← মুক্তি

ট্রিভিয়া

  1. 'মুক্তি' ২০১১ সালে সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র। ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় হল মালিকরা এই ছবি চালানোর আগ্রহ প্রকাশ না করায় চ্যানেল আইয়ে মুক্তি দেয়া হয়।
  2. চ্যানেলে প্রচার সম্পর্কে বিডিনিউজ২৪ ডট কমকে পি.এ. কাজল বলেন, “মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি নিয়ে দুই বছর অনেকগুলো হলে ঘোরাফেরা করছি। কিন্তু সবার একই বক্তব্য, আমার সিনেমাটি প্রদর্শন করলে ওদের মারাত্মক ব্যবসায়িক ক্ষতি হবে। ওরা কোনো ঝুঁকি নিতে চায় না। অনেক যত্ন, অনেক পরিশ্রম নিয়ে সিনেমাটি নির্মাণ করেছিলাম। হতাশ হয়ে অবশেষে চ্যানেল আইয়ের মাধ্যমে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিই।”
  3. সিনেমায় মুক্তিযুদ্ধকালীন নানা ভয়াবহতার কথা তুলে ধরলেও কাজল এড়িয়ে গেছেন রাজাকারদের প্রসঙ্গ। এ ব্যাপারে তার যুক্তি, “শিশুতোষ সিনেমাতে রাজাকার ইস্যুটি তুলে ধরা আমার যুক্তিযুক্ত মনে হয়নি।”