কাহিনী সংক্ষেপ
গ্রামের চৌকিদার রহমত লেখাপড়া জানে না। অশিক্ষিত রহমতকে লেখাপড়া শেখায় গ্রামের দরিদ্র অনাথ বালক মানিক।রহমত নাম দস্তখত করা শেখে তার কাছে। দুর্নীতিবাজ আড়তদারের অপরাধ দেখে ফেলায় খুন হয় মানিক। তার খুনের সাক্ষী হয় রহমত এবং তার সাক্ষ্যে শাস্তি হয় অপরাধীর। সাক্ষীর দরখাস্তে নিজ হাতে নাম সই করে রহমত।
কৃতজ্ঞতা : ওয়াকিম
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।