কাহিনী সংক্ষেপ
দুই সহপাঠীর একজন আরেকজনকে পছন্দ করে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। তাই বন্ধুদের সাথে পরিকল্পনা করে একদিন সবাই মিলে বনভোজনে যায়। তখন পরিকল্পনা অনুযায়ী বাকি বন্ধুরা ঐ দুজনকে ফেলে রেখে সেখান থেকে রেখে ফিরে আসে। মেয়েটি ভয় পেয়ে তার ভাইদের তাকে এসে নিয়ে যেতে বলে। ঠিক সে সময় বৃষ্টি নামে। ছেলেটি মেয়েটিকে নিয়ে ছাদে যায় তার মনের কথা বলার জন্য। কিন্তু সে সময় বিপত্তি ঘটে। ছেলেটি ছাদ থেকে পিছলে নিচে পরে যায়। ঠিক সে সময় সে স্থানে মেয়ের ভাইয়েরা হাজির। তারা ছেলেটিকে মৃত ভেবে বোনের সমস্যা হবে মনে করে মেয়েটির বাধা সত্বেও ছেলেটিকে জ্যন্ত কবর দিয়ে দেয় এবং বোনকে সাথে নিয়ে সেই স্থান ত্যগ করে। পরে বোন কে আরেক ছেলের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পর মেয়েটি তার স্বামীকে নিয়ে সেই একই স্থানে ঘুরতে আসে। তখনই ঘটে বিপত্তি।
Pingback: পৃথিবীর অষ্টম আশ্চর্য “বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড” - বাংলা মুভি ডেটাবেজ