← কার্তুজ

ট্রিভিয়া

  1. শুরুতে এর নাম বেঈমান রাখা হবে বলে শোনা গিয়েছিল। অন্যদিকে প্রসূন আজাদ অভিনয়ের কথা শোনা গেলেও পরবর্তীতে নিপুণ অভিনয় করেন।
  2. এই ছবির মাধ্যমে ফারজানা রিক্তার চলচ্চিত্রে এবং বাপ্পারাজের পরিচালনায় অভিষেক ঘটে।
  3. ছবিটি সেন্সরের জন্য জমা দেয়া হয় ২২ অক্টোবর ২০১৪ তারিখে।
  4. "আমার ছবিতে অনেক কিছুই নেই। নায়ক-খলনায়কের অহেতুক চেঁচামেচি নেই। ‘আমি তোমাকে ছাড়া বাঁচব না’, ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করে নায়িকার নায়ককে ডাকার কোনো দৃশ্য নেই। এ রকম অনেক বিষয়ই নেই। আসলে যে দৃশ্যগুলো দর্শক দেখতে দেখতে বিরক্ত, সেসব দৃশ্য আমি এড়িয়ে গেছি।" - সেন্সরপত্র পাওয়ার পর দৈনিক প্রথম আলোর সাথে এক সাক্ষাতকারে বাপ্পারাজ এ কথা বলেন।