কাহিনী সংক্ষেপ
গ্রামের উচ্ছল তরুণী জরিনাকে ভালোবাসে যুবক জব্বার। ভাবীকে দিয়ে জরিনার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায় সে, কিন্তু জরিনার বাবা কিছু শর্ত জুড়ে দেয়। শর্ত পূরণ আর টাকা উপার্জনের উদ্দেশ্যে ঢাকায় আসে জব্বার। কিন্তু টাকা আয় করে গ্রামে ফিরে দেখে জরিনার বিয়ে হয়ে গেছে। ভাঙ্গা মন নিয়ে শহরে ফিরে আসে জব্বার। এদিকে স্বামীর সংসারে ভালো নেই জরিনা। তার স্বামী মদ খায়, তাকে নির্যাতন করে। নিরুপায় হয়ে জরিনার বাবা জব্বারের সহযোগিতা চায়।
কৃতজ্ঞতা: ওয়াকিম
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।