← সুলতানপুর ট্রিভিয়া শুরুতে ছবিটির নাম রাখা হয়েছিল 'বর্ডার'। নির্মাণ শেষে সেন্সরে জমা দিলে ছবিটিকে প্রদর্শনের অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে 'সুলতানপুর' রাখা হয় এবং কিছু সংশোধনীর পর সেন্সর সনদপত্র লাভ করে।