কাহিনী সংক্ষেপ
জেলে স্বামীকে নিয়ে নববিবাহিতা মেয়েটির সুখেই দিন কাটছিলো। জেলেপাড়ার লোকেরাও তাদের খুব ভালো চোখে দেখে। এলাকাটি অনুন্নত হওয়ায় আয়না দেখার চল নেই। ঘটনাচক্রে একটি আয়না পেয়ে যায় বকুলের স্বামী। সুখের সংসারে অশান্তি ডেকে আনে আয়নাটি। বকুলের মনে বাসা বাঁধে অজানা শঙ্কা। তার স্বামী কেন ওটা জড়িয়ে রাখে? আয়নার মধ্যে কী আরেকটা বউ লুকিয়ে আছে?
দিহান অনেক ভাল অভিনয় করেছিল ।