← অঙ্গার

মন্তব্য করুন।

৫টি রিভিউ

  1. বাংলাদেশে পর্যায়কক্রমে যেসব নতুন নতুন চলচিত্র তৈরি হচ্ছে অামরা সেসব চলচিত্র ভালভাবে দেখার সুযোগ পাচ্ছি না
    বা যারা নতুন সিনেমা তৈরি করছেন তা ভালভাবে প্রচার করার দিক দিয়ে পিছিয়ে অাছে
    যেমন যদি কোনো নতুন সিনেমা রিলিজ হয় তা জনগনের কাছে বা অামাদের কাছে দেরিতে পৌছায় (উদাহরণ :রোমিও বনাম জুলিয়েট) অাবার বেশির ভাগ সময় যদি কোনো নতুন সিনেমা রিলিজ হয় তা অামরা কাটা সিনেমা রুপে পেয়ে থাকি ( উদাহরণ : অামি শুধু চেয়েছি তোমায়, লাভ ম্যারেজ) এসব কাটা সিনেমা দেখার কোনো মজা থাকে না। অারেকটি বিষয় হল যখন কোনো নতুন সিনেমা রিলিজ হয় সে সিনেমার অডিও গান গুলো যখন অামরা ডাউনলোড করি তা অামরা অস্পষ্ট বা গানের সাউন্ট পরিষ্কার পাই না।
    যার সিনেমা নির্মান ও প্রচার করেন তাদেরকে উক্ত সমস্যার দিকে নজর দিতে হবে।।।।

  2. বলিউডের ছবির এত সফলতার অন্যতম প্রধান কারন হল প্রচার । তারা প্রচার এই প্রসার এই ত্তত্বে বিস্বাসী । সেখানে বাংলা ছবির কি আদোও সঠিক ভাবে প্রচার করা হয় ??

  3. অঙ্গার ছবি নিয়ে কিছু কথাঃ
    ১. পোষ্টারের উপরের লেখাটা আমাকে লজ্জিত ও প্রতারিত করেছে। রেকর্ড তো দুরের কথা টাকা তোলাও সম্ভব না।
    ২. পরিচালক প্রশাংসার দাবিদার। অনেক সিমাবদ্ধতার ভিতরেও অনেক ভালো হয়েছে।
    ৩. চিত্রনাট্যে হাজার খানেক গোজামিল আছে। পেশাদারি কাউকে দিয়ে করালে ভালো হতো।
    ৪. আমি ২য় বার আর কখনো ওমের ছবি দেখতে যাবো না ব্যাবসা করতে চাইলে ওকে দুর করুন। কলকাতায়ও ওর ছবি ২ দিনও চালানো অসম্ভব। কলকাতা বা বাংলাদেশে আর কোন নায়ক কি নেই?
    ৫. জলি ঠিক নায়িকা হয়ে উঠতে পারিনি।
    ৬. এত কিপ্টে ক্যারে ভাই। এটা টিভি নাটক না চলচ্চিত্র।
    ৭. গানগুলো ব্যাবসা উপযোগী নয়। তবে ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো।
    ৮. গানের চিত্রধারনে মনে হয় কোন বাজেট ছিল না। মিউজিক ভিডিও ও এর চেয়ে ভালো।

  4. কাহিনী সংক্ষেপঃ- একটি সুন্দর পাহাড়ি গ্রামে মণ্ডল আর সরকার পরিবারের ক্ষমতা দখলের দ্বন্দে সকলেই অতিষ্ঠ। এই ঘৃণা আর অরাজকতার অঙ্গারের উপর প্রতিষ্ঠিত হতে চায় বিশু আর মায়া’র নিষ্পাপ প্রেম।

  5. আব্দুল্লাহ-জহির বাবুর নকল গল্পের সিনেমা দেখতে দেখতে খুব ক্লান্ত।তাই মাঝে সিনেমা দেখাটা বন্ধ করে দিয়েছিলাম।কাল তারই মৌলিক গল্প “অঙ্গার” সিনেমাটি দেখে সত্যই সিনেমা দেখার অনুপ্রেরণা আবারও সৃ্ষ্টি হচ্ছে বলে মনে হয়। সিনেমাটি প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পযন্ত গল্পের মাঝে ছিল। যার ফলে সিনেমাটি নান্দনিক ভাবে পরিচালাক উপস্থাপন করতে পেরেছেন।আমার বিশ্বাস বাংলা চলচ্চিত্র আবারও ৯০ দশকের নতুন আলো ফিরে আনবে।এই সিনেমাটি ভাল একটি গুণ ছিল কেউকে প্রাধ্যণ দিয়ে সিনেমাটি নিমাণ করেনি। সবার চরিত্র ছিল খুব গুরুত্বপূণ।যার ফলে সিনেমাটি শেষ দৃশ্য পযন্ত অপেক্ষা করতে হয়েছে।
    ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়াকে আমাদের দেশের এত সুন্দর পরিবেশ অঙ্গারের মাধ্যমে তুলে নিয়ে আসেছে।

রিভিউ লিখুন

আরও ছবি