কাহিনী সংক্ষেপ
গ্রামের গরিব বর্গাচাষি জলিল মিয়ার পালকপুত্র নয়নের একমাত্র স্বপ্ন, বিএ পাস করে সংসারের ভার কাঁধে নেবে। ওই গ্রামের জমিদার জয়নাল মাতব্বরের মেয়ে কাজল মনে মনে পছন্দ করে নয়নকে। কিন্ত নয়ন সব সময় কাজলকে এড়িয়ে চলে। অন্যদিকে, জমিদারের বন্ধুর ছেলে আব্বাসের সঙ্গে কাজলের বিয়ে ছোটবেলায় ঠিক হয়ে আছে। একসময় নয়নের সঙ্গে কাজলের প্রেম গড়ে ওঠে।
অন্যদিকে কাজলকে বিয়ে করার জন্য তাঁর বাবাকে চাপ দিতে থাকে আব্বাস। শুক্রবার কাজল আর আব্বাসের বিয়ের দিন ধার্য হয়। এ কথা শুনে আকাশ থেকে পড়ে নয়ন। নয়ন ও কাজল দুজনে গ্রাম থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। গায়েহলুদের রাতে দুজন পালাতে গিয়ে আব্বাসের হাতে ধরা পড়ে। কাহিনি মোড় নেয় অন্যদিকে। নতুন করে শুরু হয় গরিব-জমিদারের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব-সংঘাতের মধ্যে শেষ পর্যন্ত কাজল বধূ বেশে কার ঘরে উঠবে? নয়ন, নাকি আব্বাস? Matir Pinjira
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।