← দবির সাহেবের সংসার

ট্রিভিয়া

  1. দবির সাহেবের সংসার চলচ্চিত্রে প্রথমে সাইমন সাদিক অভিনয় শুরু করলেও পরে পরিচালক জাকির হোসেন রাজু এবং প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সাথে সমস্যার কারণে বাদ পড়েন এবং পরবর্তীতে আসিফ ইমরোজ অন্তর্ভূক্ত হন।
  2. গতানুগতিক সিনেমার বাহিরে সিনেমা নির্মান প্রসঙ্গে পরিচালক জাকির হোসেন রাজু বাংলানিউজ২৪ এর সাথে সাক্ষাতকারে বলেন, "গতানুগতিক ধারার বাইরে গিয়েও তো ভালো ব্যবসা করতে পারছে না অনেকে। যেমন আমার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দবির সাহেবের সংসার’। এই সিনেমায় আমি চেষ্টা করেছি দর্শককে সাধারণের বাইরে ভিন্ন স্বাদ দিতে। কিন্তু এটি আশানুরুপভাবে লাভজনক ব্যবসা করতে পারেনি।"