কাহিনী সংক্ষেপ
নয়টা থেকে পাঁচটা চাকরী, আঙ্গুল আর আঙ্গুলের ছোঁয়ায় প্রেমিকার ভালবাসা নিয়ে ভালোই কাটছিল কিশোরের সাধারণ জীবন। কিন্তু শহরে ঘটে যাওয়া এক শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু, কিশোরের জীবনকে আর সাধারণ থাকতে দেয় না, কিশোরকে ঠেলে দেয় অন্ধকার জগতে। যে জগতে তার ইচ্ছার বিরুদ্ধেই সব কিছু করতে হয়। মনের গহীন কোণে লুকিয়ে থাকা সেই অতীত জগতের আলো বারবার বুক ফুঁড়ে বেড়িয়ে আসতে চায়, হৃদয়ের কোণে উকি দেয় প্রেমিকা নীলার মুখখানা, ছোট্ট সুখের ঘরের স্বপ্ন। কিন্তু সব কিছুই চাঁপা পড়ে এই অন্ধকার জগতের কালির নিচে। যেখানে আইনও নিজেই নিজের উপর কালির প্রলেপ মেখে নিয়েছে। স্রোতের টানেই গা ভাসাতে হয় কিশোরকে। আর কিশোরের এ স্রোতের দিক নিয়ন্ত্রণ করে জেনিথ। কঠিন বাস্তবতা আর মানুষরূপী হায়েনার শিকার হয়েই জেনিথেরও এ জগতে ঠাই। জীবন সমুদ্রের অন্ধকার তলদেশে জেনিথ আর কিশোরের বিচরণ নিয়েই চলতে থাকে রানআউট। (Run Out)
tonmoy tansen bhai er natok and telefilm onek bhalo hoy and tader band ta toh joss…asha korchi khub bhalo ekta movie hobe run out…best wishes 🙂 (Y)
It’s going to be a hit 4 sure..T.T awesome director 😀