ট্রিভিয়া
- হেডমাস্টার ২০১০-১১ সালে সরকারী অনুদান প্রাপ্ত চলচ্চিত্র।
- এই চলচ্চিত্রের মাধ্যমে বিথী চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এর আগে গ্রামীনফোনের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করে তিনি পরিচিতি পান।
- অনুদানের ছবিতে অভিনয় অভিজ্ঞতা জানতে চাইলে অভিনেতা কায়েস আরজু যায়যায়দিনকে এক সাক্ষাতকারে বলেন - 'সব মিলিয়ে আমার ভালো লাগেনি'।
- অনুদান পাওয়ার পর দৈনিক কালেরকন্ঠে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় - হেডমাস্টার চলচ্চিত্রে আলমগীরের বিপরীতে অভিনেত্রী চম্পা অভিনয় করবেন। পরবর্তীতে সুবর্ণা মোস্তফা তার স্থলাভিষিক্ত হন।
- মানবজমিনে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায় - দেলোয়ার জাহান ঝন্টু দীর্ঘ ৩৫ বছর ধরে এই চলচ্চিত্রটি নির্মানের স্বপ্ন বুকে পুষে রেখেছিলেন।
- হেডমাস্টার চলচ্চিত্রে অভিনয় অভিজ্ঞতা প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, 'এ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা আমার ভালো না। যেহেতু সূবর্ণা আপা আর আলমগীর ভাই ছবিটিতে আছেন, তাই কাজটা করেছি'।