← ভয়ংকর সুন্দর ট্রিভিয়া মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অবলম্বনে নির্মিত ভয়ংকর সুন্দর। এই চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী ভাবনার চলচ্চিত্রে অভিষেক ঘটে। একই সাথে কলকাতার অভিনেতা পরমব্রত'র বাংলাদেশী চলচ্চিত্রে অভিষেক ঘটে।