামের সিনেমার। ধারণা করা হয় ‘হলি বেকারি’র নাম পাল্টে 'আইডেন্টিটি' ট্রিলজিতে স্থান পেয়েছে সিনেমাটি।