← হৃদয় জুড়ে ট্রিভিয়া ১৯ জুলাই ২০১৬ তারিখে এফডিসির জহির রায়হান ল্যাবে আমি শুধু তোর হবো চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। শুরুতে এছবির নাম ছিল 'আমি শুধু তোর হবো'। পরে নাম পাল্টে রাখা হয় 'ভালোবেসে তোর হবো'। সবশেষে ছবিটির নাম চূড়ান্ত করা হয় 'হৃদয় জুড়ে'।