← রোমিও বনাম জুলিয়েট

ট্রিভিয়া

  1. ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত। তবে মুক্তির পূর্বেই ছবিটি যৌথ প্রযোজনার নামে প্রতারণার অভিযোগে সমালোচিত হয়। আমি শুধু চেয়েছি তোমায় ছবির মত এ ছবিতেও বাংলাদেশের প্রতিনিধি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ যিনি মূলত একজন চলচ্চিত্র প্রযোজক। ছবির শ্যূটিং থেকে শুরু করে পোস্টার সর্বক্ষেত্রেই ভারতের অশোক পতি পরিচালিত বলা হলেও শুধুমাত্র বাংলাদেশের পোস্টারে যৌথ প্রযোজনার ছবি উল্লেখ করা হয়।
  2. ছবিটির মিডিয়া পার্টনার হচ্ছে চ্যানেল আই, ব্লকবাস্টার্স, এবিসি রেডিও, কোকাকোলা ও রেডিও ২০০৪।
  3. সিনেমাটি বাংলাদেশ ও কলকাতা মিলিয়ে মোট ২৬৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে বাংলাদেশে ৯১টি ও কলকাতার ১৭৬টি প্রেক্ষাগৃহ রয়েছে।