ট্রিভিয়া
- উত্তরার আশ্রয় শুটিং হাউসে শ্যুটিং চলার সময় মিশা সওদাগরের সংলাপ ছিল, ‘আমার বাড়ি, গাড়ি, টাকাপয়সা—সব তোমার জন্য। শুধু তুমি আমাকে বিয়ে করো।’ সাথে সাথেই হাসতে শুরু করেন অমৃতা। পরে কারণ হিসেবে বলেন, অন্তরে অন্তরে ছবিতে মিশা সওদাগর আমার বাবার চরিত্র করেছিলেন। আর এবার গুন্ডা দ্য টেররিস্ট ছবির শুটিংয়ে তিনি যখন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তখন বারবার আগের ছবির কথা মনে পড়েছে। এ কারণে তাঁর দিকে যখনই তাকিয়েছি, তখনই হাসি পেয়েছে।’
- ছবিটি তামিল 'ইয়াবেদু' ছবির নকল বলে অভিযুক্ত। তেলেগু ভাষায় নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন বামসি পাইদিপালি। এতে অভিনয় করেছেন রামচরন, শ্রুতি হাসান, কাজল আগারওয়াল প্রমুখ।
- ১২ আগস্ট ২০১৪ থেকে শুটিং শুরু হয়।
- এই ছবিতে আঁচল একটি আইটেম গানে অংশগ্রহণ করে। তার সাথে ছিল বাপ্পী। তারা দুজনে লুঙ্গি ড্যান্সে অংশ নেয়। এ কারণে ছবি মুক্তি পাওয়ার আগেই আঁচল সমালোচিত হন।
- নকল ছবি বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে জানান, ‘সেন্সর বোর্ডে ১৫ সদস্যের একটি টিম রয়েছে। তারাই এ বিষয়টির দেখভাল করেন। বোর্ডের নিয়ম এবং আইন অনুযায়ী তারা ছবির ব্যাপারে সিদ্ধান্ত নেন। এ ছবিটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। যদি গুণ্ডা-দ্য টেরোরিস্ট ছবিটি নকল হয় তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা অবশ্য বলেছেন, সেন্সর বোর্ড থেকে সব সময় নকল ছবির অভিযোগের ব্যাপারে এ ধরনের মন্তব্য করে থাকেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, তারা কোনো কার্যকরী ভূমিকা রাখেন না। নাম প্রকাশ না করার শর্তে এক প্রযোজক জানান, সেন্সর বোর্ড থেকেই টাকার বিনিময়ে এসব নকল ছবির ছাড়পত্র দেয়া হয়। পুরনো সব অভিযোগ খতিয়ে দেখলেই এর সত্যতা বের হয়ে আসবে।