কাহিনী সংক্ষেপ
‘বৃহন্নলা’ ছবির গল্প গড়ে উঠেছে গ্রামের একটি প্রাচীন গাছকে কেন্দ্র করে। গ্রামের মুসলিম এবং হিন্দু সমপ্রদায় গাছটি দখলের চেষ্টায় বিভিন্ন ধরনের অপকর্ম করতে থাকে। মুসলমানরা চায় এখানে একটা মসজিদ ও ঈদগাহ বানাতে, আর হিন্দুরা চায় মন্দির বানাতে। এ নিয়ে গ্রামের মানুষ দুইভাগে বিভক্ত। রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য প্রস্তুত। গ্রামের একজন হোমিওপ্যাথি ডাক্তার চান এখানে একটি স্কুল হোক। এজন্য ডাক্তারকে কেউ ভাল চোখে দেখতে পারেন না। ওই গ্রামে একদিন শহর থেকে আসেন একজন সরকারি ডাক্তার। হোমিওপ্যাথি ডাক্তারের সহযোগিতায় তিনি বুঝতে পারেন, গাছকে কেন্দ্র করে যা ঘটছে তা অলৌকিক কোন ব্যাপার নয়। সবই ষড়যন্ত্র। এ কারণে উভয় সমপ্রদায়ের চক্ষুশূল হন তিনি। পড়েন রোষানলে। (Brihonnola)
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।