← নকশী কাঁথার জমিন ট্রিভিয়া হাসান আজিজুল হকের "বিধবাদের কথা" অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র "নকশীকাঁথার জমিন" (A Tale Of Two Sisters)। ছবিটি বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগে ৩য় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়।