← নদীজন

ট্রিভিয়া

  1. নদীজন চলচ্চিত্রের শ্যুটিং শুরু হয়েছিল 'ঢেউ' নামে। পরবর্তীতে নাম পরিবর্তন করে 'নদীজন' রাখা হয়।
  2. গত ৫ এপ্রিল সেন্সর বোর্ডে প্রদর্শনের জন্য জমা দেওয়া হয়েছিল। কিন্তু ছবিটির একটি অংশে হিল্লা বিয়ে দেখানোর কারণে সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দেয়নি। এরপর ছবিটির হিল্লা বিয়ের অংশ সংশোধন করে পুনরায় আবার সেন্সরবোর্ডে ছবিটি জমা দেওয়া হয়েছিলো। এরপর গত ২৮ মে ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। সেই সঙ্গে ছাড়পত্র পায় ছবিটি।