← উল্টা পাল্টা

ট্রিভিয়া

  1. এই ছবিটি সম্পর্কে মালেক আফসারী তার ফেসবুকে লিখেন, '৪ বছর কাজ করি না। এফ ডি সি যাই না। রোজী কিডনী প্রেসেন্ট। মাদ্রাজে আমার বাসাবাড়ি। চিকিৎসার টাকা লাগবে। সোজা পথে পা বাড়ালাম। নকল ছবি বানালাম। ৩ মাসে টাকা ডাবল।'
  2. উল্টা পাল্টা ৬৯ তেলেগু ছবি Vikramarkudu এর নকল। একই গল্প অবলম্বনে পরবর্তীতে 'অ্যাকশন জেসমিন' নামে আরও একটি ছবি নির্মিত হয় যেখানে ববি এবং সাইমন সাদিক অভিনয় করেন। অবশ্য, অন্যান্য ছবিগুলো নায়ককেন্দ্রিক হলেও অ্যাকশন জেসমিন নায়িকা-কেন্দ্রিক চলচ্চিত্র।