← রাজনীতি ট্রিভিয়া রাজনীতি ছবির জন্য পরিচালক বুলবুল বিশ্বাস প্রথমে পিয়া বিপাশা-কে চুক্তিবদ্ধ করেন। কিন্তু পরবর্তীতে তাকে বাদ দিয়ে অপু বিশ্বাসকে নেয়া হয়। পিয়া বিপাশা নিজেই সরে দাড়ান বলে জানা যায়। এর পেছনে তিনি 'অশোভন' প্রস্তাবের কথা উল্লেখ করেন।