কাহিনী সংক্ষেপ
আয়না গ্রামের একজন সৎ নীতিবান স্কুল শিক্ষকের মেয়ে। প্রেম করে গ্রামের এক প্রভাবশালী যুবকের সঙ্গে। কিন্তু যুবক তাকে বিয়ে করতে অস্বীকার জানালে সে রাতের অন্ধকারে আত্মহত্যা করার প্রস্তুতি নেয়। আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে তাকে রক্ষা করে সম্রাট। জানতে চায় আত্মহত্যার কারণ। শুনে পরামর্শ দেয়, প্রতিবাদ স্বরূপ প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান ধর্মঘট করার। আয়না পরামর্শ মেনে নিয়ে শুরু করে অবস্থান ধর্মঘট। সেখানে সম্রাটও উপস্থিত হয়। এর মধ্যে সম্রাটের সততা আর ব্যক্তিত্ব দেখে আয়না দুর্বল হয়ে পড়ে সম্রাটের প্রতি। গল্প মোড় নেয় অন্যদিকে। (Ayna Kahini)
সুস্থ্য, সুন্দর ও নির্মল বিনোদনের একটি ছবি “আয়না কাহিনী”। “উধাও” এর পর সাম্প্রতিক সময়ে আর একটি ছবি দেখে তৃপ্তি নিয়ে হল থেকে বের হলাম। শ্রদ্ধেয় আজিজুর রহমানের “ডাক্তার বাড়ী’র পর এরকম একটা পরিচ্ছন্ন ছবি দেখলাম আবার। ছবিতে বিরক্তিকর অংশ একেবারেই নেই। ভাড়ামি ছাড়াই দর্শকরা হেসেছে নির্মল হাসি, হাস্যকর দৃশ্য একেবারেই নেই। সংলাপের ধার, পরিমিত অভিনয় ছবির প্রাণ।
ছবিটা ইমপ্রেসের, ইমপ্রেসের বাজেটে এর বেশি আশা করাও ভূল হয়তো। তবু এরকম সুন্দর একটি ছবি উপহার দেয়ার জন্য নায়ক রাজ রাজ্জাক সহ ছবি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
দর্শক বন্ধুদের এই সুন্দর ছবিটি দেখার আমন্ত্রন রইল।