← তুমি রবে নীরবে

ট্রিভিয়া

  1. তুমি রবে নীরবে চলচ্চিত্রের মাধ্যমে তানজিন তিশা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তবে এই চলচ্চিত্রে তার অভিনয় থাকলেও ডাবিং করানো হয়েছে অন্য শিল্পীকে দিয়ে। ডাবিং এর সময় তানজিন তিশা ব্যস্ত থাকায় অন্য শিল্পী দিয়ে ডাবিং করানো হয়।
  2. তুমি রবে নীরবে প্রথমে টেলিছবি হিসেবে নির্মান করা হয়। পরবর্তীতে একে চলচ্চিত্র হিসেবে মুক্তি দেয় প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন গল্প অবলম্বনে এই ছবিটি নির্মান করা হয়।