কাহিনী সংক্ষেপ
এতে গ্রামের বাউল ঘরের এক মেয়ের মিউজিক্যাল জার্নি দেখানো হয়েছে। বাউল পরিবারে জন্ম হয় এক মেয়ের, সে ফোক গান, মাটির গান করে সে। এক সময় তাকে উৎসাহ দেওয়া হয় গ্রাম থেকে বের হয়ে এসে বড় পরিসরে গান করার। কিন্তু শহরে এসে মেয়েটি জৌলুস, যশ ও জনপ্রিয়তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এসব করতে গিয়ে তার ভেতরের গানের সত্তাটা সে হারিয়ে ফেলে। জাগতিক ও আধ্যাত্মিক জার্নির একটা সম্পর্ক দেখানো হয়েছে ছবিটিতে।
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।