← পিঁপড়াবিদ্যা

ট্রিভিয়া

  1. ছবির হিরো নূর ইমরান মিঠুকে সকলের কাছে পরিচিত করে তোলার জন্য ছবি মুক্তির আগেই 'হিরো হতে কি লাগে' শিরোনামে একটি মিউজিক ভিডিও নির্মান করে মুক্তি দেয়া হয়।
  2. ১১ অক্টোবর ২০১৪ তারিখে ট্রেলার মুক্তি উপলক্ষে প্রচারণার উদ্দেশ্যে 'আন্দাজে ঢিল ছোড়া' শিরোনামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ট্রেলার দেখে গল্প কি হতে পারে তা ধারনা করে ছবিয়াল ফেসবুক পেইজে পাঠানোর আহবান জানানো হয়। ফলে, প্রথম দশ ঘন্টায় ট্রেলারটি ইউটিউবে এক লক্ষবারের বেশী দেখা হয়।
  3. ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ৪০ দিন ধরে চলচ্চিত্রটির ক্যামেরা ধারণ কাজ করা হয়।
  4. ‘পিঁপড়াবিদ্যা’ ছবিটি দুবাই চলচ্চিত্র উতসবের প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হওয়ার পর এ পর্যন্ত মনোনীত হয়েছে সাংহাই গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড, মোহর এশিয়া-আফ্রিকা অ্যাওয়ার্ড, ডালাস এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে।
  5. প্রধান চরিত্রে রূপদানকারী অভিনেতা মিঠু অভিনয়ের পূর্বে ছবিয়ালে সহকারী হিসেবে কিছুদিন কাজ করেছিলেন। ফারুকী পরিচালিত টেলিভিশন চলচ্চিত্রে তিনি শিক্ষানবীস হিসেবে কাজ করেন এবং খুব ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন।