← আজব প্রেম

ট্রিভিয়া

  1. আজব প্রেম ছবিটি ২০ জানুয়ারি ২০১৫ তারিখে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। কিন্তু ছবিটি মুক্তি পায় ১৫ অক্টোবর তারিখে।
  2. আজব প্রেম চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক ওয়াজেদ আলী সুমন একক পরিচালনা শুরু করেন। এর আগে তিনি শাহীনের সাথে জুটি বেঁধে শাহীন-সুমন নামে ছবি পরিচালনা করতেন।
  3. আজব প্রেম ছবিটি নকলের অভিযুগে অভিযুক্ত। তামিল ছবি আরিয়া টু থেকে এই ছবির গল্প নকল করা হয়েছে বলে অভিযোগ করা হয়। একই গল্প থেকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র আমি শুধু চেয়েছি তোমায় মুক্তি পায় ২০১৪ সালের ১৬ মে বাংলাদেশ ও ভারতে। রাইজিং বিডি জানায়, সিনেমাটি প্রায় এক বছর আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও নকল কথাটি মোচনের জন্য কিছুটা দেরি করে মুক্তি দেয় প্রযোজনা প্রতিষ্ঠান।
  4. আজব প্রেম ছবিতে বাপ্পী-আঁচলের একটি ‘লিপকিস’-এর দৃশ্য বিতর্ক তৈরি করেছে। পাশাপাশি একটি গানে বেশ খোলামেলা হয়ে দেখা গেছে আঁচলকে। বাপ্পি-আঁচলের এ চুম্বন দৃশ্যটি হুবুহু অল্লু অর্জুন-কাজল আগারওয়াল ও অঙ্কুশ-শুভশ্রীর চুম্বন দৃশ্য থেকে নকল করা হয়েছে। এ ছাড়া বাপ্পির চুলের স্টাইলও নকল করা হয়েছে অল্লু অর্জুনের চুলের স্টাইল থেকে।