কাহিনী সংক্ষেপ
ওপার বাংলার মেয়ে শ্রেয়া ভালবাসার সুতোয় বাঁধে এপার বাংলার ছেলে বাবাইকে। দুজনের মনে ফুটে ওঠে ভালবাসার ফুল, মুখে অমৃত সুধা, আর চোখে রঙধনুর রঙ্গিন স্বপ্ন। হঠাৎ করেই তাদের প্রেমের রশীতে টান পড়ে। ভৌগলিক সীমারেখা তাদের ভালবাসায় বেড়ী তৈরী করে দেয়। ধর্মের সীমারেখা তাদের মাঝে প্রাচীর তুলে দেয়, সমস্ত শক্তি দিয়ে সমাজের রক্তচক্ষু তাদের হুঙ্কার ছুড়ে দেয়, শাসনের বন্দুক তাদের তাড়া করে বেড়ায়। কিন্তু শ্রেয়া আর বাবাই সব বাঁধা উপেক্ষা করে অনাবিল সুখে হারিয়ে যায় মধুময়ী স্বপ্নময় দিগন্তে। তাদের ভালবাসার দিগন্তে কী অপেক্ষা করছে, কী তাদের শেষ পরিনতি?।
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।