ট্রিভিয়া
- ছবির মহরত অনুষ্ঠিত হয় সাভারের ফুলবাড়িয়ার মনোয়ার হোসেন ডিপজলের বাগান বাড়ীতে।
- ২৮ সেপ্টেম্বর চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
- ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে কাজ করার ছয় বছর পর রূপালি পর্দায় ফিরে মম। এটিই তার প্রথম নাচে-গানে মসলাদার ছবি।
- এত বেশি পরিশ্রম অন্য কোনো ছবির বেলায় করিনি। মারামারির দৃশ্য করার জন্য শীতের সময় আমাকে কাদার মধ্যে টানা সাত দিন থাকতে হয়েছে।