এক কথার রিভিউ যদি লিখি তাহলে হবে একদমি ভাল লাগেনি।
সেই পুরনো কাহিনী আবার নতুন করে দেখানো ছাড়া আর কিছুই না।
পসেটিভ দিক হলো ছবির ভিলেন চরিত্র ‘টাইগার রবি’ উনি ছিলেন পারফেক্ট।
আর অপূর্ব কে যে নাটকেই ক ভেবে নেয় তাই আমি বুঝিনা আবার এখন
নিল মুভিতে।
বুঝলাম বাংলাদেশে এতই নায়কের আকাল পড়ে গেলো।
কামার এর কাজ যেমন কুমোর দিয়ে হয়না তেমনি এসব টিভি নাটকের
নায়ক দিয়ে ও বড় পর্দা কাপানো সম্ভব না।
নাইকার অভিনয় ছিল যথেষ্টই বিরক্তিকর! হলের অনেককেই দেখলাম
আমার মতো বিরক্তি প্রকাশ করতে। যাইহক, আমার কাছে মুভিটা
একদমি ভাল লাগেনি।
এক কথার রিভিউ যদি লিখি তাহলে হবে একদমি ভাল লাগেনি।
সেই পুরনো কাহিনী আবার নতুন করে দেখানো ছাড়া আর কিছুই না।
পসেটিভ দিক হলো ছবির ভিলেন চরিত্র ‘টাইগার রবি’ উনি ছিলেন পারফেক্ট।
আর অপূর্ব কে যে নাটকেই ক ভেবে নেয় তাই আমি বুঝিনা আবার এখন
নিল মুভিতে।
বুঝলাম বাংলাদেশে এতই নায়কের আকাল পড়ে গেলো।
কামার এর কাজ যেমন কুমোর দিয়ে হয়না তেমনি এসব টিভি নাটকের
নায়ক দিয়ে ও বড় পর্দা কাপানো সম্ভব না।
নাইকার অভিনয় ছিল যথেষ্টই বিরক্তিকর! হলের অনেককেই দেখলাম
আমার মতো বিরক্তি প্রকাশ করতে। যাইহক, আমার কাছে মুভিটা
একদমি ভাল লাগেনি।