কাহিনী সংক্ষেপ
বাংলাদেশ ও ভারতের ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে কাহিনি আবর্তিত হয়েছে। এটি ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপোড়েনের গল্প। ঐতিহাসিক এক বঞ্চনা নিয়ে জীবন-যাপন তাদের। হঠাৎই ছিটমহল বিনিময়ের ঢামাঢোল। মানুষগুলো পরে সিন্ধান্তহীনতায়। পরিবারের কেউ ছুটে যেতে চায় দেশ পরিচয়ের আকাংখা নিয়ে। কেউ চায় ভূমির ওপর নিজেকে শক্ত করে দাড় করাতে। ফলে শুরু হয় বিভাজন অন্তঃক্ষরণ।
‘শেষ প্রহর’ ছবিটির আরো তথ্য যুক্ত করুণ